টুকরো খবর
এইমসের দাবিতে আন্দোলনের ডাক
এইমসের ধাঁচে রায়গঞ্জে হাসপাতাল তৈরির দাবিতে উত্তরবঙ্গ জুড়ে আন্দোলনের ডাক দিল কংগ্রেস। শনিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে দলের সভাপতি এবং বিধায়কদের নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জেলাগুলিতে এইমসের দাবিতে বিক্ষোভ, মিছিল, ছোট বড় জমায়েত, গণস্বাক্ষর অভিযানে নামবেন তাঁরা। প্রয়োজনে সমস্ত জেলাগুলিকে নিয়ে বড় ধরনের পদযাত্রা করবেন তাঁরা। প্রদীপবাবু বলেন, “এইমসের ধাঁচে হাসপাতাল করার জন্য উত্তরবঙ্গের বাসিন্দাদের চাহিদা রয়েছে। ওই হাসপাতাল রায়গঞ্জেই করতে হবে এই দাবিতে উত্তরবঙ্গ জুড়েই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল নিয়ে বরাবর সরব সাংসদ দীপা দাশমুন্সি। তিনি বলেন, “রায়গঞ্জে ওই কাজের জন্য বাসিন্দারা জমি দিতে চাইছেন। অনেক জমির মালিক টাকাও নেবেন না বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীকে বারবার বলাও হয়েছে। অথচ এ ব্যাপারে রাজ্য সরকারের সদিচ্ছা নেই।” একই সুরে অভিযোগ করেন দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকাররা সকলেই। এ দিন জলপাইগুড়িতেও বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন প্রদীপবাবু। সেখানে তাঁর অভিযোগ, রাজ্য সরকারের কোনও সিদ্ধান্তে কংগ্রেস বিধায়কদের সামিল করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে প্রদীপবাবু বলেন, “আমরা ভেবেছিলাম যে আন্তরিকভাবে কংগ্রেস গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করে ভোটে লড়েছিল, তেমনি ভাবেই পঞ্চায়েতেও লড়ব। কিন্তু তৃণমূল আগে থেকেই একা লড়বে বলে জানিয়ে কংগ্রেসকে ভয় দেখাতে চাইছে।”

ভবঘুরেদের নিয়ে সমস্যায় হাসপাতাল
চিকিৎসাধীন মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের নিয়ে সমস্যায় পড়েছে আলিপুরদুয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার হাসপাতালের এক্স-রে রুমের পাশে নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক মানসিক ভারসাম্যহীন রোগিণীকে। শেষ পর্যন্ত ওই রোগিণীকে কোথায় রাখা হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারের মহকুমা শাসক অমলকান্তি রায় জানান, মানসিক ভারসাম্যহীন ভবঘুরে রোগীদের নিয়ে কি সমস্যা হচ্ছে খোঁজ নেব। সুপার সুজয় বিষ্ণু বলেন, “এই রোগীদের হাসপাতালে রাখার কোনও ব্যবস্থা নেই। বিষয়টি জেলা সমাজকল্যাণ দফতরে জানানো হয়েছে। সেখান থেকে জানানো হয়েছে এসিজেএমের অনুমতি নিয়ে ওই রোগীদের হোমে পাঠানো যাবে। বিষয়টি নিয়ে মাস দুয়েক আগে আলিপুরদুয়ারে এসিজেএমের কাছে আবেদন জানিয়েছি। বর্তমানে মহকুমা হাসপাতালে তিনজন ভবঘুরে রোগিণী রয়েছেন। নির্দেশ এলে তাঁদের হোমে পাঠানো হবে।”

প্রচারে পুরসভা
শহরে ডেঙ্গির সংক্রমণ ঠেকাতে সচেতনতা প্রচারে নামল শিলিগুড়ি পুরসভা। শনিবার পুরসভায় এ ব্যাপারে জরুরি বৈঠক ডেকে সচেতনতা প্রচারে বরোগুলি থেকে লিফলেট বিলির কাজ শুরু হয়েছে। শহরে নতুন করে আরও ২ জন রোগী ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সব মিলিয়ে ৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে ভর্তি। শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় নিজবাড়ির এক জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। দার্জিলিং জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ তুলসি প্রামাণিক বলেন, “নার্সিংহোমগুলিতে ডেঙ্গি আক্রান্ত রোগী এলেই জানাতে বলা হয়েছে। সেই মতো এ দিন হাসপাতাল এবং নার্সিংহোমে ভর্তি আরও ৩ রোগীর ডেঙ্গি হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।” মেয়র গঙ্গোত্রী দত্ত জানান, শহরে লিফলেট বিলি করে সচেতনতা প্রচার করা হচ্ছে।

