বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া গরু-সহ পাঁচ পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার বাগদার কুলিয়া গ্রাম থেকে তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে ১৪টি গরু উদ্ধার করা হয়েছে। সম্প্রতি কুলিয়া সীমান্ত দিয়ে গরু পাচার বেড়ে গিয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। গত শুক্রবার রাতে ওই এলাকায় পাচারকারীদের হাতে প্রহৃত হন এক হাতুড়ে। তাঁর ‘অপরাধ’ ছিল এটাই যে, তিনি বাড়ির উঠোন দিয়ে গরু নিয়ে যাওয়ার প্রতিবাদ করেছিলেন।
|
বিএসএফের গুলিতে এক পাচারকারী নিহত হয়েছে। নাম ধনঞ্জয় মণ্ডল (২৩)। বাড়ি রানিনগর থানার বোর্ডারপাড়ায়। শনিবার সকালে হারুডাঙা দিয়ে ধনঞ্জয়বাবু মোষ পাচারের চেষ্টা করছিল। সেই সময় বিএসএফ তাঁর কপালে গুলি করে।
|
পশ্চিম নেপালের এক গ্রামে বাঁদরের উৎপাতে ক্ষতি হচ্ছিল ফসলের। তাদের তাড়া করতে গাছে চড়েছিল ছেলে। বাঁদর ভেবে তাকেই গুলি করে বাবা। মৃত্যু হয়েছে ছেলের।
|
হনুমান দেখলে তার হামলার ভয়ে গৃহস্থ বাড়ির দরজা, জানলা বন্ধ করে দেন। তবে উত্তর ২৪ পরগনার বসিরহাটের কর্মকার পাড়ার বাসিন্দারা ভয় পাওয়া তো দূরের কথা এক হনুমানকে নিয়ে নাওয়া-খাওয়া ভুলেছেন। সকলেই এই পবননন্দনকে তুষ্ট করতে ব্যস্ত। আর বাসিন্দাদের কাছ থেকে আদর-যত্ন পেয়ে পবননন্দনটিও তাঁদের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে। এমনকী এলাকার ছোট ছেলেমেয়েরাও এখন তার খেলার সঙ্গী। বাসিন্দারা জানালেন, প্রায় তিন মাস ধরে তার স্থায়ী ঠিকানা এই কর্মকার পাড়া। চোখে কিছুটা কম দেখে। তাই দিনভর এর ওর বাড়ির গাছের ডালে কাটালেও রাতে তার আস্তানা কারও না কারও বাড়ির বারান্দা। কারণ, সেখানে রাতের শ্রয় ও খাবার দুইয়েরই নিশ্চয়তা রয়েছে। |
স্থানীয় বাসিন্দা সুমনা রায় বলেন, “সকাল হলেই গ্রিলের ভিতর হাত গলিয়ে এমন মুখে বসে থাকে যে বুঝতে অসুবিধা হয় না খাবার চাইছে। তবে যা তা খাবার দিলে আবার বাবুর না-পসন্দ। দিতে হবে কলার সঙ্গে পাঁউরুটি বা হাতরুটি। অবশ্যই গরম। দুপুরে দুধ-ভাত চটকে না দিলে মুখে তুলবে না। যেদিন খাবার দিতে হয়তো একটু দেরি হল, অমনি গ্রিলে আওয়াজ করবে। এমনই মায়া পড়ে গিয়েছে যে একদিন এক এক দিন না দেখতে পেলে মনটা খারাপ হয়ে যায়।” স্থানীয় বাসিন্দারাই জানালেন, শুধু এর ওর বাড়ি থেকে খাওয়াই নয়, স্কুল ফেরত ছোট ছেলেমেয়েদের কাছ থেকে কখনও বিস্কুট, কখনও অন্যকিছু তার খাওয়া চাই। না পেলে অবশ্য রাগ নেই। কারও কোনও ক্ষতি করেনি আজ পর্যন্ত। ছোটদের কাছেও ও খুব প্রিয়। ওদের সঙ্গে হ্যান্ডশেক করে।
|