টুকরো খবর |
অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে ধর্মঘট
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
পারমিটহীন বেআইনি অটো চলাচলের প্রতিবাদে বাস বন্ধ করে দিয়ে নিজেরাই পথে নামলেন বাসমালিক ও কর্মচারীরা। ফলে বুধবার দুপুর থেকে রঘুনাথগঞ্জ-সাগরদিঘি রুটের বেসরাকরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন যাত্রীরা। বাসমালিক সংগঠনের সম্পাদক মনিরুদ্দিন মণ্ডল বলেন, “সাগরদিঘি রুটে ত্রিশটিরও বেশি অটো চলে। এদের কোনওটিই যাত্রীবহনের ‘পারমিট’ নেই। এ ব্যাপারে জঙ্গিপুরে প্রশাসনকে বার বার জানানো সত্ত্বেও লাভ হয়নি।” অটো চলাচল করার ফলে বাসে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য রকম কমে গিয়েছে। পারমিটহীন অটো চলাচলের ব্যাপারে স্থানীয় ট্রাফিক পুলিশের নির্বিকার আচরণেও ক্ষুব্ধ বাস মালিকেরা। |
|
নাকাল যাত্রীরা। —নিজস্ব চিত্র। |
অভিযোগ যাত্রী বহনের বৈধ অনুমতি না থাকা সত্ত্বেও পুলিশের সঙ্গে ‘যোগসাজোশের’ ফলে অটো চালকেরা ‘ছাড়পত্র’ পেয়ে আসছে। বুধবারও তেমনই এক ঘটনার পরিপ্রেক্ষিতে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিকেরা। ভরদুপুরে কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হন। বাড়ি ফেরার বিকল্প ব্যবস্থা করতে তাঁরা সমস্যার মধ্যে পড়েন। সারাদিন ধরেই চলে অবরোধ। বাসমালিক সংগঠনের তরফে জানানো হয়েছে বেআইনী অটো-রাজ বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য চলবে বাস ধমর্ঘট। পুলিশ সুপার হুমায়ন কবীর বলেন, “বেআইনি অটোর দৌরাত্ম্য বন্ধ করতে ব্যস্থা নেওয়া হবে।”
|
কান্দির মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মন্দির। মঙ্গলবার রাতে সেখান থেকেই খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার গয়না। পুর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। এ দিন সকালে পূজারী মন্দিরে ঢুকে দেখেন প্রায় সর্বস্ব নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। মন্দিরের সব তালা ভাঙা। উধাও সমস্ত গয়না। মন্দির থেকে মেরেকেটে ৫০ মিটার দূরত্বে রয়েছে মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়। এমন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কীভাবে চুরি হল তা কেউই বুঝে উঠতে পারছেন না। এই ঘটনায় শহরের মানুষ দৃশ্যতই অবাক। পুলিশ আধিকারিকদের কপালেও চিন্তার ভাঁজ। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাঝেমধ্যেই ছোটখাটো চুরি হচ্ছে। কিন্তু পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই দোষীদের ধরে না। কান্দি পুরসভার প্রধান কংগ্রেসের গৌতম রায়ও কার্যত পুলিশকে কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, “থানার পাশে চুরি মানা যায় না।” কান্দির মহকুমা পুলিশ আধিকারিক সন্দীপ মণ্ডল বলেন,“বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে গয়নাগুলির। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।”
|
পঞ্চায়েত দর্শনে ছত্তীসগঢ়ের দল
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
পঞ্চায়েতের হাল হকিকত সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয়ে ছত্তীসগঢ় থেকে ৩৩ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার নদিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন। শান্তিপুর ব্লকের আড়বান্দি-২ পঞ্চায়েতে এ দিন তাঁরা স্থানীয় প্রধান ও অন্যান্য সদস্যদের কাছ থেকে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে খুঁটিনাটি জানেন। কথা বলেন পঞ্চায়েত দফতরের বিভিন্ন কর্মীর সঙ্গেও। ওই পঞ্চায়েত এলাকার পাঁচপোতা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ও ঘুরে দেখেন তাঁরা। পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজ কেমন হচ্ছে খতিয়ে দেখতে জিয়াকুর গ্রামে ঝামা-মোরাম রাস্তা তৈরির কাজও ঘুরে দেখেন তাঁরা।
