মহাকাশ সংক্রান্ত গবেষণায় ফের উল্লেখযোগ্য কৃতিত্বের নজির রাখল এক ভারতীয় ছাত্র। নাসা আর ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার অবজারভেটরি ‘সোহো’-র থেকে পাওয়া তথ্যের সাহায্যে একটি নতুন ধূমকেতু ‘সোহো-২৩৩৩’ আবিষ্কার করেছে প্রফুল্ল শর্মা নামে দ্বাদশ শ্রেণির ওই ছাত্র। বিজ্ঞানীদের মতে, ‘সোহো-২৩৩৩’ ধূমকেতুটি আসলে ‘ম্যাকহলজ’ নামে একটা বড় ধূমকেতুর টুকরো। ২০০৭ সালে ম্যাকহলজ সূর্যের কাছাকাছি যাওয়ার সময়ে কয়েকটি টুকরোয় ভেঙে যায়। এর পর থেকে ম্যাকহলজের কোনও সন্ধান পাওয়া যায়নি। বিজ্ঞানীদের ধারণা, ম্যাকহলজেরই একটা টুকরো হল ‘সোহো-২৩৩৩’। এর আগে রবিবারই চারটি গ্রহাণু খুঁজে সবাইকে তাক লাগিয়ে দেয় দিল্লির চার স্কুল ছাত্র।
চলতি বছরের এপ্রিল থেকে নতুন মহাজাগতিক বস্তু খুঁজতে বিশ্ব জুড়ে একটি প্রতিযোগিতা হচ্ছে। তাতেই অংশগ্রহণ করেছিল দিল্লির বাসিন্দা প্রফুল্ল। ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, ‘সোহো’ প্রজাতির ধূমকেতুগুলো মূলত আকারে খুবই ছোট হয়। এরা সূর্যকে কেন্দ্র করেই ঘুরে বেড়ায়। আর বেশির ভাগ সময়ে সূর্যকে ঘিরে ঘুরে বেড়াতে বেড়াতেই এরা সূর্যের বুকে ঝাঁপ দিয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। |