বিজ্ঞান বিষয়ক আলোচনা চক্রে রাজ্য চ্যাম্পিয়ান হয়ে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করতে জাতীয় স্তরে যাচ্ছেন উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছাত্র নীলার্ণব রাহা। বারাসতের কদম্বগাছির আদিত্য একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলে দশম শ্রেণিতে পড়েন নীলার্ণব। স্কুলের অধ্যক্ষ অপলা চক্রবর্তী জানান, কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ম এই সেমিনারের আয়োজন করেছে। তাতে ‘অঙ্কের অতীত-বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনায় রাজ্যে প্রথম হয়ে যাচ্ছে এই ছাত্র।
|
বিজ্ঞান প্রদর্শনী ও আলোচনা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সর্বশিক্ষা অভিযানের উদ্যোগে ও সায়েন্স সেন্টারের সহযোগিতায় বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হল নারায়ণগড় ব্লকের নহপাড় বিদ্যাসাগর বিদ্যাভবনে। বৃহস্পতিবার থেকে শনিবার-তিনদিন ধরে প্রদর্শনী চলে। ছিল বিজ্ঞান বিষয়ক আলোচনাও। যেখানে কুসংস্কার ও তার প্রভাব নিয়ে আলোচনা করেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুচাঁদ পান। স্কুলের প্রধান শিক্ষক উৎপল কান্তি দত্ত জানান, ছাত্রছাত্রীদের কুসংস্কার নিয়ে সচেতন করতেই এই আয়োজন।
|
মঙ্গলে নিজের নতুন গান প্রথম শোনাবেন গায়ক উইলিয়াম। সৌজন্যে নাসা। কিউরিয়োসিটি রোভারের স্পিকারে শোনা যাবে তাঁর নতুন গান ‘রিচ ফর দ্য স্টারস’। |