ফোনে ‘হুমকি’ সিপিএমের দুই নেতাকে
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
সিপিএমের আরামবাগ জোনাল কমিটির সম্পাদক এবং দলের হুগলি জেলা সম্পাদকমণ্ডলীর এক সদস্যকে মোবাইলে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। তাঁরা এ ব্যাপারে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শনিবার। হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “বিষয়টি আরামবাগের আইসি-কে খতিয়ে দেখতে বলা হয়েছে।” জেলা সিপিএমের পক্ষ থেকে আগামী ৯ সেপ্টেম্বর আরামবাগের রবীন্দ্রভবনে একটি কর্মিসভা করার কথা। সিপিএমের তরফে ওই সভার আবেদন করা হয় পুলিশের কাছে। পুলিশ অবশ্য আরামবাগের ‘পরিস্থিতি’ নিয়ে ‘দ্বিধা’য় থাকায় সেই অনুমতি দেয়নি। জেলা সিপিএম নেতৃত্ব রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন। বিষয়টি ফের বিবেচনার জন্য জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজনকে নির্দেশ দেন স্বরাষ্ট্রসচিব। এ বিষয়ে তদন্ত করতে শুক্রবার হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তদন্তে যান। এর মধ্যেই সিপিএমের আরামবাগ জোনাল কমিটির সম্পাদক গণেশ অধিকারী এবং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোজাম্মেল হোসেনকে হুমকি দেওয়ার অভিযোগ অন্য মাত্রা পেয়েছে। মোজাম্মেল বলেন, “প্রাণনাশের হুমকির সঙ্গে কটূক্তি করা হয় আমাদের। মনে হচ্ছে সভা বানচাল করার জন্য এ সব করা হচ্ছে। এখন পুলিশ-ই ভরসা।” |
বাংলাদেশি মহিলাদের পাচার করার চেষ্টা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
অবৈধ ভাবে সীমান্ত পার করিয়ে তিন বাংলাদেশি যুবতীকে মুম্বইয়ের যৌনপল্লিতে বিক্রির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন ট্রেনযাত্রীরা। পুলিশ ওই তিন যুবতীকে উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে বসিরহাটের মালতিপুর স্টেশনের ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম সাহেব আলি মোল্লা। বাড়ি বসিরহাটের ইটিন্ডায়। তার দুই সঙ্গীর খোঁজে তল্লাশি চলছে। শনিবার ধৃতকে এবং তিন যুবতীকে বসিরহাট আদালতে হাজির করানো হয়। বিচারক সাহেব আলিকে ১৪ দিন জেল হাজতে এবং যুবতীদের হোমে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট সীমান্ত দিয়ে সম্প্রতি বাংলাদেশি মহিলাদের নিয়ে এসে দিল্লি-মুম্বইয়ের যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। শুক্রবার দুপুরে ২০-২৪ বছরের বিবাহিত তিন যুবতীকে বসিরহাটের ভ্যাবলা স্টেশনে বসে থাকতে দেখে যাত্রীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করে যাত্রীরা জানতে পারেন, এক যুবতীর বাড়ি যশোহরের নাজিরশঙ্করপুর গ্রামে। অভাবের তাড়নায় কাজের লোভে তাঁরা মুম্বই যাচ্ছেন। ওই যুবতীদের সঙ্গেই ছিলেন সাহেব আলি এবং তার সঙ্গী ‘মেজোভাই’ নামে এক যুবক ও লাভলি বিবি নামে এক মহিলা। যুবতীদের জিজ্ঞাসাবাদ করায় যাত্রীদের সঙ্গে তাদের বচসা বাধে। ইতিমধ্যে ট্রেন এসে পড়ায় সকলে উঠে পড়েন। ট্রেনেও বচসা চলতে থাকে। মালতিপুরে ট্রেন থামলে লাভলি ও ‘মেজোভাই’ পালায়। সাহেব আলিকে ধরে ফেলেন যাত্রীরা। গণপ্রহারের সময়ে সে তিন যুবতীকে মুম্বইয়ে পাচারের উদ্দেশ্যের কথা স্বীকার করে বলে যাত্রীরা পুলিশকে জানিয়েছেন। |
নিখোঁজ বালিকার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দশ বছরের একটি মেয়ে দু’দিন নিখোঁজ ছিল। শুক্রবার রাতে খড়দহের কাছে গঙ্গায় তার দেহ উদ্ধার করল পুলিশ। মেয়েটির নাম টুম্পা বিশ্বাস। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ ছিল না। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, নদীতে পড়ে সে মারা গিয়েছে। শনিবার সকালে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানায়, টুম্পার বাড়ি নোওয়াপাড়া থানা এলাকার গাড়ুলিয়া শ্মশানঘাটের কাছে গঙ্গার ধারে। বৃহস্পতিবার সকালে টুম্পা খেলতে বেরিয়েছিল। তারপর থেকে সে নিখোঁজ ছিল। |
ইভটিজিং, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাগনানে কিশোরকে মারধরের ঘটনায় জড়িত অভিযোগে তিন কিশোরকে গ্রেফতার করল পুলিশ। তাদের মধ্যে এক জন দশম শ্রেণির, অন্য জন একাদশ শ্রেণির। বাগনানের এনডি ব্লকে শুক্রবার কিশোরীকে কটূক্তি করার অভিযোগ ওঠে কয়েক জনের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে কিশোরীর মাসতুতো দাদা উত্তম দলুই মার খেয়ে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি। শুক্রবার রাতে পুলিশ দুই ছাত্রকে ধরে। শনিবার ভোরে ধরা হয় অন্য জনকে। ধৃতদের শনিবার হাওড়ার জুভেনাইল জাস্টিস বোর্ড-এ হাজির করানো হয়। দুই ছাত্র জামিন পায়। অন্য জনকে হোমে পাঠানো হয়। |