অ্যাসাঞ্জকে সমর্থন নিয়ে দ্বিধা লন্ডনে |
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সমর্থন নিয়ে এখন দ্বিধায় ‘লন্ডন দখল’ (অকুপাই লন্ডন) অভিযানের সমর্থকেরা। কাল লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের বারান্দায় দেখা গিয়েছিল অ্যাসাঞ্জকে। আমেরিকার সমালোচনা করে ফিরে যান ইকুয়েডর দূতাবাসের অন্দরে। সে সময় বাইরে ভিড় করে ছিলেন অ্যাসাঞ্জ-সমর্থকরা। তার মধ্যেই মিশে ছিলেন ‘লন্ডন দখল’ অভিযানের সমর্থকেরাও। কিন্তু এই ঘটনার পরই অ্যাসাঞ্জকে সমর্থন করা নিয়ে ‘লন্ডন দখল’ অভিযানের সমর্থনকারীদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ে। ‘অকুপাই লন্ডন’-এর তরফে একটি টুইটে লেখা হয়েছে, “অ্যাসাঞ্জকে সমর্থন করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। কেউ কেউ চাইছেন সুইডেনের হাতে তাঁকে তুলে দেওয়া হোক। অনেকে বিরোধিতাও করছেন।” তবে, অ্যাসাঞ্জের সমর্থনে ‘অকুপাই লন্ডন’-এর যে সমর্থকেরা কাল ইকুয়েডর দূতাবাসের বাইরে জড়ো হয়েছিলেন, তাঁদের অনেকেই এতে আশাহত।
|
ক্লুনি মিষ্টি, বললেন মিশেল |
তিনি হতে পারেন হলিউডের বড় অভিনেতা। হতে পারেন তাঁর স্বামীর ভাল বন্ধু। কিন্তু তাঁর কাছে জর্জ ক্লুনি ভীষণ ‘মিষ্টি’ অকপটে বললেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। একটি সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মিশেল দু’জনেই ক্লুনি সম্পর্কে নানা কথা জানিয়েছেন। ওবামা যখন সেনেটে ছিলেন, সেই সময় সুদানে কাজ করতে গিয়ে ক্লুনির সঙ্গে তাঁর আলাপ। ওবামার কথায়, “দারফুর এবং সুদানের মানুষ দীর্ঘকাল শোষিত হয়েছে। তাদের সমর্থনে ক্লুনি বরাবর সরব। তিনি ওখানে গিয়েছেন। তথ্যচিত্রও করেছেন। বিষয়টা ভাল জানেন। আমার সঙ্গে সেই সময় থেকেই আলাপ।” ওবামার মতে, ক্লুনি অসম্ভব ভাল মানুষ এবং ভাল বন্ধু। কিন্তু তাঁর স্ত্রী ক্লুনিকে নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে কী প্রতিক্রিয়া ওবামার? হাসত হাসতেই বলছেন, “মিশেলের দুঃখের শেষ নেই। জর্জ যখনই কোনও অনুষ্ঠান বা কিছু আয়োজন করে, মিশেলের অন্য কোনও কাজ থাকে বলে ও যেতে পারে না!” একই সঙ্গে প্রেসিডেন্ট জানালেন, শুধু মিশেল নয়, যখনই জর্জ ক্লুনি তাঁর সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে আসেন, সেখানকার কর্মীরা ক্লুনিকে দেখার জন্য ওবামার কাছে চলে আসেন মেমো নিয়ে, যেন সেটা তখনই দেখাতে হবে।
|
চিনা রাজনীতিকের স্ত্রীর মৃত্যুদণ্ড রদ |
চিনা রাজনীতিক বো জিলাইয়ের স্ত্রী গু কাইলাইয়ের শাস্তি কিছুটা শিথিল করল হেফেইয়ের এক আদালত। এক ব্রিটিশ ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত গু। ৯ অগস্ট ৫৪ বছর বয়সী গু-কে এই অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। আজ আদালত তা স্থগিত করে জানায়, আপাতত দু’বছর জেলে পর্যবেক্ষণে রাখা হবে বো-কে। তাঁর ব্যবহার সন্তোষজনক থাকলে দু’বছর পর মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে তাঁকে। বো-পত্নীর এই কাণ্ডের জেরে জোর বিতর্ক তৈরি হয়েছে চিনের কমিউনিস্ট পার্টিতে (সিপিসি)। দল থেকে বহিষ্কৃত হয়েছেন বো। তাঁর বিরুদ্ধে স্ত্রীকে আড়াল করার অভিযোগ রয়েছে। এর জন্য তাঁর বিরুদ্ধে দলীয় স্তরে তদন্তও হচ্ছে। এ বছরই অবসর নিচ্ছেন হু জিনতাও-সহ দলের একাধিক শীর্ষনেতা। তার পর দলে শীর্ষ পদের অন্যতম দাবিদার বো। এই ঘটনায় তা বিশ বাঁও জলে।
|
দীর্ঘ ৫০ বছর ধরে সংবাদমাধ্যমের উপর যে নিষেধাজ্ঞা ছিল, অবশেষে তা তুলে নিল মায়ানমার সরকার। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।
|
মোবাইলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হতে পারে সেই আশঙ্কায় লাহৌর ও করাচি-সহ পাকিস্তানের চারটি শহরে কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল মোবাইল পরিষেবা।
|
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটারের মাধ্যমে দ্রুত বার্তা ছড়িয়ে দিয়ে অপহৃত এক মাসের এক শিশুকন্যাকে সাত ঘণ্টার মধ্যে খুঁজে বের করল দুবাই পুলিশ।
|
কাঠমান্ডুর কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ভারতীয়-সহ ছ’জনের। মৃত ভারতীয়ের নাম লালজি পাসোয়ান। তাঁর বাড়ি বিহারে।
|
মানসিক রোগে আক্রান্ত কিশোরীকে ধর্মদ্রোহের দায়ে গ্রেফতার করল পাক পুলিশ। বিষয়টি নিয়ে হইচইয়ের পরে ঘটনার পুরো রিপোর্ট চেয়েছেন পাক প্রেসিডেন্ট।
|
ভেনিজুয়েলার সংশোধনাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল ২১ জনের। অবস্থা এখন নিয়ন্ত্রণে। |