তিন শিল্পতালুকের ‘সেতুবন্ধন’ করবে নতুন সড়ক
ল্টলেকের সেক্টর-৫, নিউ টাউন ও বানতলা শিল্পতালুককে এক সুতোয় (পড়ুন রাস্তা) বাঁধতে চলেছে রাজ্য সরকার। রাজ্য পূর্ত দফতর ও হিডকো যৌথ ভাবে এই পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে। এর জন্য যে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, তা-ও নয়। স্রেফ নির্দিষ্ট ভাবনা ও মাত্র ১৫ কোটি টাকার বিনিময়ে এক বন্ধনীতে বাঁধা পড়বে রাজ্যের ‘হাই প্রোফাইল’ তিনটি শিল্পতালুক। যা হয়ে গেলে লগ্নিকারীদের কাছে আর ‘অস্পৃশ্য’ থাকবে না বানতলা শিল্পতালুক।
সল্টলেক-নিউ টাউনের সঙ্গে বানতলার মেলবন্ধন ঘটবে মাত্র ছ’কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণের মাধ্যমে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া-৩ থেকে দক্ষিণ ২৪ পরগনার ভোজেরহাট রোডের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার। সেখানে একটি ভাঙাচোরা রাস্তা রয়েছে। সেই রাস্তার দু’পাশে সরকারি জমিও রয়েছে। সুতরাং, অ্যাকশন এরিয়া-৩ থেকে ভোজেরহাট গার্লস স্কুল পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ রাস্তাটির নবনির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রশ্নও উঠছে না। ভোজেরহাটের গা বেয়ে স্টর্ম ওয়াটার ক্যানাল গিয়ে মিশেছে বিদ্যাধরী নদীতে। ক্যানালের ওপার দিয়ে কলকাতা-
৬ কিলোমিটার রাস্তা। বিস্তারিত...
বাসন্তী রোড, তার পাশেই বানতলা লেদার কমপ্লেক্স ও শিল্পতালুক। অর্থাৎ, ছয় কিলোমিটার রাস্তা চওড়া করা, উন্নয়ন করার সঙ্গে ক্যানালের উপরে একটি সেতু দু’-আড়াই ঘণ্টার পথকে নামিয়ে আনবে এক ঘণ্টারও কমে। বদলে যাবে বৃহত্তর কলকাতার ছবিটিই। চাপ কমবে ই এম বাইপাসের। উল্লেখ্য, কয়েক মাস আগে বানতলা শিল্পতালুকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার বাস দুর্ঘটনায় পড়ার পরেই কলকাতা-বাসন্তী রোড চওড়া করার কথা ভাবা হয়। কিন্তু পূর্ত দফতরের হাতে টাকা না থাকায় তা ভাবনার স্তরেই রয়েছে।
এরই মধ্যে পূর্ত দফতরের কাছে হিডকো-র তরফে একটি অনুরোধ আসে। তাতে বলা হয়, রাজারহাটের নিউ টাউন অ্যাকশন এরিয়া-৩ থেকে দক্ষিণ ২৪ পরগনার ভোজেরহাট পর্যন্ত পূর্ত দফতরের ওই ছয় কিলোমিটার রাস্তা মেরামত করা হোক। তাতে বানতলার সঙ্গে নিউ টাউনের সংযোগ মসৃণ হবে। হিডকো-র চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন বলেন, “গত মাসে লিখিত ভাবে পূর্ত দফতরকে বিষয়টি জানানো হয়েছিল। পূর্ত দফতর প্রাথমিক ভাবে প্রায় ১৫ কোটি টাকা খরচের হিসেব দিয়েছে।”
পূর্ত দফতর সূত্রের খবর, গত মাসে হিডকো-র চেয়ারম্যানের চিঠি পেয়ে পূর্তসচিব অজিত বর্ধন জানান, ওই রাস্তার উন্নয়নের জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে। তার জন্য প্রায় ১৫ কোটি টাকা প্রয়োজন। কিন্তু সেই অর্থ পূর্ত দফতরের হাতে নেই। যদি হিডকো খরচের ৫০ শতাংশ অর্থ বহন করতে রাজি থাকে, তবে পূর্ত দফতর প্রকল্প রূপায়ণ করতে পারে। দেবাশিসবাবু বলেন, “গত ৩০ জুলাই হিডকো ভবনে পূর্ত দফতরের প্রস্তাব নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা হয়। আমরা ওই রাস্তার জন্য পাঁচ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” ওই রাস্তা হলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার অনেকটা এলাকা জুড়ে।
রাজ্য নগরোন্নয়ন দফতর সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে দফতরের আধিকারিকদের জানিয়েছিলেন, কোনও ভাবেই বাড়ি তৈরির জন্য জমি অধিগ্রহণ করা যাবে না। কোনও বেসরকারি সংস্থার জমি প্রয়োজন হলে নিজে থেকেই তাকে কিনতে হবে। তবে রাজ্য সরকার অবশ্য পরিকাঠামো উন্নয়নের বিষয়টি দেখবে। নগরোন্নয়ন দফতরের তরফে গোটা বিষয়টি সমীক্ষা করে দেখা হয়। তার পরেই নগরোন্নয়ন দফতর ও হিডকো-কর্তারা ওই রাস্তাটি সংস্কারের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন।
ইতিমধ্যেই তিন নম্বর অ্যাকশন এরিয়ায় ইনফোসিস এবং উইপ্রো-র জন্য চিহ্নিত জমির পাশে পূর্ব-পশ্চিম সড়কের কাজ শেষ হয়েছে। এই সড়ক গিয়ে ভোজেরহাট পর্যন্ত পূর্ত দফতরের রাস্তাটির সঙ্গে মিশেছে। মাত্র ছয় কিলোমিটার রাস্তা তৈরি করলে এক দিকে যেমন নানা অঞ্চলে ছড়িয়ে থাকা তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে জুড়ে দেওয়া যাবে। অন্য দিকে আবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় উন্নয়নের কাজ অনেক সহজ হয়ে যাবে। হিডকো-র সবুজ সঙ্কেত পেয়ে গোটা বিষয়টি নিয়ে জোরকদমে কাজে নেমেছে পূর্ত দফতর। দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধন বলেন, “আমরা প্রকল্পের রিপোর্টটি হিডকো-র কাছে পাঠিয়েছি। ওই সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।” পাশাপাশি, কলকাতা-বাসন্তী রোডের সংস্কারের কাজও দ্রুত শুরু করতে চাইছে পূর্ত দফতর।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.