পূর্বাঞ্চল ব্যাডমিন্টন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ভারতীয় জীবন বিমা নিগমের পূর্বাঞ্চল ব্যাডমিন্টনে পুরুষ বিভাগে খেতাব জিতলেন সৌমেন ভট্টাচার্য। বর্ধমানের আফতাব ক্লাবে তিনি ফাইনালে হীরককান্তি সেনগুপ্তকে ২১-৯, ২১-১০ পয়েন্টে হারান। দু’জনেই কেএমডিও-র প্রতিনিধি। তৃতীয় স্থান অধিকার করেন অসমের জোরহাটের সঞ্জয় মজুমদার। সেমিফাইনালে সৌমেন ২১-৩, ২১-৪ পয়েন্টে সঞ্জয়কে হারিয়ে ও হীরক ২১-১৭, ২১-১১ পয়েন্টে প্রশান্ত সইকিয়াকে হারিয়ে ফাইনালে ওঠেন। মহিলা বিভাগে খেতাব জেতেন গৌহাটির বর্ণালী শর্মা। তিনি ফাইনালে ২১-১১, ২১-৪ পয়েন্টে শিলচরের সুজাতা দেবীকে হারান। এই বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন ললিতা বাগাড় দে। সেমিফাইনালে বর্ণালী ২১-৩, ২১-০ পয়েন্টে ইতি সরকারকে ও সুজাতা ২১-৭, ২১-৮ পয়েন্টে ললিতাকে হারিয়েছেন।
|
বাঙালি টিটি কোচ দ্রোণাচার্য
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
টেবল টেনিসের জাতীয় কোচ, বঙ্গসন্তান ভবানী মুখোপাধ্যায়ের নাম দ্রোণাচার্য পুরস্কারের জন্য ঘোষিত হল। এর আগে বহুবার তাঁর নাম প্রস্তাবিত হলেও এই প্রথম ভবানীবাবু এই পুরস্কার পাচ্ছেন। অন্য দিকে, ঐতিহাসিক ভাবে এই প্রথম দ্রোণাচার্য হচ্ছেন কোনও বিদেশি। ভারতীয় বক্সিংয়ে ২২ বছর কোচিং করানো কিউবার ব্লাস ইগলেসিয়াস ফার্নান্দেজ। জি এস সাঁধুর সঙ্গে যিনি ভারতীয় বক্সিংকে বিশ্ব-মানচিত্রে তুলে আনায় বড় ভূমিকা নিয়েছেন। ডেম্পোকে পাঁচবার আই লিগ চ্যাম্পিয়ন করা আর্মান্দো কোলাসো এ বারও বঞ্চিত রইলেন।
|
ভাইচুং ভুটিয়া জানাচ্ছেন, ২৩ অগস্টের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে তাঁর সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে এবং তাঁর বক্তব্য বলে যা প্রকাশিত হয়েছে, তা সত্যি নয়। হয় সংশ্লিষ্ট সাংবাদিককে ভুল পথে চালিত করা হয়েছে, অথবা তিনি নিজেই তা কল্পনা করে নিয়েছেন। এ রকম ভুল খবর তাঁর ভাবমূর্তি খারাপ করছে, যা দেশের হয়ে বহু দিন ধরে কঠিন পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে খেলে তৈরি করেছেন।
|
ক্লাব জোটের দাবি নিয়ে আলোচনার জন্য ২ সেপ্টেম্বর দিল্লিতে সভা ডাকল এআইএফএফ। সভায় ঠিক হবে আই লিগের ক্লাবগুলোর দাবি মানা হবে কি না। তার আগে স্পনসরদের থেকে পুরো বিষয়টা বুঝে নিতে চাইছেন কর্তারা। |