টুকরো খবর
বিতর্কের নাম কেভিন পিটারসেন! ক্যাপ্টেন-কোচ নিয়ে যখন বিপক্ষ ক্রিকেটারদের এসএমএস করেছিলেন, তখন নিশ্চয়ই ভাবতে পারেননি জল এত দূর গড়াবে। কিন্তু পরিস্থিতি যা, তাতে পিটারসেনের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়েই এখন প্রশ্ন উঠে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে পিটারসেনকে বাদ দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে ইংল্যান্ড টিমের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্ডি ফ্লাওয়ার কার্যত জানিয়েই দিলেন, পিটারসেনের সঙ্গে নতুন চুক্তি করবে না ইংল্যান্ড বোর্ড। কারণ? ফ্লাওয়ারের কথায়, “সতীর্থদের বিশ্বাসভঙ্গ এবং অসম্মান করার কারণে পিটারসেন বাদ পড়েছে। এই সমস্যাগুলো মেটাতে অনেক সময় লাগবে।” দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ টেস্ট সিরিজ হারের পর বেশ কিছু সাক্ষাৎকারে ফ্লাওয়ার এমনও ইঙ্গিত দিয়েছেন যে, সামনের মাসে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের নতুন চুক্তি করার আগে পিটারসেন-সমস্যা মেটার সম্ভাবনা প্রায় নেই। ওই সময়ই আবার ভারত সফরের জন্য ইংল্যান্ড দল ঘোষণার কথা। ক্রিকেটজীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে প্রায় কাউকেই পাচ্ছেন না পিটারসেন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন যেমন অনেকক্ষণ আলাদা করে কথা বলেছেন পিটারসেনের সঙ্গে। কিন্তু তাতে লাভ হয়নি। ‘ডেইলি মেল’-এ নিজের কলামে নাসের লিখে ফেলেছেন, তাঁর সমর্থন থাকছে স্ট্রস-ফ্লাওয়ারদের জন্যই। নাসেরের বক্তব্য, এসএমএস বিভ্রাট নিয়ে পিটারসেন অনুশোচনা দেখিয়েছেন ঠিকই, কিন্তু তাঁকে ব্যক্তিগত ভাবে স্ট্রসদের কাছে ক্ষমা চাইতে হবে।

কলকাতা লিগের প্রথম ম্যাচেই আটকে গেল মহমেডান। বুধবার মনোরঞ্জন ভট্টাচার্যের পোর্ট ট্রাস্টের কাছে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল অলোক মুখোপাধ্যায়ের দলকে। ম্যাচের ফল যাই হোক না কেন, মহমেডান গোল করার সুযোগ পায়নি তা কিন্তু নয়। নব্বই মিনিটের ম্যাচে প্রচুর গোল নষ্ট করলেন অসীম বিশ্বাসরা। নাইজিরিয়ান সানডে তিনটে সিটার নষ্ট করেন। পেনাল্টি মিস করেন জয়ন্ত সেন। ম্যাচের পরে সাদা কালো কোচ অলোক বললেন, “কোচ স্ট্র্যাটেজি তৈরি করতে পারে। মাঠে নেমে গোল করবে কী করে? এত সুযোগ নষ্ট হলে ম্যাচ জিতা যায় না।” মহমেডান আটকে গেলেও রঘু নন্দীর টেকনো এরিয়ান জিতল ৬-০ গোলে। এ দিন ইস্টার্ন রেলকে হারাল তারা। এরিয়ানের হয়ে জোড়া গোল করেন বিশ্বরূপ দেব। একটি করে গোল মাইকেল তায়ো, ওচে, রাম মালিক ও অসীম দাসের। কলকাতা লিগের অন্য ম্যাচে পশ্চিমবঙ্গ পুলিশকে ১-০ গোলে হারাল টালিগঞ্জ অগ্রগামী। কালীঘাট ২-১ গোলে হারাল পুলিশ এসি-কে।

