সাইকেল চুরির অভিযোগে সিপিএমের এক পঞ্চায়েত সদস্য-সহ মোট দু’জনকে গ্রেফতার করেছে তেহট্ট থানার পুলিশ। ধৃত শুকুরুল্লা সেখ ও বানু সাহা তেহট্টের বারুইপাড়া ও পলশুন্ডা এলাকার বাসিন্দা। সোমবার সকালে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে শুকুরুল্লা সেখ পলশুন্ডা ১ গ্রাম পঞ্চায়েতের সিপিএমের সদস্য। দিন কয়েক আগে পলশুন্ডা হাই স্কুল থেকে এক ছাত্রের একটি সাইকেল চুরি যায়। সোমবার বানু সাহার কাছে সেই সাইকেলটি দেখতে পেয়ে গ্রামের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর বানু জানায় যে সে সাইকেলটি পঞ্চায়েত সদস্য শুকুরুল্লার কাছ থেকে কিনেছে। এরপর শুকুরুল্লাকে ডেকে এনে সাইকেল চুরির অভিযোগে মারধর করা হয় বলেও অভিযোগ।
|
রবিবারের মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল আরও একজনের। পুলিশ জানিয়েছে মৃত অম্বরীশ চক্রবর্তী (২২) পলাশির বাসিন্দা। রবিবার নদিয়ার কালীগঞ্জ-পলাশি রাজ্য সড়কে মোটরবাইক দুর্ঘটনায় শুভেন্দু পাণ্ডে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। মোটরবাইকের রেশারেশির ফলেই এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে খবর। এখনও আর এক ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মোটর সাইকেলের দৌরাত্মে উদ্বিগ্ন নদিয়ার কালীগঞ্জ-সব বিস্তীর্ণ এলাকার মানুষ। এ প্রসঙ্গে পলাশির মীরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত মণ্ডল বলেন, “ঘটনাটি খুবই দুঃখের। নতুন প্রজন্মের এটা একটা বড় সমস্যা। বয়ঃসন্ধির চঞ্চল স্বভাব নিয়ন্ত্রণে আনাও কষ্টসাধ্য। এ ক্ষেত্রে প্রচার, সচেতনতা বাড়াতে হবে। আমরা স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করব। প্রশাসনের সহায়তা পেলে এই ঘটনা নিয়ন্ত্রণ করা সহজ হবে।”
|
কৃষ্ণনগরের জেলা সংশোধনাগারে সোমবার অস্বাভাবিক মৃত্যু হ’ল বিচারাধীন এক বন্দীর। নাম দেবজ্যোতি দত্ত (৫০)। বাড়ি কোতয়ালির গোবরাপোতায়। সংশোধনাগার কর্তৃপক্ষের দাবি, দেবজ্যোতিবাবু প্রথম থেকেই অসুস্থ ছিলেন। তাঁর মানসিক সমস্যাও ছিল। এ দিন বিকেলে তিনি সংশোধনাগারের ভিতরে সিমেন্টের চাতালে পড়ে যান। যদিও নদিয়ার অতিরিক্ত জেলাশাসক অরবিন্দ ঘোষ বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট না পেলে মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।’’
|
চাকদহের অটলবিহারী বিদ্যাপীঠের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। ৬টি আসনের প্রত্যেকটিতেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। অন্যদিকে রানাঘাটের হবিবপুর সমবায় সমিতির নির্বাচনেও জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।
|
শ্বশুরবাড়িতে অস্বাভাবিক মৃত্যু হল গোলাপি বিবির (২৮)। বাড়ি বীরভূমের তাঁতুরায়। সেখানেই শ্বশুরবাড়ি। রবিবার বিকেলে কীটনাশক খান তিনি। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। সোমবার মারা যান তিনি।
|
রবিবার রাতে সিপিএমের এক গ্রাম পঞ্চায়েত সদস্যা ও তার ভাড়াটিয়ার ঘরে হানা দিয়ে বিদেশি মুদ্রা-সহ নগদ টাকা ও সোনার গয়না লুঠ করে বাড়ির সবাইকে ঘরে আটকে রেখে চম্পট দিল একদল দুষ্কৃতী। |