টুকরো খবর
প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক
ব্যাঙ্ক থেকে কয়েক লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রাজারহাটের এক যুবককে শুক্রবার রাতে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। ওই যুবককে সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ শনিবার জানান, ধৃত যুবকের নাম দীপক মণ্ডল (৩৩)। নিউ টাউন থানা এলাকায় বলাকা আবাসনে তাঁর বাড়ি। ব্যাঙ্ক ঋণ অথবা লগ্নির টাকা ব্যবস্থা করে দেওয়ার নাম করে বিভিন্ন খবরের কাগজে তিনি বিজ্ঞাপন দিতেন। গত মার্চ মাসে সুস্মিতা বন্দ্যোপাধ্যায় নামে ঠাকুরপুকুরের এক গৃহবধূ গোয়েন্দাদের কাছে অভিযোগ করেন, ব্যাঙ্ক থেকে কয়েক লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নাম করে দীপক তাঁর কাছ থেকে প্রায় পনেরো হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, অন্য এক ব্যক্তির এটিএম কার্ড হাতিয়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘প্রসেসিং ফি’ বাবদ সুস্মিতাদেবীকে ওই টাকা জমা দিতে বলেছিলেন দীপক। যাঁর এটিএম কার্ড হাতিয়ে নিয়েছিলেন, তাঁকেও ব্যাঙ্ক ঋণ পাইয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন দীপক।

বেনিয়াপুকুর ধর্ষণে ধৃতের পুলিশি হেফাজত
বেনিয়াপুকুর ধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত যুবককে ৩০ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। শনিবার শিয়ালদহ আদালতে তোলা হলে মিন্টু হোড় ওরফে এক্রামূল আলি নামে ওই যুবককে শিয়ালদহে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দিয়েছেন। অভিযোগ, গত বৃহস্পতিবার গভীর রাতে বেনিয়াপুকুরের লেডিজ পার্কে মুম্বই থেকে আগত ওই তরুণীকে ধর্ষণ করে মিন্টু। এ দিন মিন্টু ও অভিযোগকারিণীর সঙ্গে আলাদা ভাবে কথা বলে বৃহস্পতিবারের ঘটনার পুনর্নিমাণের চেষ্টা করে পুলিশ। আজ, রবিবার মিন্টুর শারীরিক পরীক্ষা হবে বলে পুলিশ সূত্রের খবর। সোমবার আদালতে অভিযোগকারিণীর গোপন জবানবন্দি দেওয়ার কথা।

তিনটি ছিনতাই সল্টলেকে
কমিশনারেট হওয়ার পরেও যে বিধাননগরে দুষ্কৃতীমূলক কাজকর্ম চলছেই, শনিবার সন্ধ্যায় ফের তার প্রমাণ মিলল। স্বাভাবিক ভাবেই প্রশ্নচিহ্নের মুখে পড়েছে নতুন কমিশনারেটের নজরদারির ‘বহর’। এ দিন আড়াই ঘণ্টার ব্যবধানে পরপর তিনটি ছিনতাইয়ের অভিযোগ উঠল বিধাননগরে। বিধাননগর পূর্ব ও উত্তর থানায় তিনটি পৃথক অভিযোগ দায়ের করেছেন তিন মহিলা। পুলিশ সূত্রের খবর, এ দিন সন্ধ্যে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঘটেছে ওই তিনটি ছিনতাইয়ের ঘটনা। প্রথমটি এএইচ ব্লকের কাছাকাছি। দ্বিতীয়টি বিএফ এবং তৃতীয়টি বিকে ব্লকে। তিনটি ক্ষেত্রেই সোনার অলঙ্কার ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ। ৪৫, ৩৫ ও ২০ গ্রামের ওই তিনটি অলঙ্কারের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, তিনটি ক্ষেত্রেই মোটরবাইকে চড়ে ছিনতাই করেছে দুষ্কৃতী। তবে দুষ্কৃতী হেলমেট পরে থাকায় তার মুখ দেখা যায়নি বলে জানিয়েছেন অভিযোগকারিণীরা। দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে পুলিশ।

নিখোঁজ তিন ছাত্রী
স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হল নিখোঁজ তিন ছাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরে। পুলিশ জানায়, সকালে ঠাকুরপুকুর শ্রীগুরু কলোনির বাসিন্দা ষষ্ঠ শ্রেণির প্রিয়াংকা মণ্ডল, নবম শ্রেণির সুস্মিতা ভট্টচার্য ও দশম শ্রেণির শুভ্রা সিংহ এক সঙ্গে স্কুলে যাব বলে বেরোয়। কিন্তু রাত হলেও তারা বাড়ি না ফেরায় ঠাকুরপুকুর থানায় নিখোঁজ ডায়েরি করে তিন ছাত্রীর পরিবার। তাঁদের অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.