টুকরো খবর
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কৃষকের
মাঠে পাট কাটার সময় তড়িদাহত হয়ে মৃত্যু হল এক কৃষকের। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া থানার মাগুরী জগন্নাথচক গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত প্রাণকৃষ্ণ মাইতি (৫০) ওই গ্রামেরই বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিদ্যুতের লাইন থেকে একটি তার মাঠের একটি অগভীর নলকূপে সংযোগ করা ছিল। ওই তার প্রাণকৃষ্ণবাবুর জমির উপর দিয়ে গিয়েছিল। শনিবার সকালে জমিতে পাট কাটতে যান প্রাণকৃষ্ণবাবু। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় দুপুরে পরিবারের লোকজন গিয়ে দেখেন জমিতে পড়ে রয়েছে তাঁর দেহ। পাশেই বিদ্যুতের তারটিও পড়েছিল। পুলিশ দেহ উদ্ধার করে তমলুক মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে তড়িদাহত হয়ে মারা যান তিনি। অন্য দিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বালিকার। রবিবার সন্ধ্যায় নন্দকুমার থানার শ্যামসুন্দরপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম শ্যামা জানা (৭)। এ দিন সন্ধ্যা দিতে যাওয়ার সময় পড়ে থাকা বিদ্যুতের তারে পা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নাবালিকার বিয়ে বন্ধ
প্রশাসনের উদ্যোগে ফের বিয়ে বন্ধ হল দুই নাবালিকার। রবিবার ঘটনাটি ঘটেছে এগরা-২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের খেজুরদা গ্রামে। বিডিও মৃন্ময় মণ্ডল জানান, রবিবার সকালে তিনি গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর পান। এরপরই পুলিশকে নিয়ে ওই ছাত্রীর বাড়ি যান বিডিও। সঙ্গে যান পঞ্চায়েত প্রধান শ্রীপতি প্রধানও। মেয়েটির পরিবারকে বোঝানোর পর বিডিওর কাছে বিয়ে না দেওয়ার লিখিত প্রতিশ্রুতিও দেন মেয়েটির বাবা। দ্বিতীয় ঘটনাটিও একই গ্রামের। দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে এ দিনই বিয়ের কথা ছিল এগরা শহরের এক যুবকের। বিডিও ওই ছাত্রীর বাড়িও যান ও বিয়ে বন্ধের ব্যবস্থা করেন।

কেশপুরে ক্ষুদিরাম স্মরণ
শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে শনিবার কেশপুরের মোহবনিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, সাংসদ শুভেন্দু অধিকারী প্রমুখ। আগে এখানে এসে পাঠাগারের সম্প্রসারণ ও সংগ্রহশালা তৈরির জন্য ১০ লক্ষ টাকা দিয়েছিলেন শুভেন্দু। সেই টাকায় দু’টি ঘর তৈরি হয়েছে। এ দিন ঘর দু’টিরও উদ্বোধন করেছেন সাংসদ। সেই সঙ্গে উন্নয়নের জন্য আরও অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেন। কেশপুরের মোহবনিতে শহিদ ক্ষুদিরামের জন্মভিটে রয়েছে। তাই প্রতি বছর ১১ অগস্ট এখানে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আত্মবলিদান দিবস পালন করা হয়। দিনভর ধরে চলে নানা অনুষ্ঠান। এ বারও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য নানা প্রতিযোগিতার আয়োজন করেছিল শহিদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি।

