টুকরো খবর
শিলিগুড়িতে আসতে পারেন যুবরাজ সিংহ
কী ভাবে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে ঘুরে দাঁড়ালেন তিনি, সেই গল্প শোনাতে আগামী নভেম্বরে শিলিগুড়িতে আসতে পারেন ক্রিকেট তারকা যুবরাজ সিংহ। শুক্রবার সেই দাবিই করেছেন রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তথা সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য। প্রাক্তন পুরমন্ত্রীর দাবি, ভারতীয় টেস্ট দলে যাতে তিনি ফিরতে পারেন সেই কামনা করেই বৃহস্পতিবার যুবরাজ সিংহকে ফোন করেছিলেন অশোকবাবু। তখনই তাঁকে শিলিগুড়িতে আসার আমন্ত্রণ জানান। অশোকবাবু বলেন, “প্রতি বছর আমরা বিকাশ ঘোষ স্মৃতি বক্তৃতার আয়োজন করা হয়। এ বার ওই অনুষ্ঠানে আমরা যুবরাজ সিংহকে হাজির করাতে চাই। কী ভাবে ও ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করল সেটা নবীন প্রজন্মের সামনে তুলে ধরতে চাই। যুবরাজের লড়াই আমাদের সবাইকে নিশ্চয়ই উদ্দীপ্ত করবে।” এ দিনই প্রাক্তন পুরমন্ত্রী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ফোন করেন। অশোকবাবু বলেন, “আমার পরিকল্পনার কথা শুনে সৌরভও উৎসাহিত। ওই অনুষ্ঠানে সৌরভকেও হাজির করাতে চাই।” প্রসঙ্গত এর আগেও অশোকবাবুর উদ্যোগে শিলিগুড়িতে ঘুরে গেছেন যুবরাজ। অশোকবাবু বলেন, “এমন একজন ক্রিকেটার ক্যান্সারে আক্রান্ত শুনে হতাশ হয়েছিলাম। তবে সবসময়ে চেয়েছি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে যুবরাজ যেন জয়ী হয়। এ বার ফের ভারতীয় দলে যোগ দিয়েছে যুবরাজ। আমায় জানিয়েছে, নিয়মিত প্র্যাকটিসে রয়েছে। ওর এই কামব্যাক যেন সবাইকে উদ্দীপ্ত করে।”

উপ-স্বাস্থ্যকেন্দ্রের জন্য জমি দান
এলাকার উপ স্বাস্থ্যকেন্দ্রটি চলছিল ভাড়া বাড়িতে। যখন শুনলেন উপ-স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য জমি খুঁজছে প্রশাসন, তখন এগিয়ে এসেছিলেন গাইঘাটার বিডিও অফিসের কর্মী ও শিমুলপুরের বাসিন্দা কমল চক্রবর্তী। উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভবন তৈরির জন্য দান করে দেন পাঁচ শতক জমি। শুক্রবার সেই জমিতেই তৈরি হওয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন গাইঘাটার বিএমওএইচ সৈকত সাহা, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি বিশ্বাস, শিমুলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সন্তোষ বৈদ্য প্রমুখ।
শুধু উপ-স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্যই নয়, এর আগে এলাকায় রামকৃষ্ণ-বিবেকানন্দ সেবাশ্রম তৈরির জন্যও জমি দান করেছেন কমলবাবু। কয়েক বছর আগে স্ত্রী মারা গিয়েছেন। চাকরি থেকে অবসর নিতে আর মাত্র মাস চারেক বাকি। বিভিন্ন সেবামূলক কাজে জমি দান করার কারণ? বলতে গিয়ে স্ত্রীর স্মৃতিতে ডুব দিলেন কমলবাবু। বললেন, “না একেবারে নিঃস্বার্থ নয় এই দান। ওখানে স্ত্রীর স্মৃতিতে একটি ফলক থাকবে। তা ছাড়া বহু মানুষ আরও ভাল স্বাস্থ্য পরিষেবা পাবেন এটাও কম নয়।”

স্বাস্থ্য শিবির
স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির হল পটাশপুর ২ ব্লকের খড়াই দেশপ্রাণ যুবসঙ্ঘ প্রাঙ্গণে। শুক্রবার শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুধাময় মোহান্তি প্রমুখ। সংস্থার তরফে তাপস বেরা জানান, ১০৭ জনের পরীক্ষা হয়েছে শিবিরে।

অনিয়মের অভিযোগ
স্বাস্থ্যকেন্দ্রের আবাসনে বসেই টাকা নিয়ে চিকিৎসা করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটনাটি ঘটে। সরকারি আবাসনে বসেই গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। চোপড়া হাসপাতালের বিএমওএইচ কার্তিক দাস বলেন, “এমন ঘটনার কথা আগে জানা ছিল না। হঠাৎই বিষযটি জানতে পারি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ জানাননি।”

খাবার খেয়ে অসুস্থ
ধর্মীয় অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হলেন শতাধিক গ্রামবাসী। বাদুড়িয়ার মলয়াপুরে বৃহস্পতিবার ওই ঘটনায় অসুস্থদের রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রামে চিকিৎসক দল গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.