১ সেপ্টেম্বর থেকে কাজ শুরু, সম্মেলনে ঘোষণা গৌতম দেবের
উত্তরে মুখ্যমন্ত্রীর পৃথক সচিবালয়
গামী ১ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের জন্য পৃথক মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ শুরু হচ্ছে। বৃহস্পতিবার শিলিগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের একটি কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ওই ঘোষণা করেছেন। সরকারি সূত্রের খবর, শিলিগুড়ি কমিশনারেটের আওতাভুক্ত তিনবাতি লাগোয়া এলাকায় সচিবালয় তৈরির কাজ শুরু হবে। এবং ওই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে আসার কথা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রীর সচিবালয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। টেন্ডার, ওয়ার্ক অর্ডারের প্রক্রিয়া শেষ। আগামী ১ সেপ্টেম্বর কাজ শুরু হবে। খুব দ্রুততার সঙ্গে সচিবালয়ের কাজ শেষ করা হবে।” রাজ্যে ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের জন্য আলাদা সচিবালয়ের তৈরির কথা ঘোষণা করেন। প্রশাসনিক সূত্রের খবর, প্রাথমিকভাবে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে উত্তরায়ণ উপনগরীর সামনে অংশ সচিবালয়ের জন্য জমি চিহ্নিত করা হয়। মুখ্যমন্ত্রী শিলিগুড়ি সফরের সময় জমিতে সরেজমিনে দেখে সবুজ সংকেতও দেন। নির্মাণ কাজের শুরু আগে ওই জমিতে মুখ্যমন্ত্রীর সচিবালয় লেখা সম্বলিত বোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়। বেসরকারি মালিকানাধীন জমিটি সরকারের হাতে হস্তান্তরের কাজও শুরু হয়ে যায়। সরকারি সূত্রের খবর, চাঁদমণি চা বাগান উচ্ছেদের বিতর্ক, পুলিশের গুলিতে শ্রমিকের মৃত্যুর মত পুরনো বিষয়গুলি সামনে আসতেই ওই জমিতে সচিবালয় তৈরির প্রস্তাব বাতিল করে দেন খোদ মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে তিনি নতুন জমি খোঁজার দায়িত্ব দেন। রেল, বিমান এবং সড়ক পথে কলকাতার সঙ্গে যোগাযোগের কথা মাথায় রেখেই তিনবাতি এলাকার জমিটি চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের জন্যও এ দিন নতুন একটি জমি চূড়ান্ত করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলার পর মন্ত্রী গৌতমবাবু জানান, বাম আমলে ফাঁসিদেওয়ায় একটি ছোট জমিতে ওই ক্যাম্পাস চালু হয়। কোনও পরিকাঠামো তৈরি না করায় চলতি বছর তা বন্ধ হওয়ার মুখে এসে দাঁড়ায়। ফাঁসিদেওয়ারই গোয়ালটুলি লাগোয়া এলাকায় ৫০ একর জমি এ দিন চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে কাজ হবে। আগামী ৭ দিনের মধ্যে ওই জমি শিক্ষা দফতরের হাতে তুলে দেওয়া হবে। শিক্ষা দফতরই পরিকাঠামোর কাজ করবে। বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, কাজ শুরুর বিষয়টি নিয়ে ছাত্র-যুবদের কাজে লাগিয়েই পুজোর পর প্রচার অভিযান শুরু হবে বলে মন্ত্রী গৌতমবাবু জানান। তিনি জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে রেলের একাধিক প্রকল্প, পাহাড়, কোচবিহার, জলপাইগুড়ি বালুরঘাট-সহ সর্বত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হচ্ছে। শিলিগুড়ি কমিশনারেট হওয়ায় মানুষের দুর্ভোগ কমবে। ৪৫-৫০ কিলোমিটার বিচারের মধ্যে যেতে হবে না। এতে জলপাইগুড়িবাসীর তথা আইনজীবীর ক্ষোভ রাখার দরকার নেই। ওখানে ১ সেপ্টেম্বর সার্কিট বেঞ্চের কাজের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী, প্রধান বিচারপতি আসছেন। তার আগে হাইকোর্টের একটি প্রতিনিধি আসবেন। তা ছাড়া রাস্তা, সেতু, হাসপাতাল-সহ একাধিক প্রকল্পের কাজ হচ্ছে। আগামী ২৮ অগস্ট কলকাতায় গাঁধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হবে। সেই উপলক্ষ্যেই এ দিন দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের ছয় জেলার প্রতিনিধিদের নিয়ে কনভেনশনের ডাক দেওয়া হয়। কনভেনশনে সংগঠনের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা সিপিএম নেতা-তথা বাম সরকারের তুলোধনা করেন। এমনকী, বাম আমলের মন্ত্রীদের অযোগ্য বলেও আখ্যা দেন। তবে কংগ্রেস বা ছাত্র পরিষদের নাম না করে বাম ঘনিষ্ঠতার কথা বলে কটাক্ষ করেন। কনভেনশনে ছাত্র নেতারা ছাড়াও বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য, অর্ঘ্য রায়প্রধান বক্তব্য রাখেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.