চলন্ত ট্রেনে শুধু কটূক্তি আর অশালীন আচরণ নয়, স্বামীকে খুন করে মহিলাকে ধর্ষণেরও হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা।
ভয়ে কুঁকড়ে না-গিয়ে নিগৃহীতা মহিলা একাই রুখে দাঁড়ান। এবং তাঁর প্রতিবাদের ভাষা এতটাই জোরালো ছিল যে, ট্রেনের সহযাত্রীরাও উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েন। মহিলার অনুরোধে চালকও বাড়তি কিছুটা সময় ট্রেন দাঁড় করিয়ে রেখে দুষ্কৃতী ধরতে সাহায্য করেন তাঁদের। হাতেনাতে ধরা পড়ে এক দুষ্কৃতী।
রবিবার রাতে ঘটনাটি ঘটে দমদম স্টেশনে। পার্ক স্ট্রিটে নিগ্রহের ঘটনায় মহিলা পুলিশের কাছে অভিযোগ জানানোর জন্য দু’দিন সময় নিয়েছিলেন। কিন্তু দমদমে নিগৃহীতা মহিলা এক মুহূর্তও দেরি করেননি। ট্রেনে ওঠার পর থেকেই তাঁর সঙ্গে অশালীন আচরণ শুরু করেছিল দুই যুবক। মহিলাও সঙ্গে সঙ্গেই প্রতিবাদ শুরু করেন। আর মহিলাকে প্রতিবাদ করতে দেখে কামরার অন্য যাত্রীরাও তাঁর পাশে দাঁড়ান। বেগতিক দেখে দমদমে ট্রেন থামতেই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। ওই মহিলা ও সহযাত্রীরা ধাওয়া করে এক জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
ঠিক কী ঘটেছিল?
রেল পুলিশ জানিয়েছে, ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে দত্তপুকুর লোকালে চেপে বারাসত থেকে দমদমে ফিরছিলেন। ক্যান্টনমেন্ট স্টেশনে দুই যুবক তাঁদেরই কামরায় ওঠে। রাত হয়ে যাওয়ায় কামরায় খুব বেশি যাত্রী ছিলেন না। সেই সুযোগেই ওই যুবকেরা মহিলার কাছে গিয়ে বসে। প্রথমে মহিলার উদ্দেশে কটূক্তি শুরু হয়। মহিলা আমল দেননি। কিন্তু অশালীন কথা ও কদর্য ইঙ্গিত বাড়তে থাকায় তিনি প্রতিবাদ করেন। কিছু ক্ষণ পরে দু’পক্ষের মধ্যে জোরালো বাদানুবাদ শুরু হয়। মহিলার অভিযোগ, তার পরে এক যুবক তাঁকে ধর্ষণের ভয় দেখাতে শুরু করে। মহিলার জোরালো প্রতিবাদ জানান। অন্য যাত্রীরাও এগিয়ে এসে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে রুখে দাঁড়ান। তত ক্ষণে ট্রেন দমদম স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকতে শুরু করেছে।
প্ল্যাটফর্ম শুরু হতেই এক দুষ্কৃতী পিঠটান দেয়। তার সঙ্গীও লাফিয়ে প্ল্যাটফর্মে নেমে অন্য কামরায় উঠতে যায়। পিছনে পিছনে যাত্রীরাও নেমে পড়েন। ট্রেনের গতি কমতে নেমে পড়েন ওই মহিলাও। যাত্রীরা সকলে মিলে দুষ্কৃতীর পিছনে ধাওয়া করেন। আর মহিলা ছুটে যান ট্রেনচালকের কাছে। ট্রেন না-ছাড়ার জন্য অনুরোধ জানান চালককে। চালক বেশ কিছু ক্ষণ দমদম স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে রাখেন। ইতিমধ্যে ধরা পড়ে ওই দুষ্কৃতী।
প্ল্যাটফর্মে ভিড় জমে যায়। স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরাও চলে আসেন। দুষ্কৃতীর উপরে উত্তমমধ্যম শুরু হয়। ছুটে আসে দমদম জিআরপি থানার পুলিশ। আহত দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেন উত্তেজিত যাত্রীরা। মহিলার প্রাথমিক অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে ওই যুবককে। রেল পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজু সাহা। ওই যুবকের বিরুদ্ধে ইভটিজিং ও ভয় দেখানোর মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে শিয়ালদহ আদালতে হাজির করানো হয়।
দমদম স্টেশন এলাকায় ওই মহিলার সাহসিকতার গল্প অনেকেই জেনেছেন সোমবার সকালে। পূর্ব সিঁথিতে তাঁর প্রতিবেশীরাও এ দিনই ওই ঘটনার কথা জানতে পারেন। মহিলা বলেন, “আমি গৃহবধূ। স্বামীর সামনে ও-রকম নোংরা কথা আমায় প্রতিবাদ করতে বাধ্য করেছিল। ওরা স্বামীকে গুলি করে মেরে আমায় ধর্ষণের হুমকি দিয়েছিল।” |