|
মাজদিয়ায় ছাত্রী নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
শনিবার থেকে নিখোঁজ মাজদিয়ার শিবমোহিনী কন্যা বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী হাফিজা খাতুন। ওই কিশোরীর বাড়ি কৃষ্ণগঞ্জ থানার খারবাগানপাড়া এলাকায়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শনিবার স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর পেরেনি হাপিজা। রাতেই কৃষ্ণগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। ওই কিশোরীর বাবা মুম্বাইয়ে রাজমিস্ত্রীর কাজ করেন। মা শরিফা বিবি বলেন, “স্কুল থেকে বাড়ি ফিরে না আসায় খোঁজখবর শুরু করি। কোথাওই পাইনি তাকে।”
|
ভিমপুরে মা-কে কোপাল ছেলে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দুই ভাইয়ের বিবাদ অনেক দিনের। তার সূত্রেই বুধবার বাড়ি ফিরে প্রশান্ত গায়েন দেখে তার স্ত্রী কে বেধড়ক মারধর করছে বড় ভাই সুশীল ও তার চম্পা। যুবকের মা-ও বড় ভাইয়ের পক্ষ নিয়েছেন। প্রশান্ত দা তুলে নিয়ে কুপিয়ে দেয় দাদা-বৌদি আর মা’কে। গুরুতর জখম তিন জনকেই শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশান্তকে গ্রেফতার করে পুলিশ। কৃষ্ণনগরের ভিমপুর এলাকার চাঁদপুরের ঘটনা।
|
অনুমতি মেলেনি
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
প্রশাসনিক অনুমতি না থাকায় জেলাশাসকের দফতরের সামনে বেসরকারি বাসকর্মীদের অবস্থান-বিক্ষোভ করতে দিল না পুলিশ। বাস-শ্রমিক ও যাত্রী স্বার্থে কয়েক দফা দাবিতে মুর্শিদাবাদ জেলা মোটর শ্রমিক সমন্বয় কমিটির পক্ষ থেকে ডাকা বুধবার ওই অবস্থান-বিক্ষোভের কথা ছিল। কিন্তু অনুমোদন মেলেনি। মোটর শ্রমিক সমন্বয় কমিটির সম্পাদক জয়দেব মণ্ডল বলেন, “১৫ দিনের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এর বিহিত করা না হলে আইন অমান্য থেকে লাগাতার বাস ধর্মঘট করা হবে বলে এ দিনই ডেপুটি ম্যাজিস্ট্রেট মণীন্দ্রমোহন বিশ্বাসকে তা জানিয়ে দেওয়া হয়েছে।”
|
জয়ী সিপিএম
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
দুটি সমবায় সমিতির নির্বাচনে জয়ী হ’ল সিপিএম। মঙ্গলবার হরেকৃষ্ণপুর সমবায় সমিতির নির্বাচনে সিপিএম ১০ টি আসনে জয়ী হয়। সেখানে বাকি ২ টি আসন পেয়েছে তৃণমূল। অন্য দিকে রহমতপুর সমবায় সমিতির নির্বাচনে ৯ টি আসনই পেয়েছে সিপিএম। এর আগে ওই দুই সমবায় সমিতিই বাম বিরোধী জোটের দখলে ছিল।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
গলায় ফাঁস দেওয়া এক ঝুলন্ত যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। নাম প্রসেনজিৎ মাঝি (২২)। বাড়ি করিমপুরের পাট্টাবুকা গ্রামে। বুধবার রাতে থানারপাড়ার শিশায় গাছে গামছার ফাঁস দিয়ে ওই যুবককে ঝুলতে দেখেন বাসিন্দারা।
|
যুবকের ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে এক যুবক। নাম অশোক মালাকার (১৮)। বাড়ি কৃষ্ণগঞ্জ থানার শ্যামনগর। বুধবার সকালে বাড়ির পাশে একটি মুদির দোকানের বারান্দায় তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
|
তড়িদাহত |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নাম বঙ্কিমচন্দ্র দাস (২৩)। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বৈদ্যুতিক তারে পা জড়িয়ে মারা যান ওই যুবক। |
|