হাসপাতালে বিধায়ক
ফের কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইসলামপুর হাসপাতালে বসানো হয়েছে পুলিশ পাহারা। শনিবার হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি। তিনি ভারপ্রাপ্ত সুপারের সঙ্গে কথা বলেন। বিধায়ক বলেন, “ইসলামপুর হাসপাতালের বড় সমস্যা চিকিৎসকের অভাব। হাসপাতালে ৬০ জন চিকিৎসক প্রয়োজন সেক্ষেত্রে চিকিৎসকের সংখ্যা মাত্র ২২ জন। একটা স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা এ ভাবে চলতে পারে না। তবে শুক্রবারের ঘটনাতে কারও গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি স্বাস্থ্যভবনে জানানো হয়েছে।” প্রসঙ্গত, শুক্রবার সকালে তিনমাসের শিশুর মৃত্যু নিয়ে উত্তেজনা ছড়ায়।

হাত-পা খেল ব্যাকটেরিয়া
বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে এমন বিপদে পড়বেন তা স্বপ্নেও ভাবেননি ২৪ বছরের এমি কোপল্যান্ড। গত মে মাসে আটলান্টা থেকে ৮০ কিলোমিটার দূরে লিটল তাল্লাপুসা নদীতে পা পিছলে হঠাৎই পড়ে যান এমি। ২২টা সেলাই করতে হয় এমির পায়ে। এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু ওই দুর্ঘটনার তিন দিন পর থেকে এমির পায়ে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। চিকিৎসকের পরামর্শে জরুরি বিভাগে ভর্তি করা হলে দেখা যায় পায়ের ক্ষত দিয়ে এমির শরীরে প্রবেশ করেছে এক ধরনের মাংসখেকো ব্যাকটেরিয়া এরোমনাস হাইড্রোফিলা। বিজ্ঞানীদের মতে, সাধারণত এই ধরনের ব্যাকটেরিয়া মানুষকে আক্রান্ত করে না। কিন্তু এক বার শরীরে ঢুকলে তার প্রভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ ওই মাংসখেকো ব্যাকটেরিয়া এমির শরীরের কোষগুলোকে নষ্ট করে ফেলছিল। প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত এমির শরীরের ব্যাকটেরিয়া আক্রান্ত অংশগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এমির দু’ হাত আর দু’পা-ই বাদ দিতে হয়। এমির বাবা অ্যান্ডি কোপল্যান্ড জানিয়েছেন, কৃত্রিম হাত-পা লাগানো হলেও সাধারণ বাড়িতে থাকতে অসুবিধে হচ্ছিল এমির। তাই চিকিৎসকের পরামর্শে বিশেষ প্রযুক্তিতে বাড়ি তৈরি করা হয়েছে এমির জন্য।

রোগীর মৃত্যু নিয়ে হাসপাতালে মারধর
রোগী মৃত্যুর জেরে শনিবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল হাসপাতালে গণ্ডগোল বাঁধল। বাঁকুড়া মেডিক্যালে এক যুবকের মৃত্যুর পরে তাঁর আত্মীয়দের সঙ্গে হাউসস্টাফদের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “অভিযোগের তদন্ত চলছে।”এ দিনই ঘাটালের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনার জেরে গৌতম প্রতিহার নামের এক চিকিৎসককে বৃদ্ধার আত্মীয়েরা মারধর করেন বলে অভিযোগ। পুলিশ একজনকে গ্রেফতার করে।

ডাস্টবিনে কিডনি
প্রতিস্থাপনের জন্য রাখা কিডনি এক নার্স ভুল করে ডাস্টবিনে ফেলে দেওয়ায় তা নষ্ট হয়ে গিয়েছে বলে শিকাগোর হাসপাতাল জানিয়েছে।

মশা নিধন
মশাদের ‘দৌরাত্ম’ কমানোর জন্য উত্তর রেল চালু করল মশা মারার ট্রেন। রেললাইন সংলগ্ন জলা জায়গায় মশা মারার তেল ছড়ানোই হল এর কাজ।

আর জি করে গোলমাল
চিকিৎসায় গাফিলতির অভিযোগে শনিবার সন্ধ্যায় গোলমাল হল আর জি করে। শ্যামপুকুরের বাসিন্দা দিয়া আচার্য (৭) মারা যান। এর পরেই বিক্ষোভ দেখায় দিয়ার পরিবার।

লিফলেটে প্রচার
ডেঙ্গি রুখতে সচেতন করতে বৈঠক করে শনিবার লিফলেট ছড়াল শিলিগুড়ি পুরসভা। মশা মারতেও ওয়ার্ডে দেওয়া হল তেল। ৪ জন ডেঙ্গি আক্রান্তের চলছে চিকিৎসা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.