টুকরো খবর
নির্মাণের বিরোধিতা
হাসপাতাল চত্বরে এক প্রতিবন্ধী ব্যক্তির ওষুধের দোকান নির্মাণে আপত্তি উঠল। মঙ্গলবার দুপুরে অন্য তিন প্রতিবন্ধী-সহ স্থানীয় কয়েকজন ওই নির্মাণের বিরোধিতা করে রামপুরহাট মহকুমা হাসপাতালের সুপারকে চিঠি দিয়েছেন। নিয়ম না মেনে ওই দোকানটি করার অনুমতি দেওয়া হয়েছে এই অভিযোগ করেছেন তাঁরা। যদিও ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়্যারম্যান তথা মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “রোগীকল্যাণ সমিতির আলোচনাসভায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে সকলের সম্মতিতে ওই প্রতিবন্ধী ব্যক্তিকে ওষুধের দোকান নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে।” হাসপাতাল সূত্রে খবর, ২০০৫ সালে স্থানীয় প্রতিবন্ধী যুবক রবি মহলদার সুপারের মাধ্যমে প্রতিবন্ধী কমিশনের কাছে হাসপাতাল চত্বরে ওষুধের দোকান তৈরির জন্য আবেদন করেছিলেন। ২০১০ সালে প্রতিবন্ধী কমিশন তাঁর আবেদন মঞ্জুর করে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের কাছে কাগজ পাঠায়। গত জুন মাসে রোগীকল্যাণ সমিতির সভায় বিষয়টি অনুমোদিতও হয়ে যায়। তারপরেই ওই দোকান তৈরির কাজ চলছিল। সিএমওএইচ আশিসকুমার মল্লিক বলেন, “এ ব্যাপারে যা বলার হাসপাতাল সুপার বলবেন।” হাসপাতাল সুপার হিমাদ্রি হালদার বলেন, “যা কিছু হয়েছে প্রতিবন্ধী কমিশনের নির্দেশ মেনে করা হয়েছে। কোনও অনিয়ম হয়নি। একজন প্রতিবন্ধী ব্যক্তির মৌলিক অধিকার অনুযায়ী প্রতিবন্ধী পুনর্বাসন আইন মোতাবেক ওই ব্যক্তির আবেদনে সাড়া দেওয়া হয়েছে। আপত্তির ব্যাপারে মহকুমাশাসকের সঙ্গে কথা বলব।”

বার্নপুরে ক্যানসার আক্রান্ত ছাত্রীকে আর্থিক অনুদান
—নিজস্ব চিত্র।
বার্নপুরের এক উচ্চ মাধ্যমিক স্কুলের ক্যানসার আক্রান্ত ছাত্রী পিঙ্কি মণ্ডলের চিকিৎসার জন্য প্রায় ৩০ হাজার টাকা আর্থিক অনুদান ওই ছাত্রীর হাতে তুলে দিল উত্তর ২৪ পরগণার তৃণমূল যুব কংগ্রেস জেলা কমিটি। মঙ্গলবার ওই সংগঠনের কিছু সদস্য স্কুলের শিক্ষিকাদের উপস্থিতিতে পিঙ্কির হাতে টাকা তুলে দেন। ছিলেন প্রধান শিক্ষিকা নিবেদিতা আচার্য। সংগঠনের সম্পাদক নীলু ঘোষ জানান, ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের নির্দেশে বার্নপুরের ওই ছাত্রী ও যাদবপুরের ক্যানসার আক্রান্ত উচ্চ মাধ্যমিক ছাত্রী সঙ্গীতা বিদের চিকিৎসার খরচ জোগাতে ২৭ জুন বসিরহাট স্টেডিয়ামে একটি বেনিফিট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। তাতে যোগ দেয় কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব ও বসিরহাটের নিউ বাণী সঙ্ঘ। খেলার টিকিট বিক্রি থেকে সংগৃহীত অর্থ দুই ছাত্রীকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সদস্যেরা। এ বছরই মাধ্যমিক পাশ করেছে পিঙ্কি। অষ্টম শ্রেণিতে পড়াকালীন তার ক্যানসার ধরা পড়ে। এখনও পর্যন্ত ৮৬টি কেমোথেরাপি হয়েছে তার।

ডায়েরিয়ার প্রকোপ
ডায়েরিয়ার প্রকোপ দেখা দিল মাড়গ্রামের লাহা গ্রামে। মঙ্গলবার স্বাস্থ্য কর্মীরা এলাকায় গিয়ে আক্রান্তদের পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেছেন। বিডিও সোমা সাউ বলেন, “বিএমওএইচ-কে এলাকায় গিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।” রামপুরহাট ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিজিৎ রায়চৌধুরী বলেন, “এখনও পর্যন্ত ১৪ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জন রামপুরহাট হাসপাতালে ভর্তি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।” স্বাস্থ্য বিধি মেনে ওই এলাকায় পুকুরের জল ব্যবহার করতে বারণ করা হয়েছে।

সংবর্ধনা মেয়রকে
হিমোফিলিয়া সোসাইটির দুর্গাপুর চ্যাপ্টারের পক্ষ থেকে মঙ্গলবার সংবর্ধনা দেওয়া হল দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায়কে। পড়াশোনার খরচ চালানোর জন্য হিমোফিলিয়া আক্রান্ত ২৬ জন দুস্থ পড়ুয়াকে আর্থিক অনুদান দেওয়া হয়।

অসুস্থ ১৬৮
উজ্জয়িনীতে ঈদের দিন ‘চাট’ খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১৬৮ জন শিশু। খাবারের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই দোকানের ৫ কর্মীকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.