জাতীয় সড়কের কাছে ‘বাস বে’ বেহাল অবস্থায় পড়ে থাকায় সমস্যায় পড়েছেন দুর্গাপুরের ওল্ড কোটর্ এলাকার বাসিন্দারা। ভিড়িঙ্গি থেকে ওল্ড কোর্ট পর্যন্ত প্রায় ৫০০ মিটার টানা ‘বাস বে’ রাস্তাটি ধরেই তাঁরা জাতীয় সড়কের প্রধান রাস্তায় এসে পৌঁছন। কিন্তু রাস্তার ওই অংশ বেহাল হয়ে পড়ায় জাতীয় সড়কে উঠতে সমস্যায় পড়ছেন তাঁরা। রাস্তাটি একেবারে বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ। জাতীয় সড়কের প্রধান রাস্তার পাশে বিভিন্ন জায়গায় ‘বাস বে’ গড়া হয়েছে। মূলত যাত্রীবাহী বাসগুলি রাস্তার ওই অংশে দাঁড়িয়ে যাত্রী ওঠানো নামানো করে থাকে। এতে জাতীয় সড়কে যানজট এড়ানো যায়। দীর্ঘদিন ধরেই বাস দাঁড়ানোর জন্য বরাদ্দ ওই রাস্তাটি ব্যবহারের রেওয়াজ ছিল না। তবে আসানসোল-দুর্গাপুরে স্বাধীন ট্রাফিক ব্যবস্থা গড়ে ওঠার পরে ‘বাস বে’ ব্যবহার করা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি সংস্কার না হওয়ায় ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টি হলেই সেই খানাখন্দে জল জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। এলাকার বাসিন্দা শ্যামলী বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু বসুদের বক্তব্য, “জাতীয় সড়কের পাশে যে পাকা নর্দমা রয়েছে তা মজে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নর্দমার নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে।” আর এক বাসিন্দা বিপ্লব রায় বলেন, “গাড়ি নিয়ে তবু যাতায়াত করা যায়। কিন্তু মোটর বাইক নিয়ে যেতে ভয় করে।” দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। পুরসভার মেয়র অপূর্ব মুখোপাধ্যায় জানান, মূলত নর্দমার জল জমেই ওই রাস্তার পিচ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় সড়কের নর্দমা মেরামতের ব্যাপারে পুরসভার কিছু করণীয় নেই। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুরসভার পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আর্জি জানানো হবে।
|
জলাশয় থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে চিত্তরঞ্জন থানার চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জিএম কার্যালয়ের সামনের জলাশয় থেকে ওই দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতার নাম নেহা সিংহ (২৪)। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল ৬টা নাগাদ এলাকার বাসিন্দারা মৃতদেহটি জলাধারে ভাসতে দেখেন। চিত্তরঞ্জন রেল আবাসন এলাকার মতো একটি সংরক্ষিত অঞ্চলে জলাশয়ে মহিলার মৃতদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে চিত্তরঞ্জন থানার পুলিশ। জল থেকে তুলে দেহটি থানায় নিয়ে যাওয়া হয়। দুপুরের দিকে দেহটি শনাক্ত করেন মৃতার মা নীলিমাদেবী। তিনি এ দিন পুলিশের কাছে অভিযোগ করেন, স্থানীয় রাজু সিংহের সঙ্গে ৮ বছর আগে বিয়ে হয় নেহার। তার পর থেকে তাদের মধ্যে অশান্তি হত। তাঁর দাবি, নেহার শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে তাকে। পুলিশ জানায়, একটি খুনের মামলা রুজু করা হয়েছে। রাজুবাবু রেল আবাসন এলাকার ২৯ নম্বর রাস্তার একটি রেল আবাসনে ভাইয়ের সঙ্গে থাকেন বলে পুলিশ সূত্রে খবর।
|
টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল বেনাচিতিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বেনাচিতির নতুন পল্লির বাসিন্দা রবীন্দ্রনাথ কুণ্ডু একটি রাস্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৮৫ হাজার টাকা তুলে বাইরে বেরোতেই এক দুষ্কৃতী তাঁর হাতের ব্যাগটি ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ আসে। আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
এক ব্যক্তির স্কুটার ও অপর একজনের মোটরবাইক কেড়ে নেওয়ার পর নগদ টাকা ও সামগ্রী নিয়ে চম্পট দিল জনা কয়েক দুষ্কৃতী। সোমবার রাত আটটা নাগাদ ভালুকা শ্মশানের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম নগেন কালিন্দী ও দিলীপ বাউরি। বাড়ি স্থানীয় নবগ্রামে।
|
|
লাইন টপকে। বর্ধমান স্টেশনে এ ভাবেই মাল নিয়ে চলছে
ঝুঁকির
পারাপার। মঙ্গলবার ছবিটি তুলেছেন রোহন ইসলাম।
|
|
সংস্কার হয় না নর্দমা। নোংরা জল উপচে রাস্তায়।
দুর্গাপুরে ওল্ডকোর্ট এলাকায় তোলা নিজস্ব চিত্র। |
|