খেলার টুকরো খবর

রামপুরহাটে ফুটবল
২২ অগস্ট থেকে শুরু হচ্ছে রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ‘এ’ ডিভিশন ও ‘বি’ ডিভিশনের মহকুমা আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা। মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে ওই প্রতিযোগিতা হবে। বুধবার ‘এ’ ডিভিশনের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে রামপুরহাট শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব ও ঝাউপাড়া পল্লিমঙ্গল সমিতি। বৃহস্পতিবার ‘বি’ ডিভিশনের প্রথম খেলায় কাষ্ঠগড়া স্পোর্টস্ অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের মুখোমুখি হবে রামপুরহাট নেতাজি বয়েজ ক্লাব। মহকুমা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পার্থপ্রতীম মুখোপাধ্যায় জানান, দু’টি বিভাগে মোট ১৬টি ক্লাব যোগ দেবে।

স্বাধীনতা দিবসে খেলা
• দুবরাজপুর সমাজ উন্নয়ন সমিতির পরিচালনায় স্থানীয় সর্বমঙ্গলা পাড়ার ময়দানে ১৫ অগস্ট অনুষ্ঠিত হল একদিনের ২৬ দলের নকআউট ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে টাইব্রেকারেও খেলা অমীমাংসিত থাকায় টসের মাধ্যমে বর্ধমানের গোবলা ভ্রাতৃ সঙ্ঘকে হারায় স্থানীয় রক্ষাকালী ফুটবল টিম। খেলায় হাজির ছিলেন স্থানীয় পুরপিতা পীযূষ পাণ্ডে।

• দুবরাজপুর স্পোর্টস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় সারদা বিদ্যাপীঠ ফুটবল ময়দানে ১৫ অগস্ট অনুষ্ঠিত হল নবীন-প্রবীনদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা। প্রবীনদের মধ্যে ছিলেন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর থানার পুলিশ অফিসার রতন সেন প্রমুখ। খেলায় প্রবীণেরা ৪-২ গোলে জয় লাভ করে।

• ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও বাবুলাল মাহাতোর উদ্যোগে অন্যান্য বছরের মতো এ বারও স্বাধীনতা দিবসে স্থানীয় কোটাসুর স্কুল ময়দানে অনুষ্ঠিত হল বিডিও একাদশ বনাম ময়ূরেশ্বর থানা ওসি একাদশ ফুটবল প্রতিযোগিতা। বিডিও একাদশকে ১-০ গোলে হারায় ওসি একাদশ।

নানুরে ফুটবল প্রতিযোগিতা। ছবি: সোমনাথ মুস্তাফি।
• ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে নানুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েত সমিতির মাঠে কীর্ণাহার ঐক্য সম্মিলনীর সঙ্গে আয়োজক সংস্থার প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১-১ গোলে খেলাটি অমীমাংসিত থাকে।

স্কুলক্রীড়ায় সাফল্য
• ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস আন্তঃ স্পোর্টস আয়োজিত রাজ্য চ্যাম্পিয়নশিপের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেল বীরভূম জেলা দল।

• ৪ অগস্ট বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতায় পুরুলিয়াকে ২-১ গোলে হারায় বীরভূম। পরের ম্যাচে ১৩ অগস্ট হাওড়ার জুবিলি মাঠে কোয়ার্টার ফাইনালে সাউথ কলকাতাকে ১-০ গোলে হারায় তারা। এরপরে উত্তর দিনাজপুরে সেমিফাইনালে তারা মুখোমুখি হবে সেন্ট্রাল কলকাতা ও নর্থ কলকাতার মধ্যে বিজয়ী দলের।

• ৯ অগস্ট বর্ধমানে অনূর্ধ্ব ১৯ বালিকা কবাডি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ৫২-২৪ পয়েন্টে হারায় বীরভূম জেলা দল। এরপর তারা মালদহে সেমিফাইনালে মুখোমুখি হবে পশ্চিম মেদিনীপুর ও নর্থ কলকাতার মধ্যে বিজয়ী দলের সঙ্গে। ৯ অগস্ট চন্দননগরের বেজরা যুব উন্নয়ন সমিতির মাঠে অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে হাওড়াকে ৪৭-১৫ ও একই মাঠে ২৯ জুলাই বালিকা বিভাগে ১৮-১৩ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বীরভূম জেলা দল।

• খো খো প্রতিযোগিতার অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে ৪ অগস্ট মুর্শিদাবাদের স্কোয়ার ফিল্ড ময়দানে বর্ধমানকে ১০-৭ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বীরভূম। জেলা স্কুল ক্রীড়া সংস্থার সম্পাদক প্রলয় নায়েক-এর আশা, “চূড়ান্ত পর্যায়ের খেলাতেও সাফল্য পাবে বীরভূম।”

