প্রজাপতি পার্ক গড়তে উদ্যোগ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
জীববৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ‘প্রজাপতি পার্ক’ গড়তে উদ্যোগ শুরু হল। শহরের দিশারি সংকল্প নামে এক পরিবেশ প্রেমী সংস্থার উৎসাহে সম্প্রতি জেলা পূর্ত দফতর রাজ্যের জীব বৈচিত্র্য পর্ষদে খসড়া প্রকল্প পাঠিয়েছে। বালুরঘাট শহরের স্টেডিয়ামের কাছে বন বিভাগের শিশু উদ্যানের পাশে পূর্ত দফতরের জায়গায় প্রজাপতি পার্ক গড়ে তুলতে ইতিমধ্যে পরিবেশ দফতর থেকে আর্থিক সহায়তার আশ্বাস মিলেছে বলে ওই সংস্থার সম্পাদক তুহিনশুভ্র মন্ডল জানিয়েছেন। পূর্ত দফতরের কার্যনির্বাহী বাস্তুকার ফয়েজ আহমেদ জানান, ওই পার্ক গড়তে চেয়ে রাজ্য জীববৈচিত্র্য দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে অনুমোদন পেলে বাগান তৈরির কাজ শুরু করা হবে রাজ্য জীববৈচিত্র পর্ষদের আধিকারিক সৌমেন্দ্রনাথ ঘোষ প্রস্তাবটি নিয়ে উচ্ছ্বসিত। তিনি বালুরঘাটে প্রজাপতি পার্ক গড়তে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।
|
পাচারের মুখে ২ লক্ষ টাকার কাঠ উদ্ধার করলেন ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা। গ্রেফতার হয়েছে দুই দুষ্কৃতী। বুধবার আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকা থেকে ছোট গাড়ি বোঝাই সেগুন কাঠ সহ ওই দুষ্কৃতীদের ধরা হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্প উপক্ষেত্র অধিকর্তা বিজয়কুমার সালিমাথ জানান, “কালচিনির আচ্ছাপাড়া থেকে কাঠ পাচারের ধৃত জাহানুর ইসলাম ও সঞ্জীব সিংহ দিনহাটার বাসিন্দা।
|
গরিব বৃদ্ধার সঙ্গী ছিল ৩১টি বেড়াল। আমেরিকার ফিনিক্সের বাড়ি থেকে সম্প্রতি তাঁর দেহ উদ্ধার হয়। তদন্ত চলছে। কিন্তু বিড়ালগুলির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পুলিশ। |