টুকরো খবর |
গয়না ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
একই কায়দায় বাইকে এসে এক মহিলার সোনার হার ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। শনিবার দুপুরে শিলিগুড়ি থানার অদূরে স্টেশন ফিডার রোড লাগোয়া মিলনপল্লি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম ইন্দিরা অগ্রবাল। বাড়ি ডুয়ার্সের বীরপাড়ায়। শিলিগুড়ি তিনি ওই এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছেন। রাস্তায় ঘোরার সময় বাইক আরোহী দুই দুষ্কৃতী গলার সোনার হারটি ছিঁড়ে নিয়ে পালায়। মহিলার চিৎকারে এলাকার বাসিন্দারা বিষয়টি টের পাওয়ার আগেই দুষ্কৃতীরা পালায়। শিলিগুড়ি ডেপুটি পুলিশ কমিশনার (সদর) ওজি পাল বলেন, “মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। মনে হচ্ছে শহরের এই ধরণের ঘটনার পিছনে একটি দলই রয়েছে।” উল্লেখ্য, এই সপ্তাহে পূর্ব বিবেকানন্দপল্লি এলাকায় একই ভাবে এক বৃদ্ধার গলার হার ছিনিয়ে পালায় বাইক আরোহী দুই দুষ্কৃতী। |
তরুণীকে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
বিবাদের জেরে এক তরুণীকে মারধরের পরে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার সকালে উত্তর দিনাজপুরের ইটাহার থানার জামালপুর এলাকার ঘটনায় অভিযুক্তরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। মৃতার নাম সাহানুর বিবি (২২)। এ দিন শ্বশুরবাড়িতে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন মৃতার বাপের বাড়ির লোক। সাহানুরের বাপের বাড়ির লোক তাঁর স্বামী সাদ্দাম হোসেন, দেওড় দিলু শেখ, শ্বশুর বুলি শেখ ও শাশুড়ি সহরবানু বিবির বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বিষক্রিয়ায় বাড়িতেই মৃত্যু হয় ওই তরুণীর। বছর পাঁচেক আগে দিনমজুর সাদ্দামের সঙ্গে সাহানুরের বিয়ে হয়। |
দুর্ঘটনায় মৃত দুই, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
|
দুর্ঘটনার পরে অবরুদ্ধ ফালাকাটা-ধূপগুড়ি সড়ক। ছবি: রাজকুমার মোদক। |
পিকআপ ভ্যানের ধাক্কায় এক মহিলা-সহ দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ফালাকাটার গুয়াবরনগর পঞ্চায়েত সংলগ্ন রাজ্য সড়কের ঘটনা। পুলিশ জানায়, মৃতদের নাম সুরেন রায় (৭২) এবং প্রতিমা রায় (৩২)। সুরেনবাবু ঝাড়শালবাড়ির বাসিন্দা। অসুস্থ ছেলের চিকিৎসার জন্য এ দিন পুত্রবধূ প্রতিমাদেবীকে নিয়ে ফালাকাটা সংলগ্ন জুড়াপানি গ্রামের বাড়িতে ফিরছিলেন। ওই সময় ধূপগুড়িগামী পিকআপ ভ্যানটি তাঁদের ধাক্কা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে দু’জন মারা যান। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা এ দিন প্রায় এক ঘন্টা ফালাকাটা-ধূপগুড়ি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। তার জেরে যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। পরে পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। |
১৮টি স্কুলকে জমির সত্ত্ব দিল সরকার
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
খাস জমিতে তৈরি কোচবিহারের ১৮টি প্রাথমিক স্কুলকে জমির মালিকানা দিতে উদ্যোগী হয়েছে রাজ্য। শুক্রবার ত্রাণ, উদ্বাস্তু ও পুর্ণবাসন দফতরের তরফে ওই সিদ্ধান্তের কথা কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার বলেন, “১৮টি স্কুল খাস জমিতে তৈরি হওয়ায় সমস্যা হচ্ছিল। বিদ্যুৎ সংযোগ নেওয়া, জনপ্রতিনিধিদের কাছ থেকে ক্লাসঘরের জন্য বরাদ্দ নেওয়ায় নানা জটিলতা ছিল। স্কুলগুলির নামেই দলিল তৈরির সিদ্ধান্ত নেওয়ায় আর ওই জটিলতার সম্ভাবনা থাকছে না।” |
স্টেশনে অবস্থান
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
নির্ধারিত সময় মেনে শিলিগুড়ি-বামনহাট ডিএমইউ ট্রেন চালানোর দাবিতে শনিবার দিনহাটা স্টেশনে অবস্থান-বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান চলে। দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির অভিযোগ, শিলিগুড়ির ট্রেনটির রাত সওয়া ৯টায় দিনহাটা ষ্টেশনে পৌঁছনোর কথা। কিন্তু মাস দুয়েক ধরে রাতে প্রায় ১১টার পরে ট্রেন স্টেশনে ঢুকছে। |
গাড়ির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক কৃষকের। শনিবার দুপুরে বালুরঘাটের কামালপুর এলাকার ঘটনা। মৃত রাম সরেনের (৪০) বাড়ি ঠাকুরপুরা এলাকায়। এ দিন দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি ছোট গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন অবস্থায় তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। |
বাড়তি নিরাপত্তা
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের কথা মাথায় রেখে উত্তর দিনাজপুরের ইটাহারে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ-প্রশাসন। ৩০ অগস্ট দুপুর ২টায় ইটাহার হাইস্কুল মাঠে সরকারি একটি সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। শনিবার দুপুরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকায় বিশেষ সেল-এর আধিকারিকেরা সভাস্থল পরিদর্শন করেন। |
বধূ ‘খুন’ ইটাহারে |
মারধর করে, বিষ খাইয়ে বধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। শনিবার উত্তর দিনাজপুরের ইটাহারের ঘটনা। মৃতার নাম সাহানুর বিবি (২২)। |
|