ঠিকাকর্মীর মৃত্যু, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
এক ঠিকাকর্মীর মৃত্যুতে ক্ষতিপূরণের দাবিতে কাটোয়ায় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরে বিক্ষোভ দেখালেন সিটু কর্মী-সমর্থকেরা। তাঁরা জানান, অজিত ঘোষ (৪০) নামে কাটোয়ার জামড়া গ্রামের ওই বাসিন্দা পাঁচ দিন আগে সুবোধ স্মৃতি রোডে বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে আহত হন। তার পরে তাঁকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতাল, সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেষে তাঁকে বেলেঘাটা হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কাটোয়ায় মৃতদেহ আনা হয়। তার পরে বিদ্যুৎ বণ্টন সংস্থার বিভাগীয় বাস্তুকারের ঘরের সামনে নিয়ে গিয়ে সিটু বিক্ষোভ শুরু করে। সিটু নেতা দেবাশিস বসুর অভিযোগ, “ওই ঠিকাদার গোষ্ঠী বা বিদ্যুৎ দফতর, কেউই এক বারের জন্যও অজিতবাবুর খোঁজ নেয়নি। তা ছাড়া বিদ্যুৎ দফতরের নিয়ম অনুযায়ী ওই কর্মীর ক্ষতিপূরণ পাওয়া উচিত। সেই দাবিতেই আমরা বিক্ষোভ দেখিয়েছি।” দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পরে বিভাগীয় বাস্তুকার গোতম দত্ত ওই ঠিকাদার গোষ্ঠীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে কাটোয়া থানায় অভিযোগ করেন। সন্ধ্যায় গৌতমবাবু বলেন, “ওই কর্মীর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে বিদ্যুৎ দফতরের গাফিলতিতে ওই কর্মীর মৃত্যু হয়েছে বলে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
সেতু পাঠ্যক্রম শিক্ষাসেবীদের স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
আট দফা দাবিতে কালনার মহকুমাশাসককে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ সেতু পাঠ্যক্রম শিক্ষাসেবী সমিতির বর্ধমান জেলা কমিটি। শুক্রবার ওই স্মারকলিপিতে দাবি করা হয়, সমস্ত শিশুকে শিক্ষার আওতায় আনতে হবে, সর্বশিক্ষা মিশন প্রকল্পের অন্তর্গত সকল সেতু পাঠ্যক্রম শিক্ষাসেবীদের কাজে পুনর্বহাল করতে হবে। এছাড়াও তাঁদের দাবি, সর্বশিক্ষা মিশন প্রকল্পের অন্যান্য কর্মীদের মতো ৬০ বছর বয়স অবধি তাঁদের কাজের নিশ্চয়তা, বিনা পয়সায় জেবিটি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাসেবীদের অগ্রাধিকার দেওয়া। সংগঠনের জেলা কমিটির পক্ষে লাল্টু দাস বলেন, “সর্বশিক্ষা মিশনের অঙ্গ হিসেবে কাজ করি আমরা। স্কুলছুটদের ফের স্কুলে ফেরানোই আমাদের প্রধান কাজ। প্রথমে সরকারি ভাবে কাজের নিশ্চয়তা থাকলেও বর্তমানে আমাদের কেন্দ্রগুলি বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আমরা হতাশায় ভুগছি।” কালনার মহকুমাশাসক সুমিতা বাগচি জেলার একটি বৈঠকে থাকায় তাঁর অনুপস্থিতিতে স্মারকলিপি নেন কালনা ১ ব্লকের বিডিও অলিভিয়া রায়। তিনি বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”
|
অসামাজিক কাজকর্ম বাড়ছে, দাবি বিজেপি-র
নিজস্ব সংবাদদাতা • কালনা |
এলাকায় অসামাজিক কাজ-কর্ম বাড়ছে, এই অভিযোগে শুক্রবার বিকেলে কালনার মহকুমাশাসকের কার্যালয়ে দশ দফা দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হল বিজেপির পূর্বস্থলী ২ ব্লক কমিটির পক্ষ থেকে। মহকুমাশাসক সুমিতা বাগচি এই সময়ে একটি বৈঠকে হাজির থাকায়, তাঁর অনুপস্থিতিতে স্মারকলিপি নেন কালনা ১ ব্লকের বিডিও অলিভিয়া রায়। তিনি বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।” সংগঠনের পক্ষ থেকে ওই স্মারকলিপিতে দাবি করা হয়, পূর্বস্থলী ব্লক জুড়ে চুরি ছিনতাই বাড়ছে। মাজিদা পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি গ্রামে বৈদ্যুতিন মোটর, ডিজেল ইঞ্জিন, পাম্প সেট চুরি হচ্ছে। চাষিরা ক্ষতির মুখে পড়ছে। মদ, গাঁজা, জুয়োর ঠেক চলছে এলাকার বিভিন্ন জায়গায়। এলাকার সবুজ ধ্বংস করে চোরাকারবারিরা কাঠ কেটে নিয়ে পালাচ্ছে। অভিযোগ, পূর্বস্থলী থানায় অভিযোগ জানালেও পুলিশ তার কোনও কিনারা করতে পারছে না। পুলিশ বহু সময়ে অভিযোগ নিতে চাইছে না বলেও দাবি তাঁদের। |
বিক্ষোভে আটকে রইল ইন্টারসিটি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
কালনা স্টেশনে প্রায় ২০ মিনিট আটকে রইল হাওড়া থেকে মালদহগামী ইন্টারসিটি এক্সপ্রেস। কালনার স্টেশন ম্যানেজার অঞ্জন দাস জানান, হাওড়ায় সফিকুল ইসলাম বলে এক যুবককে ট্রেনের চেন টানার অভিযোগে আরপিএফ গ্রেফতার করে। সফিকুল দাবি করে, তাঁর আত্মীয় এসি কামরা থেকে পড়ে গিয়েছেন বলেই ট্রেনের চেন টেনেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও পুলিশ তাঁকে গ্রেফতার করায় কালনা স্টেশনে ট্রেন থামিয়ে প্রতিবাদ করেন যাত্রীরা। বিকেল ৫টা ১৬ নাগাদ কালনা স্টেশনে ট্রেনটি পৌঁছলে যাত্রীরা ট্রেন থেকে নেমে দাবি করেন, সফিকুলকে ছেড়ে দিতে হবে। ঘটনাস্থলে কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু আসেন। ডিআরএমের সঙ্গে কথা বলেন তিনি। ডিআরএম ওই যুবককে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে ৫টা ৩৫ নাগাদ ট্রেন ছাড়ে।
|
ডিওয়াইএফের সভা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ডিওয়াইএফের পক্ষ থেকে কালনার পুরনো বাসস্ট্যান্ড এলাকায় সভা করা হল শুক্রবার বিকেলে। সভায় সংগঠনের নেতারা দাবি করেন, এসএসসি পরীক্ষা নিয়ে সরকার কেলেঙ্কারিতে জড়িয়েছে। পিএসসির প্যানেল বাতিল নিয়েও সংগঠনের তরফে প্রতিবাদ করা হয়। নেতাদের আরও অভিযোগ, এক বছরে যে তিন লক্ষ বেকারের চাকরির প্রতিশ্রুতি রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল, তা মিথ্যা। তাঁদের দাবি, এই সরকার আসার পর থেকে বেকার যুবক-যুবতীরা হতাশ। এ দিন সংগঠনের তরফে কালনা শহরে একটি মিছিল করা হয়। |