প্রতিবন্ধীদের সাঁতারে ফের নজর কাড়ল কালনার ধাত্রীগ্রামের শ্রেয়া ভট্টাচার্য। সম্প্রতি বালিতে বেঙ্গল প্যারা অলিম্পিক সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় বর্ধমান জেলা থেকে সাব-জুনিয়রের এম-৪ বিভাগে একমাত্র প্রতিনিধি ছিল ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বছর তেরোর শ্রেয়া। এ বার ৫০ মিটার ‘ফ্রি-স্টাইল’ ও ‘ব্যাক স্ট্রোক’ দু’টি বিভাগেই প্রথম স্থান অধিকার করে সে। এই প্রতিযোগিতায় ভাল ফল করায় ডিসেম্বরে চেন্নাইয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগ দেবে শ্রেয়া। উল্লেখ্য, এর আগেও ২০০৮, ২০০৯, ২০১১ সালে জাতীয় প্রতিযোগিতায় যোগ দিয়েছিল শ্রেয়া। প্রথম বছর দু’টি বোঞ্জ ও পরের দু’বছর চারটি করে ব্রোঞ্জ ও একটি করে রুপো জেতে সে। বুধবার বিকেলে কালনার মহকুমাশাসক সুমিতা বাগচির সঙ্গে দেখা করে শ্রেয়া। সঙ্গে ছিলেন মা-বাবাও। মহকুমাশাসক বলেন, “শ্রেয়ার সাঁতারের প্রতিভা প্রশংসনীয়। আমার আশা, ও আরও বড় হবে।” নিজের সাফল্য নিয়ে এখনই বিশেষ কিছু বলতে রাজি নয় শ্রেয়া। তার কথায়, “জাতীয় স্তরের প্রতিযোগিতায় এখনও সোনা জিততে পারিনি। এ বার সেই চেষ্টাই করব।”

ইংলিশ প্রিমিয়ার লিগের ছোঁয়া এ বার লাগতে চলেছে আই লিগেও। বুধবার আর্মান্দো কোলাসোর দল ডেম্পোর হয়ে সই করলেন আর্সেনালের প্রাক্তন স্ট্রাইকার রোহন রিকেটস। ২৯ বছরের রিকেটস ২০০১ সালে প্রথম আর্সেনালের হয়ে ম্যাচ খেলেছিলেন। প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। তার পরে নিজের ফুটবল জীবনে টটেনহ্যাম হটস্পার, কোভেন্ট্রি সিটি, কুইন্স পার্ক রেঞ্জার্সের মতো দলেও খেলেছেন রিকেটস। গত বছর তিনি ছিলেন এক্সেটার সিটি-তে। এ দিকে, বুধবার প্রয়াগ ইউনাইটেডের হয়ে সই করলেন র্যান্টি মার্টিন্স ও কার্লোস হার্নান্ডেজ।

পাকিস্তানকে হারানোর পর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালের আগের দিন রীতিমতো আত্মবিশ্বাসী উন্মুক্ত চাঁদের ভারত। টুর্নামেন্টে ভারতীয় ব্যাটিংয়ের ধারাবাহিকতার অভাব একটু চিন্তার কারণ। তবে সফল ভারতীয় বোলাররা। কমল পাস্সি, সন্দীপ শর্মার সঙ্গে বোলিংয়ের দায়িত্ব অনেকটাই কোন্নগরের রবিকান্তের কাঁধে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ওঠা নিউজিল্যান্ড অধিনায়ক উইল ইয়ংয়ের বক্তব্য, “ভারত শক্তিশালী দল। তবে নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে আমরা জিতব।”

গ্যাংটকে সিকিম গোল্ড কাপ শুরু হচ্ছে ২৬ অক্টোবর থেকে। চলবে ৬ নভেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টে মোট ষোলো দলের মধ্যে বাংলা থেকে খেলবে চারটে দল। মহমেডান, টেকনো এরিয়ান, কালীঘাট ও ভবানীপুর।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.