সংক্ষেপে
• সিউড়ি সদর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে ২৬ অগস্ট থেকে শুরু হচ্ছে মহকুমা আন্তঃ ক্লাব লিগ ফুটবল। সংস্থার সহ সভাপতি অমিত দত্তরায় জানিয়েছেন, ১৬টি ক্লাব এই প্রতিযোগিতায় যোগ দেবে।

• স্বাধীনতা দিবস উপলক্ষে আড়শা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রদর্শনী ফুটবল ম্যাচে আড়শা বিডিও একাদশ ১-০ আড়শা থানা একাদশকে হারায়। ওই দিন পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে মুরগুমা জলাধারের কাছে দিনভর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। এলাকার পড়ুয়ারা তাতে যোগ দিয়েছিল। অন্য দিকে, ওই দিনই মানবাজার রাইস মিলের মাঠে একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা হয়েছে আমরা কজন কমিটির উদ্যোগে। ১৬টি দল ছিল। পুঞ্চার লৌলাড়া আর সি ক্লাব ৪-৩ গোলে স্থানীয় দামোদরপুর উপরপাড়া ক্লাবকে হারায়।

• বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত নার্সারি ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল পিয়ারডোবা মল্লভূম ফুটবল অ্যাকাডেমি। সোমবার বিষ্ণুপুর স্টেডিয়ামে গোপালগঞ্জ যুবগোষ্ঠীকে ১-০ গোলে হারায় তারা। গত ১০ অগস্ট থেকে শুরু হওয়া অনূর্ধ্ব ১৪ এই নার্সারি লিগে ৬টি দল যোগ দিয়েছিল।

• হুড়ার ফুফুন্দিতে একদিনের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চাকলতা উচ্চ বিদ্যালয় আদিবাসী ছাত্রাবাস। গত ১৪ অগস্ট ফুফুন্দি মাঠে তারা শুকনিবাসা আদিবাসী ক্লাবকে ১-০ গোলে হারায়। আয়োজক ছিল ইসার সেরিকেন ক্লাব। ১৬টি দল ছিল।

• বাঁকাদহ সর্বজন বিবেকানন্দ সঙ্ঘ ও মল্লভূম আদিবাসী সাগেন গাঁওতার পরিচালনায় ও নেহরু যুব কেন্দ্রের সহযোগিতায় সম্প্রতি বিষ্ণুপুর থানার বাঁকাদহ গ্রামে এক দিনের ফুটবল প্রতিযোগিতা হয়েছে। ৬টি দল যোগ দিয়েছিল। টাইব্রেকারে বাগডোবা সাগুন মার্শাল ক্লাবকে হারিয়ে জয়ী হয় ফুলবনি জিএমসি উত্তরণ ক্লাব।

• তৃণমূল শিক্ষা সেলের বলরামপুর শাখার উদ্যোগে সম্প্রতি ডাকবাংলো মাঠে হয়েছে এক দিনের স্কুল ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে বলরামপুরের ভজনাশ্রম উচ্চ বিদ্যালয় ১-০ গোলে দঁড়দা খেলু হেমব্রম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

• গত ১৯ অগস্ট পুরুলিয়া দুলমি দুর্গামন্দির ষোল আনার উদ্যোগে হওয়া ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কেতিকা বজরং ক্লাব। তারা টাইব্রেকারে কেতিকা ডুংরি কালিমেলা ক্লাবকে হারায়। ১৫ অগস্ট শুরু হয়েছিল। ৮টি দল ছিল।

• স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের ফুটবল প্রতিযোগিতা হল বাঁকুড়ার কদমাপাড়ার লোকপুর নবীন সঙ্ঘে’র উদ্যোগে। ৬টি দল যোগ দিয়েছিল।

• বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লক থেকে ফুটবলার বাছাই করে একটি ফুটবল প্রশিক্ষণ শিবির করলেন প্রাক্তন চার ফুটবলার। উদ্যোক্তারা জানান, জেলার সেরা ১০ জনকে নিয়ে এই শিবির হয়েছে। গত মঙ্গলবার বাছাই পর্ব শেষ হল বাঁকুড়া স্টেডিয়ামে।

• স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ আয়োজিত স্কুল ফুটবল প্রতিযোগিতায় স্বাধীনতা দিবসের প্রথম খেলায় জয়ী হয়েছে হুটমুড়া উচ্চ বিদ্যালয়। তারা ঝালদা সত্যভামা বিদ্যাপীঠকে ১-০ গোলে হারায়। ওই দিন সাডেন ডেথে বলরামপুরের ফুলচাঁদ উচ্চ বিদ্যালয় গোলামারা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ১৯ অগস্ট মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ২-০ গোলে আদ্রা এসই রেলওয়ে বয়েজ হাইস্কুলকে পরাজিত করে। ন্য ম্যাচে কাঁটাডি উচ্চ বিদ্যালয় সাঁওতালডিহি এসটিপিএস উচ্চ বিদ্যালয়কে ৮-১ গোলে পরাজিত করে।

ছবি: অভিজিৎ সিংহ, সুজিত মাহাতো ও নিজস্ব চিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.