উন্নয়ন প্রকল্প গড়ার ‘নামে’ কৃষি জমি অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার ডাক দিল বাবুলাল মরান্ডির নেতৃত্বাধীন ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (জেভিএম)। নাগরিকে কেন্দ্র করে ‘কৃষি জমি সুরক্ষার’ আন্দোলনকে রাজ্যের সর্বত্র ছড়িয়ে দিতে ইতিমধ্যেই জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশও শুরু করেছে জেভিএম।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরান্ডির নেতৃত্বে জেভিএমের ওই আন্দোলনকে বিধানসভা নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে দেখছেন রাজ্য-রাজনীতির কুশীলবরা। বিধানসভার আগামী নির্বাচনে রাজ্যের জোট রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে। জোট রাজনীতির নতুন অঙ্কের সঙ্গে রাজনৈতিক অস্থির পরিস্থিতি তৈরিরও আশঙ্কা করছেন তাঁরা।
রাজ্য রাজনীতির পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিতে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে জেভিএম। ঠান্ডা মাথায় পরিস্থিতির সুযোগ নিজেদের অনুকূলে টানতে আগাম প্রস্তুতি নিচ্ছেন জেভিএম নেতৃত্ব। ইতিমধ্যেই দলের সাধারণ সম্পাদক প্রদীপ যাদব ঘোষণা করেছেন: “আগামী বিধানসভা ভোটে রাজ্যের প্রতিটি আসনে লড়াই করবেন জেভিএম প্রার্থীরা।” জেভিএমের এক সূত্রের বক্তব্য, জেভিএম প্রতিটি আসনে দলীয় প্রার্থী দেওয়ার কথা আগাম ঘোষণা করেছে মূলত দু’টি লক্ষ্য নিয়ে। এক, শেষ পর্যন্ত কোনও দলের সঙ্গে নির্বাচনী জোট করতে হলে, সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে দর কষাকষির বাড়তি সুযোগ থাকবে জেভিএমের।
দ্বিতীয় লক্ষ্য হচ্ছে, ওই ঘোষণার মধ্য দিয়ে বিজেপি-জেএমএম জোট সরকার বিরোধী জনমনে নতুন আশার সঞ্চার করা। প্রতিবেশী রাজ্যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনের সাফল্যই তাদের অনুপ্রাণিত করেছে বলে ইঙ্গিত মিলিছে জেভিএমের অন্দরে। সেই কারণেই রাঁচির কাঁকে ব্লকের ‘নাগরি আন্দোলন’-কে নাগরিতেই সীমাবদ্ধ না রেখে রাজ্যের সর্বত্র ছড়িয়ে দিতে চাইছেন জেভিএম নেতৃত্ব। ইদানীং কালে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় বেশ কয়েক হাজার কৃষি জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। জেভিএমের অভিযোগ: অধিগ্রহণের প্রাথমিক কাজ শুরু হয়েছে ধানবাদ, রামগড়, বোকারো, হাজারিবাগ, গুমলা, পূর্ব এবং পশ্চিম সিংভূম জেলায়।
জেভিএম নেতা প্রদীপ যাদব জানিয়েছেন, ২ অগস্ট থেকে শুরু হয়েছে দলের প্রধান বাবুলাল মরান্ডির জেলা সফর। ২২ অগস্ট পর্যন্ত চলবে জেলায় জেলায় দলীয় বিক্ষোভ সমাবেশ। এর মধ্যে রাজ্যের ২৪ টি জেলায় ৩০ টি জনসভা করবে জেভিএম। এর অনেকগুলিতেই প্রধান বক্তা হিসেবে থাকবেন মরান্ডি। রাজ্য সরকারের ‘সার্বিক ব্যর্থতার’ প্রতিবাদে ৩ সেপ্টেম্বর রাজ্যের সচিবালয়ের সামনে হবে অবস্থান বিক্ষোভ। জেভিএমের পাশাপাশি কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন ঝাড়খণ্ডের সিপিএম নেতৃত্ব-ও। রাজ্যে পায়ের তলায় মাটি পেতে এ ক্ষেত্রে রাজ্য সিপিএম-এও পরোক্ষে ঋণী সেই মমতার কাছেই। |