টুকরো খবর
বৈদ্যুতিক গাড়ির কারখানা মহীন্দ্রার
বেঙ্গালুরুতে বৈদ্যুতিক গাড়ির কারখানা খুলল মহীন্দ্রা রেভা। তবে সেখানে গাড়ি তৈরি শুরু হবে সেপ্টেম্বর থেকে। সম্প্রতি এই কারখানার উদ্বোধন করে মহীন্দ্রা গোষ্ঠীর সিএমডি আনন্দ মহীন্দ্রা বলেন, বছরে ৩০ হাজার গাড়ি তৈরি করতে সক্ষম এই কারখানাটি। তবে সংশ্লিষ্ট সূত্রের খবর, গোড়ায় ৬ হাজার গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে। চাহিদা বাড়লে উৎপাদন বাড়বে। এটি গড়তে ১০০ কোটি টাকারও বেশি খরচ করেছে মহীন্দ্রা। রেভা বৈদ্যুতিক গাড়ি শাখার চেয়ারম্যান পবন গোয়েন্কার দাবি, এখানে গাড়ি পিছু সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহৃত হবে। তার এক-তৃতীয়াংশ আসবে সৌর বিদ্যুৎ থেকে।

রাজ্যে বিনিয়োগে আগ্রহী শাপুরজি
কিছু দিন আগে লগ্নির প্রস্তাব নিয়ে মহাকরণে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছিলেন শাপুরজি-পালনজি গোষ্ঠীর চেয়ারম্যান শাপুর পালনজি মিস্ত্রি। এ বার রাজ্যকে চিঠি লিখে ওই গোষ্ঠী জানাল, বিদ্যুৎ, গভীর সমুদ্র বন্দর, সড়ক, আবাসন, স্বাস্থ্য পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে তারা বিনিয়োগে আগ্রহী। এ ব্যাপারে তারা বিভিন্ন সরকারি প্রকল্পে দরপত্র জমা দেবে। শনিবার মহাকরণে এ কথা জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের পক্ষ থেকেও খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্পের উল্লেখ করে গোষ্ঠীর কাছে চিঠি পাঠানো হবে বলে জানানো হয়েছে।

সফটওয়্যার সংস্থার নতুন কেন্দ্র রাজ্যে
ক্লাউড ভিত্তিক সফটওয়্যার তৈরির সংস্থা কোরলিঙ্কস এ রাজ্যে তৈরি করছে নতুন এক গবেষণা কেন্দ্র। রাজারহাটে আধ একর জমির উপরে তৈরি হবে কেন্দ্রটি। নয়া গবেষণা কেন্দ্রে আন্তর্জাতিক মানের কাজকর্ম শুরু হবে বলে দাবি সংস্থা কর্তৃপক্ষের। আমেরিকার সিলিকন ভ্যালির এই সংস্থার কর্তা মানস চৌধুরীর দাবি, আগামী ৫ বছরে কলকাতা কেন্দ্রে ১০০০ কর্মী কাজ করবেন। সব মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকা লগ্নি করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা।

গৃহ, গাড়িঋণে সুদ
গৃহ ও গাড়িঋণ-সহ অন্য কিছু ঋণে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমাচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক। ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে ওই হার কমছে ২৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন হার চালু হবে, জানিয়েছে ব্যাঙ্কটি।

নতুন নিয়োগ
সচিন খন্ডেলওয়াল ম্যাগমা হাউসিং ফিনান্সের সিইও এবং সন্দীপ বালুঞ্জ ম্যাগমা ফিনকর্পের চিফ মার্কেটিং অফিসার হলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.