টুকরো খবর
ফের জঙ্গিপুর হাসপাতালে ভাঙচুর
দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সোমবার সকালে ফের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর চালাল এক দল বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাতেও একই ভাবে এক রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ ও ভাঙচুর করা হয় ওই হাসপাতালে। পুলিশ অবশ্য কোনও ঘটনাতেই এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার বিক্ষোভের শুরু বেলা সাড়ে ১০টা নাগাদ। এ দিন ঈদের নামাজ শেষে রঘুনাথগঞ্জ লাগোয়া আশপাশ এলাকায় ৩টি দুর্ঘটনা ঘটে। মহম্মদপুরে অটো-মোটরবাইকের সংঘর্ষে আহত হন দুজন। ফাদিনপুরে মোটরবাইকের সঙ্গে একটি সাইকেলের ধাক্কা লাগে। আহত হন তিন জন। অন্য দুর্ঘটনাটি ঘটে গোপালনগরে। দুটি মোটরবাইকের সংঘর্ষে আহত হন পাঁচ জন। প্রায় একই সময়ে ঘটে যাওয়া ৩টি দুর্ঘটনায় আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আহতেরা রক্তাক্ত অবস্থায় মাটিতেই পড়ে থাকলেও চিকিৎসা হচ্ছিল না বলে অভিযোগ। তা দেখেই আহতদের আত্মীয়-পরিজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসপাতালের সুপার শাশ্বত মণ্ডল অবশ্য চিকিৎসায় গাফিলতির কথা অস্বীকার করেন। তিনি বলেন, “জরুরি বিভাগে সেই সময় দুজন চিকিৎসক ছিলেন। কিন্তু এক সঙ্গে ১১ জন আহত রোগী হাসপাতালে আসায় তাঁদের চিকিৎসা শুরু করতে স্বাভাবিক ভাবেই কিছুটা সময় লাগে। এতেই বিক্ষোভ শুরু হয়।”

মেডিক্যালে ফল বিলি
যথাযোগ্য মর্যাদায় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মবার্ষিকী পালন করল মেদিনীপুর শহর কংগ্রেস। সোমবার দলের পক্ষ থেকে শহরের কলেজ মোড়ে রাজীব গাঁধীর মূর্তির মাল্যদান করা হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে রোগীদের ফল বিতরণ করেন দলীয় কর্মী-সমর্থকেরা। প্রায় সাড়ে তিনশো রোগীকে ফল দেওয়া হয়। ছিলেন শহর কংগ্রেস সভাপতি সৌমেন খান। শুধু মেদিনীপুর নয়, খড়্গপুর-সহ জেলার বিভিন্ন এলাকায় প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির ছিল। ঈদ ও রাজীব গাঁধীর জন্মজয়ন্তী উপলক্ষে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, (ইউনিফায়েড)-এর খড়গপুর মহকুমা হাসপাতাল শাখার পক্ষ থেকেও এ দিন হাসপাতালের ৩০০ জন রোগীকে ফল বিতরণ করা হয়। ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি-সহ দিলীপ সরখেল, অরুণ প্রতিহার ও দুর্লভ রায়।

স্বাস্থ্য শিবির
সোমবার খড়্গপুর স্টেশনে তিন দিন ব্যাপী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শিবির শেষ হল। সেন্ট জন অ্যাম্বুলেন্সের খড়্গপুর শাখা আয়োজিত এই শিবিরে কর্ণাটক থেকে আগত রেলযাত্রীদের প্রাথমিক চিকিৎসা করা হয়।

বিনামূল্যে চিকিৎসা
কেন্দ্র আ্যসিড হানায় আক্রান্তদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি-সহ যাবতীয় চিকিৎসা দেওয়ার ভাবনাচিন্তা করছে বলে জানান নারী ও শিশু উন্নয়নমন্ত্রী কৃষ্ণা তিরথ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.