রাজ্য জুনিয়ার ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০১২ উপলক্ষ্যে গত ২৩ জুলাই জলপাইগুড়ির জিগপা মিনি ইণ্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। জলপাইগুড়ি ইন্ডোর গেমস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের আকর্ষণ ছিল মূক নাটক। নির্দেশনায় ছিলেন সব্যসাচী দত্ত। দুর্বার শর্মা, দীপঙ্কর মণ্ডল, জয়দীপ চট্টোপাধ্যায়, অঙ্কুর বিশ্বাসের অভিনয় দর্শকদের মন জয় করে। কলামণ্ডলমের ভারতনাট্যম এবং আশালতা বসু বিদ্যালয়ের অনুষ্ঠান সুনামিও ছিল আকর্ষণীয়।
|
শ্রাবণী উৎসব উপলক্ষে বাউল গানের আসর বসেছে ময়নাগুড়ির নিয়ন্ত্রিত বাজার চত্বরে। আয়োজক, উৎসবের পূণ্যার্থীরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য গণেশ রায় জানান, কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ৫০ জন বাউল এ বার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। গত ৮ জুলাই থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে ১৩ অগস্ট পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় বাউল শিল্পীরা তাঁদের অনুষ্ঠান পরিবেশন করছেন।
|
৩ অগস্ট শুক্রবার থেকে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শুরু হয়েছে রবীন্দ্র উৎসব। আয়োজক ‘নাট্য আনন’ গোষ্ঠী। উৎসব চলবে ৫ অগস্ট পর্যন্ত। উৎসবে বিভিন্ন নাট্য গোষ্ঠী নাটক পরিবেশন করবে। |