টোলগে ওজবেকে নিয়ে বিতর্কের জের পড়তে শুরু করল কলকাতা লিগে। অস্ট্রেলীয় স্ট্রাইকারের মতোই অনিশ্চিত মোহনবাগানের লিগ-ভবিষ্যৎ। নিট ফল কলকাতা লিগ শুরুর মুখেই জট।
আজ শুক্রবার ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে ইর্স্টান রেলের বিরুদ্ধে। চিডি ছাড়া কোনও বিদেশি নেই ট্রেভর মর্গ্যানের দলে। কিন্তু মোহনবাগান কবে নামবে? সন্তোষ কাশ্যপের দলের নামার কথা ছিল শনিবার। সাদার্ন সমিতির বিরুদ্ধে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যা পরিস্থিতি তাতে ওই খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আইএফএ-র পক্ষ থেকে ‘সূচি পাল্টানো সম্ভব নয়’ জানিয়ে চিঠি দেওয়ার পরও সিদ্ধান্তে অনড় বাগান। এ দিন সচিব অঞ্জন মিত্র ফের চিঠি লিখে আইএফএ-কে জানিয়ে দেন, “১৮ এবং ২৬ অগস্ট লিগে টিম নামানো সম্ভব নয়। এরপর যদি নতুন সূচি প্রকাশ করেন তা-ও যেন আমাদের জানিয়ে করা হয়।” ইঙ্গিতেই পরিষ্কার টোলগে-বিতর্ক না মিটিয়ে তারা মাঠে নামতে চাইছে না। মোহন সচিব সন্ধ্যায় অবশ্য আরও আক্রমণাত্মক, “পেরেন্ট বডি যদি নিরপেক্ষ আচরণ না করে তা হলে কেউ তাদের মানবে না।”
কলকাতা লিগ নিয়ে আইএফএ বনাম মোহনবাগান লড়াইয়ে পর্দার পিছনে আসল ঝামেলা টোলগেকে নিয়েই। ইস্টবেঙ্গল এ দিন কমর্সমিতির সিদ্ধান্ত জানিয়ে দিল আই এফ এ-কে। তার আগে অবশ্য টোলগে এবং মোহনবাগানের আরও দুটি চিঠি এসেছে রাজ্য সংস্থার অফিসে। টোলগে লিখেছেন, “ফুটবল আমার রুটি-রুজি। আপনারা জানিয়েছিলেন ৮-১০ অগস্টের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। আজ ১৬ অগস্ট পর্যন্ত সিদ্ধান্ত আপনারা নিতে পারেননি। আমি পেশাদার। মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ। আমাকে নথিভুক্তি করে মাঠে নামার ব্যবস্থা করুন।” একই দাবি জানিয়ে চিঠি দিয়েছেন মোহন-সচিব অঞ্জন মিত্রও। দুই প্রধানের চাপান উতোরে আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বেকায়দায়। এরই মধ্যে শতবর্ষপ্রাচীন মহমেডানকে সরাসরি আই লিগে নেওয়ার দাবি জানাল ইস্টবেঙ্গল। লাল-হলুদের দাবি, “শতবর্ষপ্রাচীন আর একটি ক্লাবকে (পড়ুন মোহনবাগান) যদি সরাসরি সুযোগ দেওয়া হয় তা হলে মহমেডানকেও কেন দেওয়া হবে না।” হঠাৎ কেন মহমেডানের হয়ে সওয়াল শুরু করল ইস্টবেঙ্গল তা নিয়ে জোর গুঞ্জন ময়দানে।
|