টুকরো খবর
সম্প্রতি বিড়লা অ্যাকাডেমিতে ‘বিহঙ্গ’ একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। ছিল হোপ কলকাতা ফাউন্ডেশনের শিশুদের নৃত্যানুষ্ঠান, সমবেত নৃত্যানুষ্ঠান এবং বিহঙ্গের শিল্পীদের পরিবেশনায় ‘আট প্রহরের রাগ ও রবীন্দ্রনাথ’। প্রধান অতিথি ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ (উদ্যান ও বাজার) দেবাশিস কুমার। ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পূর্ণিমা চৌধুরী, মন্দিরা লাহিড়ী প্রমুখ।

ছবি: দেশকল্যাণ চৌধুরী
এ বার পুজোয় সাজতে পারেন রংবাহারি ইক্কতে। কারণ, উইভার্স স্টুডিওয় আজ, শনিবার পর্যন্ত চলছে হায়দরাবাদের ডিজাইনার বিনীতা পাসারি-র সংস্থা ‘ট্রান্সলেট’-এর প্রদর্শনী। মিলছে নানা রং ও প্যাটার্নের হাতে বোনা ইক্কত শাড়ি, কুর্তি, স্টোল, দোপাট্টা, ছেলেদের কুর্তা ও ছোটদের পোশাক। সম্প্রতি প্রদর্শনীর উদ্বোধনে ছিলেন রাজ্যপালের স্ত্রী পদ্মিনী নারায়ণন, ভারতী রায়, রুবি পালচৌধুরী, প্রীতি পটেল, ডোনা গঙ্গোপাধ্যায় প্রমুখ। ছিলেন এ শহরের ডিজাইনারেরাও শর্বরী দত্ত, অভিষেক দত্ত এবং নীল।


আবাহনের সুর

বালিগঞ্জ পূর্বপল্লি দুর্গোৎসবের খুঁটিপুজো। ছিলেন সাংসদ সুব্রত বক্সী, কলকাতা
পুরসভার মেয়র পারিষদ (উদ্যান ও বাজার) দেবাশিস কুমার প্রমুখ। ছবি: পিন্টু মণ্ডল

সিকদার বাগান সাধারণ দুর্গোৎসবের খুঁটিপুজো। উপস্থিত ছিলেন (বাঁ দিক থেকে) রূপঙ্কর,
কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি ও স্বাস্থ্য) অতীন ঘোষ, জয় সরকার, অনিন্দ্য চট্টোপাধ্যায়,
জুন মালিয়া, লকেট চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, ভবতোষ সুতার প্রমুখ। ছবি: শুভাশিস ভট্টাচার্য

ভবানীপুর রূপচাঁদ মুখার্জি লেন দুর্গোৎসবের খুঁটিপুজো।—নিজস্ব চিত্র

বেলেঘাটা নবমিলন সাধারণ দুর্গোৎসবের খুঁটিপুজো। ছবি: শৌভিক দে

বালি দেশবন্ধু ক্লাবের দুর্গোৎসবের খুঁটিপুজো। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী
অরূপ রায়, ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, দেবাশিস মুখোপাধ্যায় প্রমুখ।





অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.