টুকরো খবর
ভিনসেন্টের দিকেই ঝুঁকে মর্গ্যান
টোলগে বিতর্কের মধ্যেই চতুর্থ বিদেশি না পাওয়ার জন্য ফের ক্ষোভ প্রকাশ করলেন ট্রেভর মর্গ্যান। লাল-হলুদ কোচ কেইন ভিনসেন্টের নাম প্রস্তাব করেছেন। মঙ্গলবার মর্গ্যান বলেন, “গত সপ্তাহের শেষেই চতুর্থ বিদেশি নিয়ে কথা হবে ভেবেছিলাম। এখনও কিছু ঠিক হল না।” তবে এ নিয়ে খুব শীঘ্রই কোর কমিটির সভায় বসছেন কর্তারা। ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বললেন, “কোচ ভিনসেন্টের কথা বলেছেন। ওর নাম আমাদের চিন্তায় ছিল না। দু’এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” এ দিকে, টোলগে মোহনবাগানে খেলার ছাড়পত্র পাবেন কিনা, তা নিয়ে বুধবার বৈঠকে বসছে ইস্টবেঙ্গল। দু’টো শর্তে এখনও অনড় কর্তারা।
টোলগেকে ক্ষমা চেয়ে চিঠি দিতে হবে।
টোলগেকে পেতে হলে ইস্টবেঙ্গলের কাছে আবেদন করতে হবে মোহনবাগানকে।
এই দু’টো শর্ত মানলেই টোলগেকে ছাড়ার কথা ভাবা হবে। লাল-হলুদ সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বললেন,“আমরা অন্যায় আব্দার করছি না। আইএফএ-র রায় অনুযায়ী টোলগে এখন আমাদের ফুটবলার। ক্লাবের সঙ্গে প্রতারণা করে ও অপরাধ করেছে। ক্ষমা তো ওকে চাইতেই হবে।” ইস্টবেঙ্গল অবশ্য ২৬ অগস্ট পর্যন্ত দেখতে চাইছে পরিস্থিতি কোন দিকে গড়ায়। ওই দিনই আবার মোহনবাগান কলকাতা লিগে টালিগঞ্জ অগ্রগামীর ম্যাচ বয়কট করেছে। প্রথম ম্যাচ না খেলায় মোহনবাগানের শাস্তি হবে কি না তা ঠিক হবে বুধবার। আইএফএ-র লিগ কমিটির সভায়।

প্রথম ম্যাচেই হার রুনিদের
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে রবিন ফান পার্সির অভিষেকের সাক্ষী থাকতে হাজার হাজার ম্যান ইউ ভক্ত গিয়েছিলেন লিভারপুলে। ফান পার্সির অভিষেক হল ঠিকই, কিন্তু রুনিরা ম্যাঞ্চেস্টার ফিরলেন ইপিএলের প্রথম ম্যাচ এভার্টনের কাছে হেরে। স্কোর ০-১। গোলদাতা মারুয়েন ফেলাইনি। ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসন ফান পার্সিকে নামান ৬৮ মিনিটে। তার ১১ মিনিট আগেই পিছিয়ে পড়েন রুনিরা। ফান পার্সি গোল করতে ব্যর্থ হলেও পাচ্ছেন কোচের প্রশংসা। সেই সঙ্গে নিজের ফুটবলারদের দুষছেন ফার্গি, ডাচ তারকার সঙ্গে মানাতে না পারার জন্য। তাঁর কথায়, “রবিন অসাধারণ ফুটবলার। কিন্তু বাকিরা ওর খেলার ধরন বুঝতে পারে নি। ও উপযুক্ত সাহায্য পেল না।” ইপিএলের প্রথম ম্যাচে ম্যান ইউ হেরেছিল আট বছর আগে, চেলসির কাছে। তাদের পরের ম্যাচ ফুলহ্যামের সঙ্গে। তার আগে আশঙ্কায় ফার্গুসন। “প্রায় সব ডিফেন্ডারেরই চোট। জনি ইভান্স সুস্থ হচ্ছে এটাই আশা।” এ দিকে মঙ্গলবার ডাচ লেফট ব্যাক আলেক্সান্ডার বাটনারকে সই করিয়েছে ম্যান ইউ। ফার্গুসন যতটা দুশ্চিন্তায়, এভার্টন ম্যানেজার ডেভিড মোয়েস ততটাই তৃপ্ত। প্রথম ম্যাচেই ‘গোলিয়াথ বধ’! “ছেলেরা দুর্দান্ত খেলেছে,” বলেন মোয়েস। বলবেন নাই বা কেন? গোটা ম্যাচে এভার্টনের ফুটবলাররা গোলে শট নেন সাতটি। ম্যান ইউ ৪টি। অথচ ৯০ মিনিটের শতকরা ৬৯ ভাগ সময়েই বল পায়ে ছিল রুনি-পার্সিদের। যা নিয়ে বিরক্ত ফার্গুসনও। গুডিসন পার্কের দর্শকদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, “সারাক্ষণ দর্শকরা রেফারিকে প্রভাবিত করার চেষ্টা করছিল।”

