মায়াবতী জমানার দুর্নীতি দমন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কিন্তু, আমলাদের চুরি করার ‘অনুমতি’ দিয়েছেন তাঁর কাকা ও রাজ্যের পূর্তমন্ত্রী শিবপাল যাদব। পরে অবশ্য শিবপাল জানিয়েছেন, তাঁর বক্তব্যের একটি অংশ সংবাদমাধ্যমে দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে তিনি চুরি বন্ধ করার কথা বলছিলেন।
|
শিবপাল যাদব |
সম্প্রতি মইনপুরি ও এটাওয়ার জেলার ভিজিল্যান্স কমিটির বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন শিবপাল। বৈঠকের পরে আমলাদের সঙ্গে তাঁর কথাবার্তার একটি ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে শিবপাল স্পষ্টই বলছেন, “পরিশ্রম করলে অল্পস্বল্প চুরি করতেই পারো। তবে ডাকাতের মতো লুঠ কোরো না।”
আজ লখনউতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকেন শিবপাল। প্রথমে সংবাদমাধ্যমের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, মইনপুরি ও এটাওয়ার ওই বৈঠকে সংবাদমাধ্যমের আসার অনুমতি ছিল না। তাও সাংবাদিকরা কোনও ভাবে ঢ়ুকে পড়েছিলেন। এটা সাংবাদিকতার নীতির বিরোধী। এর পরে নিজের মন্তব্য নিয়ে একের পর এক প্রশ্নে কোণঠাসা হয়ে পড়েন শিবপাল। পূর্তমন্ত্রীর দাবি, আসলে মায়াবতী জমানার চুরি বন্ধ করার কথা বলেছিলেন। তাঁর বক্তব্যের একাংশ প্রচার করা হয়েছে। তাঁর আক্ষেপ, তিনি সব সময়ে সংবাদমাধ্যমের সঙ্গে সহযোগিতা করেন। তাও তাঁকে আক্রমণ করা হচ্ছে।
পূর্তমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা। বসপা নেতা স্বামী প্রসাদ মৌর্যের বক্তব্য, চুরি করার অনুমতি দিচ্ছেন এক জন মন্ত্রী। এ এক জঘন্য ব্যাপার। প্রায় একই প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা লালজি টন্ডন ও কংগ্রেস নেত্রী রীতা বহুগুণা জোশী। নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়ে সমাজবাদী পার্টিতে ব্রাত্য হয়েছিলেন শহিদ সিদ্দিকি। তাঁর মতে, এই ধরনের পরিস্থিতি মায়াবতীর আমলেও হয়নি। |