|
|
|
|
দিনেদুপুরে কিশোরীকে কটূক্তি, মারধর |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
খাস বারাসত শহরে এত দিন দুষ্কৃতীদের দাপট চলছিল রাতে। এ বার তাদের দৌরাত্ম্য বারাসতের উপকণ্ঠে, এবং দিনেদুপুরেই।
উৎসবে পরবে বলে সোমবার দুপুরে নতুন চুড়িদার বানিয়ে বারাসত থানা এলাকার জগদিঘাটা-কাজিপাড়ায় বাড়ি ফিরছিল একটি কিশোরী। তখনই তাকে কটূক্তি করে এলাকার কিছু যুবক। প্রতিবাদ করায় ওই কিশোরীকে মারধর করে দুষ্কৃতীরা। তাকে টেনে পাশের একটি পাটখেতের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ। আহত কিশোরীটি এখন বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। ওই যুবকদের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও দায়ের করেছে কিশোরীটির পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও ধরা পড়েনি কেউ।
গত বছর ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র রাতে শহর বারাসতের অফিসপাড়ায় দুষ্কৃতীর হামলা থেকে দিদিকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাস। সেই ঘটনা নিয়ে বেশ কিছু দিন তোলপাড় চলে। তার পরে বারাসতে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে দাবি করে প্রশাসন। কিন্তু তার পরেও গত এপ্রিলে বারাসতে পঞ্চম শ্রেণির একটি ছাত্রীকে অপহরণ করে দুষ্কৃতীরা। জুলাইয়ে জেলা পরিষদ ভবনের কাছে টিউশন সেরে ফেরার পথে মদ্যপদের হাতে আক্রান্ত হয় এক কিশোরী। তার পরে সোমবার, ঈদের দিনে বারাসত থানা এলাকার মধ্যেই শহরের উপকণ্ঠে কিশোরী-নিগ্রহের ঘটনা প্রমাণ করে দিল, দুষ্কৃতীদের দৌরাত্ম্য ঠেকানোর ঢক্কানিনাদ কত অসার!
কী ঘটেছিল এ দিন?
পুলিশ জানায়, এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ স্থানীয় বাজার থেকে নতুন চুড়িদার বানিয়ে বাড়ি ফিরছিল কাজিপাড়ার সিঁথিবড়ার বাসিন্দা, বছর পনেরোর ওই কিশোরী। একটি ইটভাটার সামনে বসে ছিল পাঁচ-ছ’জন স্থানীয় যুবক। অভিযোগ, রাস্তায় কিশোরীকে একা দেখে কটূক্তি করে ওই যুবকেরা। কিশোরীটি প্রতিবাদ করতেই ওই যুবকেরা তাকে মারধর করে।
কিশোরীটির চিৎকার শুনে দু’-এক জন পথচলতি মানুষ ছুটে এলে ওই যুবকেরা তাঁদেরও তাড়া করে। আরও লোকজন জড়ো হয়ে যাওয়ায় দুষ্কৃতীরা পালায়। আহত কিশোরীকে বারাসত হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হয়। বারাসত থানায় অভিযোগ জানান পরিবারের লোকেরা। হাসপাতাল সূত্রের খবর, কিশোরীর মাথায়, বুকে, পিঠে আঘাত লেগেছে। তার বাবা বলেন, “মেয়ে পড়াশোনা ছেড়ে বাড়িতেই থাকত। চুড়িদার নিয়ে বাড়ি ফেরার পথেই এই ঘটনা। নেশাগ্রস্ত অবস্থায় ছেলেগুলি শুধু মারধরই নয়, অসভ্যতাও করেছে। এর শাস্তি চাই।” |
|
|
|
|
|