খুনের মামলায় চার জনকে সাজা দিলেন পুরুলিয়া আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রাজশ্রী বসু অধিকারী। সরকারি আইনজীবি পঙ্কজ গোস্বামী জানান, সাজাপ্রাপ্তরা হল পুরুলিয়া মফস্সল থানার রায়বাঁধ গ্রামের বাসিন্দা হারাধন মাহাতো, হরেন মাহাতো, বিকাশ মাহাতো ও অনিল মাহাতো। অনিলের তিন বছর কারাদণ্ড ও দু’হাজার টাকা জরিমানা হয়েছে। বাকিদের দশ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ শুক্রবার দিয়েছেন বিচারক। সরকারী কৌঁসুলি জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল গ্রামের মধ্যেই খুন হয়েছিলেন রায়বাঁধ গ্রামের প্রৌঢ় বাসিন্দা রামেশ্বর মাহাতো। ওই দিন বিকেলে তিনি ছেলে কিঙ্করকে নিয়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কাছে ১০০ দিনের কাজের মজুরি চাইতে গিয়েছিলেন। মজুরি নিয়ে বচসার জেরে ওই চার জন ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় রামেশ্বরবাবুর উপরে। পুরুলিয়া সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরে কিঙ্কর ৮ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। পঙ্কজবাবু জানান, ৮ জনকেই গ্রেফতার করে তাদের বিরুদ্ধে খুনের মামলা রজু করেছিল পুলিশ। কিন্তু, অভিযুক্তদের মধ্যে ৪ জনকে সাক্ষ্যপ্রমাণের অভাবে বিচারক বেকসুর খালাস দেন।
|
এক শ্রেণির সার ব্যবসায়ীরা কৃত্রিম ভাবে ইউরিয়া সারের অভাব সৃষ্টি করছেন ও চড়া দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ তুলল বড়জোড়ার ‘বিধানচন্দ্র রায় স্মৃতি রক্ষা সমিতি।’ এ ব্যাপারে শুক্রবার ওই সংগঠনের তরফে বড়জোড়া ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এগ্রিকালচার) ব্রতীন পালের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে। ওই সংগঠনের সম্পাদক বিবেকানন্দ কেওড়া বলেন, “এক শ্রেণির সার ব্যবসায়ী ইউরিয়া সার বাজারে বিক্রি না করে নিজেদের গুদামে মজুত রাখছেন। গোপনে সেই সার চড়া দামে বিক্রি করছেন। যার ফলে সাধারণ চাষিরা বাজারে সার পাচ্ছেন না। পেলেও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।” ব্রতীনবাবু বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে দেখা হবে।” বাঁকুড়া জেলার উপকৃষি অধিকর্তা অনন্ত নারায়ণ হাজরা বলেন, “এই মুহূর্তে বাজারে ইউরিয়া সারের যোগান কম নেই। তবে বেশি মূল্যে সার বিক্রি করা অপরাধ। নির্দিষ্ট অভিযোগ পেলে আমরাও ব্যবস্থা নেব।”
|
দুপুর থেকে সন্ধ্যা অবধি বান্দোয়ানের ধাদকা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পঞ্চায়েতের কর্মী ও কয়েক জন অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রাখল তৃণমূল। ব্লক যুব তৃণমূল সভাপতি জগদীশ মাহাতোর অভিযোগ, “পঞ্চায়েতে কয়েকটি অনৈতিক কাজের প্রতিবাদে আমরা শুক্রবার স্মারকলিপি দেব বলে আগাম লিখিতভাবে জানিয়েছিলাম। এ দিন এসে দেখি অফিসে প্রধান, উপপ্রধান নেই। ওরা ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন। প্রতিবাদে আমরা অবস্থান করেছি।” ধাদকা পঞ্চায়েতের প্রধান, সিপিএমের গায়ত্রী সিংহ বলেন, “২৪ তারিখ অন্য কাজে ব্যস্ত থাকব বলে ওঁদের জানিয়েছিলাম। তবু ওঁরা এ দিনই এসেছেন।” পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ যায়। বান্দোয়ানের বিডিও মধুসুদন মণ্ডল বলেন, “পঞ্চায়েত কর্মী ও অফিসে আসা ব্যক্তিদের মুক্ত করা হয়েছে। দু’পক্ষের সঙ্গে কথা বলে স্মারকলিপি দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।”
|
সিপিএমের লোকাল কমিটির সদস্য-সহ শতাধিক কর্মী তাদের দলে যোগ দিয়েছেন বলে কংগ্রেসের দাবি। কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতো বলেন, “বোরো থানা এলাকার দিঘি হাইস্কুলে আয়োজিত অনুষ্ঠানে সিপিএমের শতাধিক কর্মী কংগ্রেসে যোগ দেন।” মানবাজার ২ পঞ্চায়েত সমিতির সিপিএম সভাপতি অসিত মাহাতোর দাবি, “এমন হয়েছে বলে জানা নেই। খোঁজ নেব।”
|
পণ প্রথা, বাল্য বিবাহের বিরুদ্ধে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য শুক্রবার দুপুরে একটি আলোচনাসভা হল পাত্রসায়র গার্লস হাইস্কুলে। বিষ্ণুপুর মহকুমা প্রশাসন, মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহায়তায় এই আলোচনাসভা হয়। সভায় উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান, পাত্রসায়রের বিএমওএইচ উজ্জ্বল মণ্ডল-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
|
পাথরের আড়ালে বক্রেশ্বর তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে কয়লা পাচার হচ্ছেএই অভিযোগে শুক্রবার সকালে ৬টি ট্রাক আটক করা হল। তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার মৃণালকান্তি মিত্র বলেন, “পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এর বেশিকিছু আমি বলব না।”
|
বীরভূম জেলা জুড়ে গত কয়েক মাস ধরে পরপর মন্দিরে চুরির ঘটনায় নতুন সংযোজন। বৃহস্পতিবার গভীর রাতে গত আটচল্লিশ ঘণ্টায় বোলপুর এলাকায় দ্বিতীয় চুরির ঘটনা ঘটল। এই নিয়ে ৬টি মন্দিরে চুরি হল। কোনও ঘটনারই কিনারা হয়নি। |