‘সন্ত্রাসমূলক কাজ’-এর অপরাধে অ্যান্ডার্স বেহরিং ব্রেভিককে ২১ বছরের কারাদণ্ড দিল অসলোর আদালত। গত বছর ২২ জুলাই তাঁর হামলায় নিহত হন ৭৭ জন। ৮ জন মারা যান বোমা বিস্ফোরণে, অন্য ৬৯ জনকে গুলি করে হত্যা করে ব্রেভিক। ব্রেভিকের সাজায় খুশি এমা মার্টিনাভিকের মতো মানুষেরা, যাঁরা ২২ জুলাই বেঁচে ফিরেছিলেন।
|
ভারত থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টায় ৬ বাংলাদেশিকে আটক করেছে পাক সীমান্তরক্ষীরা।
|
জার্মান অভিনেত্রী সাবিনা বেগানের দাবি তিনি ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী বার্লুসকোনির সন্তানের মা হতে চলেছেন। এ বিষয়ে বার্লুসকোনি নিজে অবশ্য কোনও মন্তব্য করেননি।
|
চিনা প্রেম দিবসে হাইনান দ্বীপপুঞ্জে শ্লীলতাহানির শিকার হলেন বেশ কিছু মহিলা। নিগৃহীতাদের বেশির ভাগই পর্যটক। অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
|
মার্কিন ড্রোন আক্রমণে ২০ জন তালিবানি জঙ্গি হত পাকিস্তানে। এ রকম আক্রমণে সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ পাকিস্তানের।
|
পাক সেনা ঘাঁটিতে আক্রমণের ঘটনায় অন্তত ৫ আফগান জঙ্গি নিহত হয়েছে। পৃথক একটি ঘটনায় পাক নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও ৮ জঙ্গি নিহত হয়েছে।
|
ইয়াসের আরাফতের পোশাক পরীক্ষার অনুমতি দিলেন তাঁর স্ত্রী। তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়াম ব্যবহার করে আরাফতকে খুুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল।
|
৩ আফগান সেনা ও এক সাধারণ মানুষকে অপহরণ করে হত্যা করেছে জঙ্গিরা। সেনারা বাড়ি যাচ্ছিলেন।
|
বিনা টিকিটের এক যাত্রীর মৃতদেহ মিলল হিথরো বিমান বন্দরে অবতরণ করা ব্রিটিশ বিমানে। |