|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৩... |
|
সুনয়নী নহে, প্রতিমা |
বইপোকা |
সুমুদ্রিত, কিন্তু সুসম্পাদিত নহে। সংক্ষেপে ইহাই বলা যায় রজতকান্ত রায় এবং নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় কর্তৃক নির্বাচিত ও পরিচায়িত সংকলন রবীন্দ্রনাথ: পোর্ট্রেটস অ্যান্ড সেল্ফ পোর্ট্রেটস সম্পর্কে। রবীন্দ্র-প্রতিকৃতির এই সংকলনে একটি ভূমিকার পরে নিছক চিত্রগুলি ছাপাইয়া দেওয়া হইয়াছে। ইহাতেই এ ধরনের সংকলন শেষ হইতে পারে না, প্রয়োজনীয় ছিল শিল্পীদের পরিচিতি, বিশেষ করিয়া রবীন্দ্রনাথের সহিত তাঁহাদের পরিচয় ও সম্পর্কটির বিবরণ। নিকোলাস রোয়েরিখ, তাকাকো ইয়ামাগুচি, হেনরি ল্যাম্ব প্রমুখ কে তাহা শিল্পবেত্তাগণ জানিতে পারেন, কিন্তু সাধারণ রবীন্দ্রপ্রেমী? আশা করি সংস্করণে কিঞ্চিৎ ঘাম ঝরিবে, থাকিবে শিল্পীতথ্য। সংশোধিত হইবে একটি গুরুতর প্রমাদও। সঙ্গের ছবিটি গ্রন্থে সুনয়নী দেবীর বলিয়া সংকলিত, আসলে তাহা প্রতিমা দেবী অঙ্কিত। ম্যুরহেড বোনের এচিং-এর অনুকরণে স্কেচটি করিয়াছিলেন তিনি। |
|
|
|
|
|