ডিজিট্যাল কেবল পরিষেবার জন্য আগামী ২১ অগস্টের মধ্যে চ্যানেল প্রদর্শনকারী সংস্থা (ব্রডকাস্টার) ও মাল্টি-সিস্টেম-অপারেটরদের (এমএসও) চুক্তি সেরে ফেলতে হবে। সম্প্রতি সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠকের পরে এই সময়সীমা বেঁধে দিয়েছে ট্রাই।
আগামী ৩১ অক্টোবর থেকে দেশের চারটি মেট্রো শহরে ডিজিট্যাল কেবল পরিষেবা চালু হওয়ার কথা। কিন্তু চ্যানেল প্রদর্শনকারী সংস্থা (ব্রডকাস্টার) কত টাকায় ও কী শর্তে মাল্টি সিস্টেম অপারেটরদের (এমএসও) পে-চ্যানেল সম্প্রচার করবে, এখনও সেটাই চূড়ান্ত হয়নি।
সংশ্লিষ্ট সূত্রের খবর, বৃহস্পতিবার ব্রডকাস্টার এবং এমএসও-দের সঙ্গে বৈঠকের পরে ট্রাই-এর চেয়ারম্যান রাহুল খুল্লার ওই চুক্তির সময়সীমা ২১ অগস্ট বেঁধে দিয়েছেন। তার মধ্যে চুক্তিপর্ব সম্পূর্ণ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ট্রাই। কেউ কেউ ৩১ অগস্ট পর্যন্ত সময়সীমা চাইলেও তা খারিজ করে দেয় ট্রাই।
চ্যানেল প্রদর্শনকারী সংস্থা এবং এমএসও-দের মধ্যে প্রথমে চুক্তি হওয়ার কথা। কোন চ্যানেল দেখতে কত খরচ হবে, তা মূলত এই দুই পক্ষের চুক্তির উপরেই নির্ভর করবে। কারণ সেই চুক্তি হওয়ার পরে এমএসও-দের সঙ্গে আবার কেবল-অপারেটরদের চুক্তি হবে। এমএসও-রা কত টাকায় ও কী শর্তে কেবল-অপারেটরদের চ্যানেল সম্প্রচার করবে, তা ওই চুক্তির মূল বিষয়। সেই চুক্তির ভিত্তিতে তার পর কেবল-অপারেটরেরা গ্রাহকদের মাসুল স্থির করবেন। ফলে যতক্ষণ না পর্যন্ত প্রথম চুক্তি হচ্ছে, ততক্ষণ পরের ধাপগুলি নিয়ে জট কাটছে না। ফলে গ্রাহকের মাসুল হার নির্ধারণের বিষয়টিও ঝুলে থাকছে।
বস্তুত, এই প্রস্তুতিপর্ব সম্পূর্ণ না হওয়ার জন্য গত ৩০ জুন থেকেই চারটি মেট্রো শহরে ওই পরিষেবা চালুর সময়সীমা পিছিয়ে যায়। তবে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়ে দিয়েছে, এ বার আর বাড়তি সময় দেওয়া হবে না। তাই কোনও ক্ষেত্রে কোনও রকম ঢিলেমি দেখলে হস্তক্ষেপ করতে দ্বিধা করা হবে না স্পষ্ট জানিয়ে দেয়েছে ট্রাই। |