টুকরো খবর
তৃণমূল কর্মীকে মার, অভিযুক্ত সিপিএম
এক তৃণমূল কর্মীকে মারধর ও পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ স্কুল পাড়ার ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। তৃণমূল নেতা বাসুদেব গোস্বামী অভিযোগ করেন, সোমবার সকালে ট্যাক্সি স্ট্যান্ডে দলীয় কার্যালয়ে গিয়ে তাঁরা দেখেন, তাঁদের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তাঁরা মিছিল করেন। সে সময়ে সিপিএমের জনা কয়েক কর্মীর সঙ্গে বচসা বাধে। পরে তা মিটেও যায়। এর পরে বাড়ি ফেরার সময়ে তৃণমূল কর্মী, হালদারবাঁধের বাসিন্দা মৃদুল কেওড়াকে রাস্তায় একা পেয়ে এলাকার কয়েক জন সিপিএম কর্মী ব্যপক মারধর করে বলে অভিযোগ। মৃদুলবাবুকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানোর পরে রানিগঞ্জ থানায় নিয়ে যান তৃণমূল নেতা-কর্মীরা। সেখানে তিনি একটি অভিযোগ দায়ের করেন। রানিগঞ্জের তৃণমূল বিধায়ক সোহরাব আলির দাবি, “পঞ্চায়েত ভোটের আগে সিপিএম নানা ভাবে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। এ সব করে যে ভোটে জেতা সম্ভব নয়, সেই সত্য ওরা মানতে পারছে না।” সিপিএমের রানিগঞ্জ জোনাল সম্পাদক রুনু দত্ত পাল্টা দাবি করেন, এ সব তাঁদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার। তাঁর কথায়, “সরকারে আসার এক বছর পরেই রানিগঞ্জে তৃণমূলের পায়ের তলার মাটি অনেকখানি আলগা হয়ে গিয়েছে। তাই সহানুভূতি আদায়ের জন্য এ সব করে এখন ওরা আমাদের দোষারোপ করছে।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

জামুড়িয়ায় জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেতা
এক চাষির জমি দখল করে রাস্তা তৈরির চেষ্টার অভিযোগ উঠল জামুড়িয়া ১ ব্লক তৃণমূল সভাপতি পূর্ণশশী রায়ের বিরুদ্ধে। জামুড়িয়ার নন্ডি গ্রামের বাসিন্দা দয়াময় খাঁ জামুড়িয়া থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। দয়াময়বাবু অভিযোগ করেন, তাঁদের পরিবার এক একর সত্তর শতক জমিতে চাষাবাদ করেন। চলতি মরসুমে তাঁরা কলাইয়ের বীজ রোপণ করেছিলেন। ১৬ অগস্ট পূর্ণশশীবাবু এক দল লোক নিয়ে গিয়ে তাঁর জমির উপরে ১৫ ফুট চওড়া রাস্তা তৈরি করেন ও সমস্ত জমি কোদাল দিয়ে কুপিয়ে ফিরে যান বলে তাঁর অভিযোগ। দয়াময়বাবুর দাবি, “১৭ অগস্ট কলকাতায় আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে জানাই, একটি অবৈধ ইটভাটার জন্য রাস্তা তৈরি করতে চইছেন পূর্ণশশীবাবুরা। ইতিমধ্যেই জোর করে গরুর গাড়িতে অবৈধ কয়লা চাপিয়ে আমার জমির উপর দিয়ে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। আইনমন্ত্রী জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করতে বলেন। ১৮ অগস্ট সন্ধ্যায় আমি থানায় অভিযোগ করেছি।” পূণর্শশীবাবু অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, “স্থানীয় বাসিন্দারা কিছু করে থাকতে পারেন। এ ব্যাপারে আমার কিছু জানা নেই।” পুলিশ জানায়, বিএলএলআরও-এর কাছ থেকে ওই জমি সংক্রান্ত পুরো বিষয়টি জানতে চাওয়া হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হবে।

