এক কংগ্রেস নেতা খুনের প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে অবরোধকে ঘিরে বুধবার তেতে ওঠে ব্যান্ডেলের স্টেশন মোড় ও জি টি রোডের সংযোগস্থল। ঘণ্টা চারেক ধরে চলতে থাকা অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ইটের ঘায়ে জখম হন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ১০ জন পুলিশকর্মী। রেল পুলিশের জিপে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেধড়ক মারধর করা হয় চালককে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে, লাঠি চালিয়ে পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে। পুলিশের উপরে হামলার ঘটনায় কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ নাথ-সহ ৩২ জন গ্রেফতার হন। এই ঘটনায় পুলিশের ‘ভূমিকা’ নিয়ে নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্ব। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত কংগ্রেস নেতার নাম দিলীপ পাসোয়ান (৫৫)। তিনি স্টেশন সংলগ্ন ভিউ পার্ক এলাকার বাসিন্দা ছিলেন। আইএনটিইউসি-র ব্যান্ডেল অঞ্চল সভাপতি দিলীপবাবু রেলের ওয়াগনে মাল তোলার ঠিকাদারি কাজও করতেন। মঙ্গলবার রাত ৯টা নাগাদ তিনি ব্যান্ডেল স্টেশন রোডে সংগঠনের কার্যালয় থেকে বেরিয়ে পান খেতে যাচ্ছিলেন। সেই সময়ে হেলমেট পরা তিন যুবক একটি মোটরবাইকে এসে তাঁর বুকে পর পর তিনটি গুলি চালিয়ে পালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কংগ্রেস নেতার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঠিকাদারি কাজ নিয়ে গোলমালের জেরে তিনি খুন হন।
বুধবার সকাল ৭টা থেকে অবরোধ শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দা এবং বেশ কিছু কংগ্রেস কর্মী-সমর্থক। তাঁরা পুলিশের কাছে দোষীদের গ্রেফতারের নির্দিষ্ট সময়ের ব্যাপারে আশ্বাস চান। কিন্তু আলাপ-আলোচনায় কাজ না হওয়ায় পুলিশ লাঠি চালিয়ে অবরোধকারীদের সরাতে যেতেই পরিস্থিতি তেতে ওঠে। প্রথম দফায় অবরোধকারীদের হামলার সামনে পুলিশ পিছু হটে। শেষমেশ পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে। ইটের ঘায়ে আহত হন অতিরিক্ত পুলিশ সুপার তথাগত বসু, ডিএসপি (ডি অ্যান্ড টি) দেবশ্রী সান্যাল-সহ ১০ জন পুলিশকর্মী। |
বৃহস্পতিবার ধৃতদের চুঁচুড়া আদালত ৮ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দিয়েছে। আদালত চত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী-সর্মথকেরা। আদালতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবং দলের নেতা আব্দুল মান্নানও। তাঁরা পুলিশের নিন্দায় সরব হন।
পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “পুলিশকে আক্রমণ করেছিল জনতা। ভাঙচুর ও অগ্নিসংযোগও করে। সেই কারণে পুলিশ ব্যবস্থা নিয়েছে। আরও যারা জড়িত, তাদেরও গ্রেফতার করা হবে।”
|