তিন বছরের এক বালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল বছর ষোলোর এক কিশোরের বিরুদ্ধে। খড়্গপুর লোকাল থানা এলাকার ঘটনা। সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই বালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতারও করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে। বালিকার যেখানে বাড়ি, তারই অদূরে অভিযুক্ত কিশোরের জামাইবাবুর বাড়ি। প্রায় এক মাস ধরে সে এখানে রয়েছে। নিজের বাড়ি হাওড়ার বাগনানে। রবিবার বিকেলে বালিকাটি মাঠে খেলতে গিয়েছিল। তখনই ওই কিশোর তাকে ডেকে এনে ধর্ষণ করে বলে অভিযোগ। সোমবার ওই বালিকার পরিবারের পক্ষ থেকে খড়্গপুর লোকাল থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এরপরই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়। আজ, মঙ্গলবার তাকে জুভেনাইল কোর্টে হাজির করা হবে।
|
রবিবার খড়্গপুর গোলবাজারে রবীন্দ্র প্রেক্ষাগৃহে হল ‘দক্ষিণ পূর্ব রেলওয়ে মেন্স কংগ্রেসে’র কার্যকরী সমিতির সভা। সুন্দরীমোহন মুখোপাধ্যায়ের সভাপতিত্বে রেলকর্মীদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়, ১১টি প্রস্তাব গৃহীত হয়। সভা পরিচালনা করেন কেএস মূর্তি এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন দামোদর রাও। সভায় টাটা, রাঁচি, গার্ডেনরিচ, খড়্গপুর-সহ দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন এলাকার ৮০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
|
ডেবরার বিক্রমপুর হাইস্কুলের পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। দীর্ঘদিন ধরে এই স্কুলের পরিচালন কমিটি সিপিএমের নিয়ন্ত্রণে ছিল। রবিবার অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। বাম-সহ বিরোধী দলগুলির মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র না তোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।
|
নারায়ণগড়ের রামপুরায় এক ‘ওয়াটার প্যাকেজিং প্রোজেক্টে’র উদ্বোধন হল সোমবার। উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। মন্ত্রীর দাবি, “রাজ্যে শিল্পের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। প্রচুর বিনিয়োগ আসছে। আমরা চাই, কৃষির পাশাপাশি শিল্পেও বিপ্লব ঘটুক।” |