বিরাটরা ভাগ্যবান, ড্রেসিংরুমে এখনও সচিনকে পাচ্ছে
গত আঠারো মাসে মাঠ ও মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটে যা-ই ঘটে থাকুক, নতুন মরসুমে ঘরের মাঠে ভারতই ফেভারিট। আমি যখন উপ্পল স্টেডিয়ামে বসব, নতুন একটা ভারতীয় টেস্ট দলকে দেখব। যে দলে থাকবে কোহলি, রায়না, পূজারা, বদ্রীনাথ। এটা ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়। এটা হল যুগ পরিবর্তনের সময়। দলের এতজন তরুণ সদস্য ভারতীয় ক্রিকেটের ‘গ্র্যান্ড ওল্ড ম্যান’-কে পাচ্ছে। তরুণরা ভাগ্যবান, সচিনের মতো ক্রিকেটারকে ড্রেসিংরুমে পাবে। কেরিয়ারের শুরুতে সচিনকে ড্রেসিংরুমে পাওয়াটা সত্যিই বড় ব্যাপার। বিরাট কোহলি এই মুহূর্তে খুব ভাল ফর্মে। ওকে দেখে নিশ্চয়ই টিমের বাকি তরুণরা অনুপ্রাণিত হবে। ভারতীয় ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চমৎকার সুযোগ তরুণদের সামনে। এরা সবাই অনেক দিন ধরে ওয়ান ডে খেলছে। এটাই ওদের টেস্ট অভিষেকের সেরা সময়। এই সময় গ্রেট ক্রিকেটারদের সঙ্গে তরুণদের তুলনা করা উচিত নয়। কাদের বদলে খেলছি, সেটা না ভেবে তরুণদের উচিত রান করার চেষ্টা করা। আবার ভারতের ব্যাটিং শক্তি দেখে কিউয়িরাও তার সুযোগ নিতে চাইবে। তরুণ ভারতীয় ব্যাটিং লাইন আপকে চাপ দেবে। শেষ ভারত সফরে ওরা খুব ভাল খেলেছিল। কিন্তু ভেত্তোরি নেই বলে এ বার ভারতকে দু’বার আউট করা বেশ কঠিন হবে। আর ওরা যে ধরনের পিচে টেস্ট দুটো খেলবে, সেখানে বাউন্স থাকবে বলে ব্যাটিংয়ে সামান্য সুবিধে হবে। ভারতকে চাপে ফেলতে হলে প্রথম ইনিংসে ভাল ব্যাট করতে হবে। টস জিততে পারলে আরও ভাল, কারণ উপমহাদেশে চতুর্থ বা পঞ্চম দিনে ম্যাচ তাড়াতাড়ি বদলায়।

ফেডারেশনকে তোপ হাবিবের
ফেডারেশনকে তোপ দাগলেন প্রাক্তন তারকা ফুটবলার মহম্মদ হাবিব। তাঁর অভিমান, এআইএফএফ-এর হীরক জয়ন্তী অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও, কোনও খরচা দেওয়া হয়নি তাঁকে। মঙ্গলবার হায়দরাবাদ থেকে ফোনে তিনি বললেন, “আমি খুব অপমানিত হয়েছি। ফুটবলের অনুষ্ঠান অথচ ফুটবলারকেই সম্মান দিল না ফেডারেশন। একটা আমন্ত্রণপত্র পাঠিয়েই সব কর্তব্য শেষ করে দিয়েছে। দিল্লিতে থাকা-খাওয়ার ব্যবস্থা তো দূরের কথা, সামান্য যাতায়াতের খরচও পাঠাল না।” এমনিতে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য হাবিব। সেখানে হাবিবকে আমন্ত্রণ জানানো হলেও, আর এক সদস্য প্রদীপ চৌধুরিকে আমন্ত্রণই জানানো হয়নি। ভারতের প্রাক্তন জাতীয় ফুটবলার প্রদীপ বললেন, “গত দু’বছর ধরে এই কমিটির কোনও বৈঠক হয়নি। জানি-ই না এখনও কমিটিটা আছে কি না।” এক দিকে যখন এই অবস্থা, তখন অন্য দিকে ফিফার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে এআইএফএফ। মঙ্গলবার দিল্লিতে ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল জানিয়েছেন, ৫ সেপ্টেম্বর ভারতে আসছেন ফিফার মহাসচিব জেরোম ভালকে। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তখনই ফিফার সঙ্গে পাঁচ বছরের চুক্তি হবে ফেডারেশনের।