শিল্পাঞ্চল জুড়ে খুশির ঈদ
শিল্পাঞ্চল জুড়ে খুশির ঈদ পালিত হল সোমবার। আসানসোলের কারবালায় এ দিন সকাল থেকেই প্রচুর মানুষের সমাগম হয়। বিভিন্ন মসজিদে নমাজ পাঠে যোগ দেন মানুষজন। কুলটির ডিভিসি মোড় এলাকায় কয়েক হাজার মানুষের সমাগম হয়। ডিসেরগড়, রূপনারায়ণপুর এলাকাতেও ঈদ উপলক্ষে উৎসবে মাতেন বাসিন্দারা। কুলটির নিয়ামতপুরের জি টি রোড সংলগ্ন এলাকায় ছোট মেলাও বসে। বার্নপুরের জামা মসজিদ সকাল থেকেই ছিল উৎসব মুখর।উৎসাহের খামতি ছিল না দুর্গাপুর শিল্পাঞ্চলেও। নঈমনগর, সগড়ভাঙা, খয়রাশোল সংলগ্ন এলাকা, আমরাই, বেনাচিতি, নেহরু স্টেডিয়াম, দুর্গাপুর বাজার ইত্যাদি এলাকায় ঈদের নমাজে মিলিত হন বহু মানুষ। উৎসবের আগের দিন বিভিন্ন বাজারে ভিড় ছিল দেখার মতো। এ দিনও বিভিন্ন বাজারে জিনিসপত্র কিনতে দেখা গিয়েছে অনেককে। কাঁকসার দানবাবার মাজার, মোল্লাপাড়া, শেখপাড়া, পানাগড়ের পাঠনপাড়া, পানাগড় বাজার ইত্যদি এলাকাতেও উৎসব হয়।

পুকুরে ছাত্রের দেহ, অশান্তি
২৪ ঘণ্টা আগে নিখোঁজ হওয়া চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হল পুকুরে। সোমবার বিকেলে কুলটি থানার কেন্দুয়া বাজার এলাকার ঘটনা। মৃতদেহ উদ্ধারের পরে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ওই ছাত্রকে খুন করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, মৃতের নাম গৌতম শর্মা (১১)। তার বাড়িও ওই এলাকাতেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল থেকে নিখোঁজ ছিল গৌতম। পুলিশের কাছে প্রতিবেশীদের দাবি, সে দিন বিকেলে দুই বন্ধুর সঙ্গে এলাকার একটি দোকানে গিয়েছিল সে। সেখানে অসাবধানে একটি আতরের শিশি ভেঙে ফেলে গৌতম। দোকানের মালিক তাড়া করলে তিন জনই দৌড় লাগায়। দু’জন বাড়ি ফিরলেও গৌতম ফেরেনি। রাত পর্যন্ত খোঁজ করেও সন্ধান না মেলায় বাড়ির লোকজন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সোমবার বিকেল ৫টা নাগাদ এলাকার একটি পুকুরে ওই কিশোরের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কয়েকশো মানুষ পুকুরের চার পাশে ভিড় জমান। তাঁরা অভিযোগ করতে থাকেন, ওই ছাত্রকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ দেহ তুলতে গেলে ক্ষুব্ধ মানুষজন বাধা দেন। তাঁদের দাবি, খুনিকে না ধরা হলে দেহ তুলতে দেওয়া হবে না। পরিস্থিতি আয়ত্তে আনতে আরও পুলিশ পৌঁছয়। এক সময়ে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে জনতা। লাঠি উঁচিয়ে বিক্ষুব্ধদের তাড়া করে হঠিয়ে দেয় পুলিশ। তার পরে দেহ তুলে ময়না-তদন্তের জন্য পাঠানো হয়।

বাইক আরোহীকে গুলি
বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটে কুলটিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ নিজের মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন কুলটির শ্রীপুর রোড এলাকার বাসিন্দা শুভ্রজ্যোতি মুখোপাধ্যায়। পুলিশকে তিনি জানান, কুলটির বড়িরা কবরস্থান সংলগ্ন এলাকায় চার জন দুষ্কৃতী তাঁর মোটরবাইক থামানোর চেষ্টা করে। কিন্তু তিনি না থেমে দ্রুতবেগে মোটরবাইক চালিয়ে পালাতে যান। সেই সময়েই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ করে গুলি চালায়। জখম অবস্থায় ওই যুবক কুলটি পৌঁছন। পরে তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

জন্মদিবস পালন
প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর ৬৯তম জন্মদিন পালিত হল খনি ও শিল্পাঞ্চলে। সোমবার আসানসোলে কংগ্রেসের রাহা লেন অফিসে রাজীব গাঁধীর মূর্তিতে মাল্যদান করেন দলের নেতা সাহিদ আখতার। নিয়ামতপুরে কংগ্রেস অফিসে আলোচনার আসর বসে। জে কে নগরে আইএনটিইউসি-র উদ্যোগে প্রভাতফেরি হয়। সঙ্গীত পরিবেশনেরও ব্যবস্থা ছিল।

শিক্ষা সহায়তা প্রদান
মেয়রের সংবর্ধনা ও হেমোফিলা আক্রান্ত শিশুদের শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান। হেমোফিলা কেয়ার ইউনিট। সন্ধ্যা সাড়ে ৬টা। উদ্যোগ: হেমোফিলা সোসাইটি, দুর্গাপুর শাখা।

একাঙ্ক নাটক প্রতিযোগিতা
সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। রবীন্দ্র ভবন। সন্ধ্যা সাড়ে ৬টা। উদ্যোগ: রবীন্দ্র ভবন। চলবে ২২ অগস্ট পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.