উসেইন বোল্টের সামনে শনিবার রবিন ফান পার্সি গোল করলেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও জিতল। ফুলহ্যামকে তারা হারাল ৩-২। অন্য দিকে পরপর তিন ম্যাচ জিতে লিগ শীর্ষে চেলসি। এ দিন নিউক্যাসলকে হ্যাজার্ড ও তোরেসের গোলে ২-০ হারাল তারা।
উরুর চোটে ওয়েন রুনি অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন। যাতে ম্যান ইউ তো বটেই, বিপদে পড়বে ইংল্যান্ড জাতীয় দলও। কারণ, সেপ্টেম্বরেই দু’টো প্রাক বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ইংল্যান্ডকে। ওল্ড ট্র্যাফোর্ডে এ দিন ‘গেস্ট অব অনার’ ছিলেন বোল্ট। তাঁর হাতে তুলে দেওয়া হয় ৯.৬৩ লেখা জার্সি। ৯.৬৩ সেকেন্ডেই লন্ডন অলিম্পিকে ১০০ মিটারে সোনা জেতেন বোল্ট। তিনি স্টেডিয়ামে ঢোকার সময় অ্যালেক্স ফার্গুসনের প্রতি গ্যালারির আর্তি ছিল, “বোল্টকে সই করাও।” ম্যাচে তিন মিনিটেই ডাফের গোলে পিছিয়ে পড়েন রুনিরা। দশ মিনিটে গোল শোধ দেন ফান পার্সি। বিরতির আগেই কাগাওয়া এবং রাফায়েলের গোলে ৩-১ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে ভিদিচের আত্মঘাতী গোলে ব্যবধান কমে। টটেনহ্যাম ১-১ ড্র করল ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে।
|
চলে গেলেন বিশ্বের অন্যতম সর্বকালের সেরা দলের সদস্য ফেলিক্স মিয়েলি ভেনেরান্দো। ’৭০-এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন পেলের ব্রাজিলের গোলকিপার। অতিরিক্তি ধূমপানে ফুসফুসে এম্ফাইসেমা হয়ে গিয়েছিল তাঁর। ’৭০-এর দলের সবচেয়ে বয়স্ক ফুটবলার হওয়ায় ফেলিক্সের অভিজ্ঞতা পেলে-জার্জিনহোদের অন্যতম সম্পদ ছিল। ওই দলের অধিনায়ক কার্লোস আলবার্তোর কথায়, “খুব ভাল বন্ধু এবং দারুণ মানুষ। ’৭০-এর বিশ্বকাপে ও ইংল্যান্ড ম্যাচটা দারুণ খেলেছিল।” |