কোন্নগরে সাঁতার
ছবি: প্রকাশ পাল।
গত রবিবার কোন্নগর সুইমিং ক্লাবের উদ্যোগে সারা বাংলা সাঁতার প্রতিযোগিতা হয়ে গেল। চ্যাম্পিয়ন হয় দক্ষিণ ২৪ পরগনার তালদি স্যুইমিং ক্লাব। রানার্স কোন্নগর স্যুইমিং ক্লাব। উদ্যোক্তারা জানান, রাজ্যের বিভিন্ন জেলার ২৭টি ক্লাবের শ’চারেক প্রতিনিধি যোগ দেয়। এর আগে শনিবার আন্তঃক্লাব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। অতিথি হিসেবে ছিলেন ফুটবলার র‌্যান্টি মার্টিন্স। রবিবার সারা বাংলা সাঁতার প্রতিযোগিতার পাশাপাশি রাজ্যের আর্থিক সহায়তায় নির্মিত অত্যাধুনিক একটি মাল্টিজিমের উদ্বোধন করা হয় ওই স্যুইমিং ক্লাবে। উদ্বোধন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন অভিনেতা সোহম এবং সায়ন্তিকা। ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অনুপ ঘোষাল, কোন্নগরের পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় প্রমুখ।

মানিক স্মৃতি রাজ্য ফুটবল
মানিক স্মৃতি রাজ্য ফুটবলের সেমিফাইনালে উঠল বর্ধমানের সবুজ সঙ্ঘ ও বাগুইআঁটির নির্ভিক সঙ্ঘ। সবুজ সঙ্ঘ ২-০ গোলে হারায় হুগলির শ্যাওড়াফুলি ক্লাবকে। দু’টি গোল করেন সঙ্কেত রায়। নির্ভিক সঙ্ঘ ২-১ গোলে হারিয়ে দেয় নদিয়ার শান্তিপুর ন্যাশন্যাল ক্লাবকে। দলের হয়ে সৌমজিৎ বন্দ্যোপাধ্যায় দু’টি গোল করেন। ব্যবধান কমান তন্ময় পাল। ২৫ অগস্ট সেমিফাইনালে বর্ধমান জৌগ্রাম কোচিং সেন্টার খেলবে সবুজ সঙ্ঘের বিরুদ্ধে। পরের দিন নির্ভীক সঙ্ঘের বিরুদ্ধে মাঠে নামবে হুগলির রিষড়া স্পোর্টিং ক্লাব।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক গ্রুপে ভারত-পাক
২০১৩-এ চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ সংস্করণে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। ৬ জুন কার্ডিফে। আইসিসি-র ওয়ান ডে র্যাঙ্কিংয়ের প্রথম আট দল নিয়ে টুর্নামেন্ট। দু’টি গ্রুপে খেলা। পাকিস্তানও ভারতের সঙ্গে একই গ্রুপে। এই গ্রুপের (বি) অন্য দল ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপে গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই এজবাস্টনে, ১৫ জুন। ফাইনাল ২৩ জুন। এ দিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসেন। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ এবং টি-টোয়েন্টি ম্যাচের দলেও রাখা হয়নি তাঁকে।

পঙ্কজ রায়ের মূর্তি উদ্বোধনে চাঁদু বোড়ে
২৫ অগস্ট কুমোরটুলি পার্কে পঙ্কজ রায়ের মূর্তি উদ্বোধন উপলক্ষ্যে শহরে আসছেন তাঁর ক্রিকেটজীবনের বন্ধু চাঁদু বোড়ে। দু’জনে অনেক টেস্ট এক সঙ্গে খেলেছেন। আগামী শনিবার তাঁর হাতেই উন্মোচন হবে মূর্তির।

বুধবার কলকাতা প্রিমিয়ার লিগে
মহমেডান : পোর্ট ট্রাস্ট (যুবভারতী, ২-৪৫)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.