টুকরো খবর
দেশ জুড়ে কাল থেকে দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
দেশ জুড়ে টানা দু’দিন ধর্মঘট ডাকলেন ব্যাঙ্ককর্মীরা। ফলে আগামী কাল বুধবার ও বৃহস্পতিবার ব্যাঙ্কের কাজকর্ম সম্পূর্ণ বন্ধ থাকবে। ব্যাঙ্কিং ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে যে বিল আনা হচ্ছে, মূলত তার প্রতিবাদেই ওই ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইউ এফ বি ইউ)-এর অন্তর্গত ৯টি ইউনিয়ন। বুধবারই ‘ব্যাকিং লজ অ্যামেন্ডমেন্ট বিল, ২০১১’ সংসদে পেশ হওয়ার কথা। ইউএফবিইউ-র অন্যতম নেতা এবং এআইবিইএ-র সভাপতি রাজেন নাগরের অভিযোগ, “বিল সংসদে পাশ হলে ব্যাঙ্কিং ক্ষেত্রে বেসরকারি পুঁজির প্রভাব বাড়বে। ব্যাঙ্কিং শিল্পে সাধারণ মানুষের ৬৩ লক্ষ কোটি টাকা জমা রয়েছে। তার উপর বেসরকারি দখল বাড়ানোর উদ্যোগের বিরুদ্ধেই প্রতিবাদ।” কী ভাবে বাড়বে ব্যাঙ্কিং শিল্পে বেসরকারি দখল? বিল পাশ হলে বেসরকারি ব্যাঙ্কের শেয়ারহোল্ডারদের ভোটদানের অধিকার বাড়বে। ব্যাঙ্ক পরিচালনায় বাড়বে তাদের ক্ষমতাও। বর্তমানে যার যত শতাংশ শেয়ারই থাক, ১০ শতাংশের বেশি ভোট দেওয়ার অধিকার কারও নেই। অর্থাৎ কোনও শেয়ারহোল্ডারের হাতে একটি ব্যাঙ্কের ৫০% শেয়ার থাকলেও তিনি ১০ শতাংশের বেশি ভোট দিতে পারেন না। প্রস্তাবিত বিলে ওই সীমা ২৬% করার প্রস্তাব থাকছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্ষেত্রে প্রস্তাব হল তা ১% থেকে বাড়িয়ে ১০% করা। দেশে ২১টি বেসরকারি ব্যাঙ্ক আছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ২৬টি। রাজেনবাবু জানান, বেসরকারি ব্যাঙ্কে মোট আমানত ১১ লক্ষ কোটি টাকা। শেয়ার মূলধন ৪,৫৪৯ কোটি টাকা।

দ্রুততম কেবল এশিয়ায়
সমুদ্রের তলা দিয়ে তথ্য পাঠানোর জন্য দ্রুততম কেবল ব্যবস্থা চালু হল এশিয়ায়। জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপিন্সকে এক সুতোয় বেঁধেছে ৭,৮০০ কিমি লম্বা এই কেবল। বিভিন্ন দেশে আর্থিক লেনদেন চালাতেও এটি ব্যবহার করা যাবে। অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি এই সাবমেরিন কেবল এক্সপ্রেস-এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ৪০ জিবি তথ্য পাঠানো যাবে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য যেতে সময় লাগবে সেকেন্ডের হাজার ভাগের ৬৫ ভাগ। বর্তমান ব্যবস্থার থেকে তা সেকেন্ডের হাজার ভাগের ৩ ভাগ বেশি দ্রুতগতিসম্পন্ন।

ব্যাঙ্ক ধর্মঘটের প্রচার
ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে ২২-২৩ অগস্টের দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের দার্জিলিং জেলা কমিটিও প্রচারে নামল। সংগঠনের দার্জিলিং জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ভোগনারায়ণ রায় এবং লক্ষ্মী মাহাতো বলেন, “ব্যাঙ্কিং আইন (সংশোধনী) ২০১১ প্রত্যাহার, ঠিকা শ্রমিক নিয়োগ প্রথা রদের দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে।”

নতুন গয়না বিপণি
গড়িয়াহাটে দশ হাজার বর্গফুটেরও বেশি জায়গা জুড়ে আজ চারতলা নয়া বিপণি খুলছে এমপি জুয়েলার্স। সংস্থার দাবি, এটি পূর্ব ভারতে বৃহত্তম। প্রথম তিন দিন ছাড় পাবেন ক্রেতারা।

শীর্ষে অ্যাপল
সর্বকালে বিশ্বের সব চেয়ে দামি সংস্থার তকমা পেল অ্যাপল। শেয়ার বাজারে সংস্থার মোট মূল্য দাঁড়িয়েছে ৬২ হাজার ৩০০ কোটি ডলার। আগে এই তকমা ছিল মাইক্রোসফ্টের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.