টুকরো খবর
‘ঈদক্রীড়ায়’ মাতলেন জেলাবাসী
ঈদ উপলক্ষে ক্রীড়া রিকশা দৌড়। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।
গত বছর নানা করাণে জেলায় সর্বজনীন ‘ঈদক্রীড়া’ প্রতিযোগিতা বন্ধ ছিল। ফের সোমবার তা শুরু হল সিউড়ির ঈদগাহ ময়দানে। এ বার ওই প্রতিযোগিতা ১০১ বছরে পড়ল। প্রথম দিকে ছোট আকারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও রামপুরহাট, বোলপুর প্রভৃতি জায়গা থেকে প্রতিযোগীরা আসতেন। পরের বছরগুলিতে প্রতিযোগিতা আকারে বড় হয়েছে। তবে বহিরাগত প্রতিযোগীরা আর আসেন না। প্রতিযোগিতা এখন আর মুসলিম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। হিন্দু মহিলা এবং পুরুষরাও ওই প্রতিযোগিতায় যোগ দেন। ওই প্রতিযোগিতার প্রথম উদ্যোক্তা ছিলেন জলিল মিঞা। তিনি প্রয়াত হওয়ার পরে হাল ধরেন হাজি আব্দুর রেজ্জাক। তাঁর প্রয়াণের পর দায়িত্ব নেন সৈয়দ আশরাফ হোসেন। তাঁর বয়স এখন ৮৩ বছর। ফলে গত কয়েক বছর ধরে ওই প্রতিযোগিতা সামলাচ্ছেন সিউড়ির শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের শিক্ষক ফজলে রফিক এবং তাঁর ভাই ফজলে রেজা। এ বছর ফজলে রফিকের সঙ্গে যুগ্ম সম্পাদক হয়েছেন ক্রীড়াবিদ মরিয়ম খাতুন। ওঁরা সবাই সিউড়ি সোনাতোড় পাড়ার বাসিন্দা। পাড়াটি মূলত মুসলিম অধ্যুষিত হলেও গত বছর মহরমের চাঁদার টাকা বাঁচিয়ে কাউন্সিলর ইয়াসিন আখতার, সামসুল মুন্নারা যে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন সেখানে সাত জন মহিলা রক্তদান করেছেন। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় ১৯টি বিভাগ ছিল। প্রতিযোগিতায় সব বয়সের শতাধিক মানুষ যোগ দিয়েছিলেন। যাত মধ্যে মহিলার সংখ্যাই ছিল বেশি। নাকিরা খাতুন, সৈয়দ সুরাইয়াদের পাশাপাশি স্কুলপড়ুয়া টুম্পা দাস, নিশি কাহারদের মতো অনেকেই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। সবাই যে সাফল্য পেয়েছে তা নয়, প্রতিযোগিতায় যোগ দিতে পেরে খুশি সকলেই।

স্কুল নির্বাচনে জিতল সিপিএম
দুবরাজপুরের মেটেলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে নিজের ক্ষমতা ধরে রাখলো সিপিএম। রবিবার হওয়া নির্বাচনে ওই বিদ্যালয়ের ৬টি আসনের মধ্যে ৪টি অসন সিপিএম সমর্থিত প্রার্থীরা পান। তৃণমূল পেয়েছে ২টি আসন। ত্রিমুখী লড়াইয়ে থাকা বিজেপি সমর্থিত প্রার্থীরা একটিও আসন পাননি। তৃণমূলের দখলে থাকা গোহালিয়াড়া পঞ্চায়েত এলাকার ওই স্কুলে শুধু নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারাই নয় গত বারের থেকে একটি আসন বেশি পাওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত সিপিএম। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অরুণ মিত্র বলেন, “তৃণমূলের মোহ কাটিয়ে আস্তে আস্তে মানুষ যে আমাদের দিকে ঝুঁকছেন সেটা ফলই বলবে। তবে আত্মতুষ্ট না হয়ে বেশি করে মানুষের পাশে দাঁড়াতে হবে।” অন্য দিকে তৃণমূল নেতা শৈলেন মাহাতার দাবি, “বিজেপির ভোট কাটাকাটিতে ফায়দা পেয়েছে সিপিএম।”

গাড়ির ধাক্কায় মৃত্যু
একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। চার জন জখম হয়েছেন। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে দুবরাজপুর থানা এলাকার নিরাময় যক্ষ্মা হাসপাতালের কাছে পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম শেখ সেলিম (২১)। বাড়ি ইলামবাজারের সালকা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুর বাজার থেকে দুই সঙ্গীকে নিয়ে বাইকে করে বাড়ি যাওয়ার সময়ে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেলিমের। তাঁর দুই সঙ্গী ও গাড়ির দুই যাত্রীকে দুবরাজপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে পুলিশ আটক করেছে।

আত্মহত্যার চেষ্টা
কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক দম্পতি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রামপুরহাট স্টেশনে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত পৌনে ৮টা নাগাদ ওই দম্পতিকে ১ নম্বর প্লাটফর্ম থেকে উদ্ধার করা হয়। তাঁদের প্রথমে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.