|
|
|
|
|
|
টুকরো খবর |
সাংস্কৃতিক সন্ধ্যা |
সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে ‘বিহঙ্গ’ একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। ছিল হোপ কলকাতা ফাউন্ডেশনের শিশুদের নৃত্যানুষ্ঠান, সমবেত নৃত্যানুষ্ঠান এবং বিহঙ্গের শিল্পীদের পরিবেশনায় ‘আট প্রহরের রাগ ও রবীন্দ্রনাথ’। প্রধান অতিথি ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ (উদ্যান ও বাজার) দেবাশিস কুমার। ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পূর্ণিমা চৌধুরী, মন্দিরা লাহিড়ী প্রমুখ।
|
প্রদর্শনী |
|
ছবি: দেশকল্যাণ চৌধুরী |
এ বার পুজোয় সাজতে পারেন রংবাহারি ইক্কতে। কারণ, উইভার্স স্টুডিওয় আজ, শনিবার পর্যন্ত চলছে হায়দরাবাদের ডিজাইনার বিনীতা পাসারি-র সংস্থা ‘ট্রান্সলেট’-এর প্রদর্শনী। মিলছে নানা রং ও প্যাটার্নের হাতে বোনা ইক্কত শাড়ি, কুর্তি, স্টোল, দোপাট্টা, ছেলেদের কুর্তা ও ছোটদের পোশাক। সম্প্রতি প্রদর্শনীর উদ্বোধনে ছিলেন রাজ্যপালের স্ত্রী পদ্মিনী নারায়ণন, ভারতী রায়, রুবি পালচৌধুরী, প্রীতি পটেল, ডোনা গঙ্গোপাধ্যায় প্রমুখ। ছিলেন এ শহরের ডিজাইনারেরাও শর্বরী দত্ত, অভিষেক দত্ত এবং নীল।
|
|
আবাহনের সুর |
|
বালিগঞ্জ পূর্বপল্লি দুর্গোৎসবের খুঁটিপুজো। ছিলেন সাংসদ সুব্রত বক্সী,
কলকাতা
পুরসভার মেয়র পারিষদ (উদ্যান ও বাজার) দেবাশিস কুমার প্রমুখ। ছবি: পিন্টু মণ্ডল
|
|
সিকদার বাগান সাধারণ দুর্গোৎসবের খুঁটিপুজো। উপস্থিত ছিলেন (বাঁ দিক থেকে) রূপঙ্কর,
কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি ও স্বাস্থ্য) অতীন ঘোষ, জয় সরকার, অনিন্দ্য চট্টোপাধ্যায়,
জুন মালিয়া, লকেট চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, ভবতোষ সুতার প্রমুখ। ছবি: শুভাশিস ভট্টাচার্য
|
|
ভবানীপুর রূপচাঁদ মুখার্জি লেন দুর্গোৎসবের খুঁটিপুজো।—নিজস্ব চিত্র
|
|
বেলেঘাটা নবমিলন সাধারণ দুর্গোৎসবের খুঁটিপুজো। ছবি: শৌভিক দে
|
|
বালি দেশবন্ধু ক্লাবের দুর্গোৎসবের খুঁটিপুজো। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী
অরূপ রায়, ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, দেবাশিস মুখোপাধ্যায় প্রমুখ।
|
|
|
|
|
|
|
|