মন্দারমণি অভিযান
মন্দারমণিতে বেআইনি নির্মাণ রুখতে শনিবার রাতে স্থানীয় থানাকে নিয়ে অভিযানে বেরল রামনগর ২ ব্লক প্রশাসন। বিডিও সুকান্ত সাহা, সিআই সমীর বসাক ও রামনগর থানার ওসি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে এক বিশালবাহিনী অভিযান চালিয়ে ৮টি হোটেলের নির্মাণকাজ বন্ধ করে দেয়। সুকান্ত সাহা জানান, “ভবিষ্যতে এইসব হোটেলে যাতে আর কোনও কাজ না হয়, তার জন্য ভিডিও করে ছবি তুলে রাখা হয়েছে। ভবিষ্যতে বেআইনি নির্মাণকাজ ফের শুরু করলে হোটেল মালিকদের গ্রেফতার করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।” বেআইনি নির্মাণের জন্য আনা কাঠবোঝাই একটি ট্রাক্টর আটক করা ছাড়াও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
পিক-আপ ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল থেকে পড়ে এক মহিলার মৃত্যু হল। শনিবার বিকালে এই ঘটনাটি ঘটে মারিশদা থানার বাহিরী গ্রামে। মারিশদা থানার পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম চন্দনা বারিক (৩৫)। বাড়ি মারিশদা থানার নামালডিহা গ্রামে। শনিবার বিকেলে একটি মোটর সাইকেলের পিছনে বসে মারিশদা থেকে নামালডিহায় যাচ্ছিলেন তিনি। পিছন থেকে একটি পিক আপ ভ্যান ধাক্কা মারলে চন্দনাদেবী রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। পুলিশ মৃতদেহ ময়না-তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

চুরির ঘটনায় গ্রেফতার
এক বছর আগে সমবায় সমিতিতে চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। লালগড় থানা এলাকার বালিগুমা গ্রামের বাসিন্দা ধৃত মানস মণ্ডলকে শুক্রবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। বছর খানেক আগে পটাশপুর থানার মথুরা সমবায় সমিতির তালা ভেঙে নগদ টাকা, মূল্যবান দ্রব্য ও নথি চুরির ঘটনায় অভিযুক্ত তিনি।

প্রতিষ্ঠা দিবস
কে ডি কলেজের ৫২তম প্রতিষ্ঠা দিবস পালন হল ধূমধাম সহকারে। গত শুক্রবার প্রভাতফেরি দিয়ে এর সূচনা হয়। দুপুরে মহাবিদ্যালয় প্রাঙ্গণে অধ্যাপক প্রশান্ত সান্যাল স্মারক বক্তৃতা দেন অধ্যাপক রতীনকুমার মাইতি। কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মহাবিদ্যালয়ের অধক্ষ্য দিলীপ কুমার নিয়োগী, বিধায়ক মৃগেন মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন।

মহিলার অপমৃত্যু
রবিবার সকালে ঝাড়গ্রাম শহরের উত্তর বামদা এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম বীণাপাণি মাহাতো (৪৬)। তিনি ঝাড়গ্রাম ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মী। উত্তর বামদায় নিজের বাড়িতে ছোট বোন ভারতীর সঙ্গে থাকতেন অবিবাহিতা বীণাপাণিদেবী। এদিন সকালে বাজার করে ফিরে এসে বাড়ির একটি ঘরে দিদির ঝুলন্ত দেহ দেখতে পান ভারতীদেবী। পুলিশের অনুমান, মানসিক অবসাদজনিত কারণে বীণাপাণিদেবী আত্মহত্যা করেছেন।

শিক্ষা সেলের সম্মেলন
রবিবার দাঁতন-১ ব্লক তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষা সেলের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল দাঁতন বীণাপাণি বালিকা বিদ্যালয়ে। সম্মেলনের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি স্বপন টুডু। উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, দাঁতন ভট্টর কলেজের পরিচালন সমিতির সভাপতি বিক্রম প্রধান-সহ তৃণমূল নেতা, শিক্ষক ও শিক্ষিকারা।

রেলে কাটা পড়ে মৃত্যু
রেলে কাটা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। শনিবার সকালে মহিষাদলের সতীশ সামন্ত রেল স্টেশনের কাছে মৃতদেহটি পড়ে থাকতে দেখে রেল পুলিশে খবর দেন এলাকাবাসী। মৃত ব্যক্তির নাম সত্যরঞ্জন পাত্র (৫২)। বাড়ি মহিষাদলেরই নাটশাল এলাকায়। রেল পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য হলদিয়া হাসপাতালে পাঠিয়েছে।

দোকানে চুরি
রাতের অন্ধকারে মোবাইল দোকানের শাটার ভেঙে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার সকালে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় সুতাহাটার কৃষ্ণনগর এলাকায়। বেশ কিছু মোবাইল সেট ও নগদ ১৫ হাজার টাকা খোওয়া গিয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.