আজকের শিরোনাম
ছাত্র সমাবেশের জের, হয়রানি সংরক্ষিত কামরার যাত্রীরা
আগামী ২৮ অগস্ট কলকাতায় ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ। প্রতি বছরই এই দিনটিতে সংগঠনগুলির পক্ষ থেকে এই আয়োজন করা হয়ে থাকে। সমাবেশে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যোগ দিতে আসা তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকের বিরুদ্ধে কলকাতাগামী এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের প্রতি অশালীন আচরণ ও জোর করে সংরক্ষিত আসন দখল করার অভিযোগ উঠল। গতকাল কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে এক যুবককে ঠেলে ফেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। যুবকটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের সংরক্ষিত আসন থাকা সত্ত্বেও টিএমসিপি-র সমর্থকরা জোর করে তুলে দেন। ওই যুবক প্রতিবাদ করলে আলুয়াবাড়ি স্টেশনে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। তাঁদের আরও অভিযোগ, জিআরপি ও টিকিট পরীক্ষককে এ বিষয়ে জানিয়েও কোনও লাভ হয়নি। জানা গিয়েছে, যুবকের মাথায় গুরুতর আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইসলামপুর হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এ দিকে মালদহ স্টেশনে ট্রেন পৌঁছলে যাত্রীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেফতারেরও দাবি জানানো হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি।
অন্য দিকে, বৈধ টিকিট থাকা সত্ত্বেও নিউ জলপাইগুড়ি স্টেশনে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে উঠতে পারলেন না ১৫ জন পর্যটক। তাঁদের অভিযোগ, টিএমসিপি-র সমর্থকরা সংরক্ষিত আসন দখল করে নেওয়ায় চরম হয়রানির শিকার হতে হয়েছে। আর এই ঘটনার জন্য তাঁরা রেল কর্তৃপক্ষকেই দায়ি করেছেন।

ক্যাগ-রিপোর্ট বিতর্কিত, বললেন প্রধানমন্ত্রী
কয়লা ব্লক বন্টনে দুর্নীতির বিষয়ে ক্যাগ-এর রিপোর্ট নিয়ে আজ উত্তাল সংসদের উভয় কক্ষ। প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় বিজেপি। এ বিষয়ে শিবসেনা তাদের পাশে দাঁড়ালেও অকালি দলের পক্ষ থেকে সমর্থনের কথা নস্যাত্ করে দেওয়া হয়েছে। এ দিকে, দুপুর ১২টায় এ বিষয়ে সংসদের উভয় কক্ষে বিবৃতি দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। তারই আগে বিরোধিদের তুমুল হট্টগোলে দুপুর ১২টা পর্যন্ত লোকসভা ও ২টো পর্যন্ত রাজ্যসভা মুলতুবি করে দিতে বাধ্য হয়েছেন অধ্যক্ষরা।
সংসদের অধিবেশন শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী জবাবি ভাষণে জানান, ক্যাগ-এর রিপোর্ট বিতর্কিত। বন্টনে বেনিয়মের অভিযোগ ভিত্তিহীন। রিপোর্টটি পুনর্বিবেচনার জন্য প্যাক-এর কাছে পাঠানো হয়েছে। সে বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা।
অন্যদিকে, সংসদের বাইরেও সারের মূল্যবৃদ্ধির জন্য ইউপিএ সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুললেন তৃণমূলের সংসদীয় কমিটির নেতারা।

হিন্দমোটরে মহিলার উপর অ্যাসিড হামলা
অ্যাসিড হামলায় আহত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে হুগলির হিন্দমোটরের নিউ স্টেশন এলাকায়। মহিলাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গত রাতে জানালা দিয়ে মহিলার গায়ে অ্যাসিড ছোঁড়ে দুষ্কৃতীরা। তাঁর শরীরের বেশ কয়েকটি জায়গায় পুড়ে গেছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। এ দিকে, মহিলার পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
গতকাল হুগলির পাণ্ডুয়ায় একই ধরনের ঘটনার শিকার হয়েছিল এক যুবতী। স্থানীয় দুষ্কৃতীদের কটূক্তির প্রতিবাদ করায় তাঁর উপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ ওঠে ডালিম ও সুইটি নামে দুই যুবকের বিরুদ্ধে।

আদালত অবমাননা, পাক প্রধানমন্ত্রীকে তলব সুপ্রিম কোর্টের
আদালত অবমাননার দায়ে আজ পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আসরফকে তলব করল সুপ্রিম কোর্ট। আর্থিক দুর্নীতির জন্য প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে নতুন করে মামলা শুরু করতে নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ার অভিযোগে আজ আসরফকে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, একই বিষয় নিয়ে জুন মাসে প্রধানমন্ত্রীত্বের পদ খোয়াতে হয়েছিল ইউসুফ রাজা গিলানিকে। এই বিষয়ে আদালত পাক সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের জন্য দণ্ডাদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.