টুকরো খবর
মহিলা প্রাণিমিত্র নিয়োগ হবে, বললেন মন্ত্রী
রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে হাঁস, মুরগি, ছাগল, শুয়োর-প্রভৃতি প্রাণি পালকদের সাহায্যের জন্য দু’জন করে মহিলা প্রাণিমিত্র নিয়োগের পরিকল্পনা নিয়েছে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ উন্নয়ন দফতর। সোমবার নিজের গ্রাম মাড়গ্রামে এসে ঈদের নমাজ শেষে এ কথা বলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ ও উন্নয়ন দফতরের মন্ত্রী নুরে আলম চৌধুরী। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “পশু পালনের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রাণী পালকদের সাহায্যের জন্য মহিলা প্রাণিমিত্র নিয়োগ করা হলে হাঁস-মুরগি, ছাগল, শুয়োর ইত্যাদি প্রাণিদের প্রতিষেধক প্রয়োগে এবং তাদের সেবার ক্ষেত্রে সুবিধা হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। আশা করি খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়া যাবে।” তিনি জানান, নিয়োগের ক্ষেত্রে মহকুমাশাসকদেরকে নিয়োগ কমিটির চেয়ারম্যান করা হবে। ওই কমিটিতে প্রাণিসম্পদ বিকাশ দফতরের তিনজন করে আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষকে রাখা হবে। মহিলাদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে। মন্ত্রী বলেন, “এ বছর রাজ্যে ৩৪ লক্ষ উন্নত প্রজাতির মুরগি ছানা প্রাণী পালকদের মধ্যে বিলি করা হয়েছে। তার মধ্যে বীরভূমে প্রায় ১৪ লক্ষ ছানা বিলি করা হয়েছে। রাজ্যে ২৭টি খামার থেকে মুরগিছানা উৎপাদন না হওয়ার জন্য লক্ষ্যমাত্রা পূরণে অসুবিধা হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন।

হাতির হানায় ক্ষতি ঝালদায়
ঝাড়খণ্ড সীমানার সুবর্ণরেখা নদীতে জল বাড়ায় এ পারে ঢুকে পড়া একটি হাতির দল আটকে পড়েছে ঝালদা এলাকায়। নিজেদের এলাকায় ফিরতে না পারায় ঝালদা ১ ব্লকের সীমানা লাগোয়া কয়েকটি গ্রামে উৎপাত শুরু করেছে ওই দলটি। বন দফতর ও স্থানীয় সূত্রের খবর, গত শুক্রবার রাতে ঝাড়খণ্ডের হাজারিবাগ এলাকা থেকে সুবর্ণরেখা পেরিয়ে ১৩টি হাতির এই দল দুয়ারসিনি জঙ্গলে ঢুকে পড়ে। শনিবার এই এলাকায় কাটিয়ে রবিবার গোটা দলটিই ইলু গ্রামের উপ-স্বাস্থ্যকেন্দ্রের কাছাকাছি চলে আসে। রবিবার রাতেই দলটি নওয়াডি পঞ্চায়েত এলাকার রামদাঁড়ি ও পাপড়াহুড়ুম গ্রামে ঢুকে পড়ে। এলাকার বাসিন্দা তথা ঝালদা ১ পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য বাহাদুর মাহাতো বলেন, “আমাদের এলাকায় ঢুকে রাতভর সব্জির খেত ও ধান তছনছ করেছে হাতিরা।” ইলুর বাসিন্দা পার্থ কুইরি, দীনেশ কুইরিরা জানিয়েছেন, তাঁদের অনেক ভুট্টাও নষ্ট হয়েছে হাতির হানায়। দলটিতে একটি দাঁতাল ও দুটি শাবক রয়েছে। বনকর্মীরা দলটিকে ফের সুবর্ণরেখা পার করে ওপারে খেদিয়ে দেবার চেষ্টা করলেও দলপতি দাঁতালটির নেতৃত্বে দলটি সোমবার ভোরে হেঁসলা পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছে। ঝালদার বনাধিকারিক মানিকচন্দ্র রায় বলেন, “নদীতে জল বেশি থাকায় ওপারে পাঠানো যায়নি। ফের ওরা এদিকেই ফিরে এসেছে।” লোকালয় থেকে খানিকটা দূরে হেঁসলা পাহাড়ে দলটি আশ্রয় নেওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে বনকর্মীরা। পুরুলিয়ার ডিএফও অজয়কুমার দাস বলেন, “ক্ষতিগ্রস্তদের বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে।”

হাতির হানায় ফসল নষ্ট গোয়ালতোড়ে
দলমা থেকে আসা হাতির দল বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতি করছে। এ বার সব মিলিয়ে ৩টি দল পশ্চিম মেদিনীপুরে ঢুকেছে বলে বন দফতর সূত্রে খবর। এই ৩টি দলে ৭০-৭৫টি হাতি রয়েছে। গোয়ালতোড়ের কদমডিহা, বড়শোল, পোড়াডিহা, নয়াবসত-সহ গড়বেতার কিছু এলাকায় হাতির হানায় ফসল নষ্ট হয়েছে। কোথায় কত ফসলের ক্ষতি হয়েছে, তার রিপোর্ট সংগ্রহ করা শুরু করেছে বন দফতর। বৃষ্টির অভাবে অনেক জায়গায় সবেমাত্র ধান রোয়ার কাজ শুরু হয়েছে। দলমা থেকে আসা হাতির দল তা মাড়িয়ে চলে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন চাষিরা।

ফের গন্ডার হত
জাতীয় উদ্যানে ফের গন্ডার মারল শিকারিরা। আজ কাজিরাঙার অগরাতলি রেঞ্জে, আরিকাটি বন শিবিরের কাছ থেকে একটি পুরুষ গন্ডারের দেহ উদ্ধার করা হয়। তার দেহে গুলির চিহ্ন ছিল। খড়্গটি শিকারিরা কেটে নিয়ে গিয়েছে।

সর্পদষ্ট হয়ে মৃত্যু
রবিবার আরামবাগের আলমা গ্রামে সর্পদষ্ট হয়ে মৃত্যু হল চিন্তা ঘোষ (৪৫) নামে এক মহিলার।

সাপ পেঁচিয়ে ‘খুন’
‘বশীকরণ’ শেখানোর নাম করে গলায় সাপ পেঁচিয়ে এক ওষুধ ব্যবসায়ীকে খুনের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ইসলামপুরের ঘটনা।

খুশির ঈদ
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পতিরামে বৃক্ষ রোপণের মাধ্যমে খুশির ঈদ পালিত হল। এলাকার লক্ষ্মীপুর, বোল্লা, তপন, কুমারগঞ্জ-সহ জেলা জুড়ে সাড়ম্বরে ঈদের নমাজ পাঠের অনুষ্ঠান হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.