গঙ্গাতীরে প্রতিরক্ষা দফতরের জায়গায় সৌন্দর্যায়ন প্রকল্পের কাজে জট অবশেষে কাটল। মঙ্গলবার এ কথা জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি চিঠি দিয়ে তাঁর দফতরের সম্মতির কথা জানান।” রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া ব্রিজ থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত গঙ্গাতীর সৌন্দর্যায়নের কর্মসূচি নেন। ইতিমধ্যেই মিলেনিয়াম পার্ক থেকে দ্বিতীয় হুগলি সেতু অভিমুখে দেড় কিলোমিটার পথের সৌন্দর্যায়ন হয়েছে। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, প্রতিরক্ষা দফতরের আপত্তিতে কাজ আটকে ছিল। কারণ বেশ কিছুটা জায়গা ওই দফতরের। এ দিন সুদীপবাবু বলেন, “এটি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। কেন্দ্রের সহযোগিতায় এ বার সেটি করা সম্ভব হবে।” মেয়র বলেন, “সম্মতিপত্র এলে শীঘ্রই কাজ শুরু হবে।”
|
পথসভার বিরুদ্ধে পাল্টা মিছিল। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল সুরেন্দ্রনাথ কলেজের দিবা বিভাগে। পুলিশ জানায়, বেলা ১২টা নাগাদ কলেজের বাইরে মঞ্চ বেঁধে পথসভা করছিল এসএফআই। তাদের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর কিছু সমর্থক এসে মাইক বন্ধ করতে বলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এসে সামাল দেয়। এসএফআইয়ের অভিযোগ, টিএমসিপি-র দাবি মেনেই পুলিশ মাইক খুলেছে। পথসভার পরে পাল্টা মিছিল করে টিএমসিপি।
|
মোটরবাইকের ধাক্কায় মারা গেলেন বিমানবন্দরের এক সাফাইকর্মী। পুলিশ জানায়, মৃত কর্মীর নাম অন্তর্যামী নায়েক (৫০)।
|
মানিকতলা সেতুর কাছে গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যুকে ঘিরে মঙ্গলবার রাতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। মৃতের পরিচয় জানা যায়নি। জনতা রাস্তা আটকে বিক্ষোভ দেখায়। |