নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
শক্তিনগর জেলা হাসপাতালের নাক- কান- গলা ও চক্ষু বিভাগের আউটডোর বন্ধ থাকায় বৃহস্পতিবার দিনভর রোগীরা চরম ভোগান্তির শিকার হন। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার দেবব্রত দত্ত বলেন, “ইএনটি বিভাগের ডাক্তারবাবুর মা অসুস্থ থাকায় ছুটিতে আছেন। চক্ষু বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জরুরি কারণে ছুটি নিয়েছেন। বাকি দু’জন চিকিৎসক ছিলেন ‘অন কলে’।” কিন্তু এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য কী ব্যবস্থা নিচ্ছে হাসাপাতাল কর্তৃপক্ষ? দেবব্রতবাবুর বক্তব্য, “আমরা আলাপ আলোচনা চালাচ্ছি এই ব্যাপারে।”
|
রক্তের চাহিদা মেটাতে বৃহস্পতিবার দাসপুরের সোনাখালি মৈত্রী সঙ্ঘের উদ্যোগে একটি রক্তদান শিবির হল। শিবিরে মোট ১০৬ জন রক্তদান করেন। রক্তদান শিবিরটির উদ্বোধন করেন দাসপুর-২ ব্লকের বিডিও অরূপ মণ্ডল।
|
বনগাঁর কালুপুরে নান্দনিক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার থ্যালাসেমিয়া সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজের সহযোগিতায় এই শিবির। |