ঘরের মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বী স্যামসাং-কে হারিয়ে উঠেই ফের প্রস্তুতি বিশ্ব ময়দান দখলের। আর এ বার সেই লড়াইয়ে অ্যাপলের তুরুপের তাস প্রবীণ ও নবীনের মিশ্রণ। একেবারে নতুন পণ্য ছোট আই প্যাড, পোশাকি নাম ‘আই প্যাড মিনি’ এবং বহু দিনের খেলোয়াড় আই ফোনের উন্নত সংস্করণ ‘আই ফোন ৫’।
অ্যাপল কোনও মন্তব্য না করলেও সংশ্লিষ্ট সূত্রে খবর, বাজার কাঁপাতে আগামী দু’মাসেই এই দুই পণ্য আনতে চলেছে অ্যাপল। সেপ্টেম্বরে ‘আই ফোন ৫’ এবং অক্টোবরে ‘আই প্যাড মিনি’। আবার একই ভাবে কোনও কোনও মহলের খবর, সেপ্টেম্বর নয় বরং অক্টোবরই হবে সব পণ্য আনার সঠিক সময়। আর দিনটি হতে পারে ওই মাসেরই পাঁচ তারিখ, ২০১২ সালে যা শুক্রবার। ঠিক এক বছর আগে যে দিনে আপেলে শেষ কামড় বসিয়ে চিরদিনের মতো সরে গিয়েছেন স্রষ্টা স্টিভ জোবস। |
দিনটি যাই হোক না কেন, বিশ্ব জুড়ে অ্যাপলের অগণিত ভক্তেরা যে প্রতীক্ষা করতে রাজি, তার প্রমাণ মিলেছে ইতিমধ্যেই। প্রতিবারের মতোই এ বারও নতুন পণ্য আসার ইঙ্গিতেই সংস্থার পণ্যের বিক্রি কমতে শুরু করেছে ধীরে ধীরে। এখন শুধু প্রতীক্ষা নতুন কোনও জাদুর, যা আবার মন্ত্রমুগ্ধ করবে বিশ্বকে। পর্দা ওঠার আশায় মানুষ ভিড় জমাবেন বিপণির বাইরে। এক বার ছুঁয়ে দেখা এবং সম্ভব হলে নিজের করে নেওয়ার আশায়। এ সবের মধ্যেই অবশ্য প্রতিযোগীদের ফের এক বার ‘চ্যালেঞ্জ’-এর মুখে ফেলে দেওয়ার জন্য নীরবে প্রস্তুত হচ্ছে অ্যাপল। বাজার ছেয়ে ফেলা অ্যান্ড্রয়েড প্রযুক্তি চালিত সাত ইঞ্চির ছোট ট্যাবলেটকেই যে ডজন খানেক গোল দিতে চায় সংস্থা। আবার সেই পরিসরে ফের মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী কিন্তু সম্প্রতি পেটেন্ট মামলায় পরাজিত স্যামসাং। যাদের গ্যালাক্সি ট্যাবের ছোট সংস্করণের বাজার কাড়তেই ফের এক বার মরিয়া লড়াইয়ে অ্যাপল। হাতিয়ার সম্পূর্ণ নতুন ৭.৮৫ ইঞ্চির পর্দাযুক্ত হালকা ও ছোট ‘আই প্যাড মিনি’। তবে এ বার লড়াইটা কঠিন তাদের কাছে।শুধুমাত্র দক্ষিণ কোরীয় সংস্থাটিই নয়, এ বার মুখোমুখি স্বয়ং এই অ্যান্ড্রয়েড প্রযুক্তির নির্মাতা মার্কিন গুগ্লও। কয়েক মাস আগেই যারা ‘নেক্সাস ৭’-এর মাধ্যমে সরাসরিনেমে পড়েছে এই ময়দানে। রয়েছে অ্যামাজন-সহ অগুনতি সংস্থাও।
কিন্তু আই প্যাডের জন্মদাতা অ্যাপল ভাল ভাবেই জানে কী ভাবে নিজের পণ্যকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হয়। সংশ্লিষ্ট মহলের তাই ধারণা তাল মিলিয়ে ‘মিনি’ পাবে আরও উন্নত কোনও বৈশিষ্ট্য। যা ফের বিপণিতে টেনে নিয়ে যাবে মানুষকে। আর তাদের খুশি করতে ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে ‘আই প্যাড মিনি’ তৈরির প্রক্রিয়াও। আর তাদের বহু পরীক্ষিত বিশ্বস্ত আই ফোন যে নতুন কোনও রূপ পাবে, তা বহু দিন ধরেই শুধু সময়ের অপেক্ষা। বাজার সূত্রে খবর, সে জন্য যাতে মোবাইলে ব্যবহৃত সিম কার্ড পেতে ক্রেতার অসুবিধা না হয়, তা জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থার কাছে দরবার করেছে অ্যাপল। এ জন্য প্রয়োজন নতুন ধরনের সিম কার্ড। যা প্রচলিত সিম কার্ডের মাপের অর্ধেকের চেয়েও ছোট। নাম ‘ন্যানো সিম কার্ড’।
বরাবরের মতোই অবশ্য ‘আই পড ন্যানো’ বা ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো কম্পিউটারের উন্নত সংস্করণও সংস্থা আনবে বলে খবর। তবে, এ বারের সবচেয়ে বড় চমক হতে চলেছে ময়দানে প্রথমবার পা রাখতে চলা ‘মিনি’-ই। ছোট আই প্যাড নিয়ে স্বপ্ন দেখলেও, বেঁচে থাকতে স্টিভ জোবস পণ্যটির আত্মপ্রকাশ নিয়ে কোনও দিনই উৎসাহ দেখাননি। বরং সহকর্মীদের বার বার আবেদনেও কর্ণপাত না করে প্রায় ১০ ইঞ্চির বড় আই প্যাড-কেই তুলে ধরেছেন। সেখানে পিতার মৃত্যুর পর জন্ম নিতে চলা এই ‘মিনি’ প্রথম বারের মতো স্রষ্টার সিদ্ধান্তকে প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে কি না, এখন সে দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। |