পিচ উঠে খানাখন্দে ভরে গিয়েছে রাস্তা। বর্ষার জল জমে সেগুলোই ছোট জলার চেহারা নিয়েছে। রাস্তা সংস্কারের দাবিতে ওই জলা জায়গায় বীজতলা রোপণ করে, মাছ ধরার ছিপ বসিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত স্থানীয় ঢোলাহাট বাস মোড়ে অবরোধ চলে। পরে কুলপির বিডিও গিয়ে আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরুর আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের পোলেরহাট মোড় থেকে রামডাঙা পর্যন্ত ৪১ কিলোমিটার রাস্তাটি প্রায় এক বছর ধরে বেহাল। খানাখন্দে ভরে গিয়েছে গোটা রাস্তা। ছোটখাট দুর্ঘটনা লেগেই থাকে। এ দিকে, ওই রাস্তা দিয়েই ডায়মণ্ডহারবার এবং কলকাতা যায় বহু সরকারি ও বেসরকারি বাস। ভাঙা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে বিকল হচ্ছে যন্ত্রাংশ। ফলে বাসকর্মীরা ওই রাস্তায় গাড়ি চালাতে চান না। |
বিক্ষোভকারীদের দাবি, একাধিকবার প্রশাসনকে রাস্তা সংস্কারের জন্য বলে লাভ হয়নি। এর আগেও একই দাবিতে ওই রাস্তা অবরোধ হয়েছিল। সে বারও সংস্কারের আশ্বাস দিয়েছিল প্রশাসন। আশ্বাসই সার। কাজ হয়নি। স্থানীয় বাসিন্দা সইদুল কয়াল বলেন, “বেহাল রাস্তায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এ জন্য ছোট গাড়িতে ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। এ ছাড়া রাস্তা খারাপের জন্য গন্তব্যস্থলে পৌছতেও সময় লাগছে। অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া দুষ্কর।” এ দিন ঘটনাস্থলে গিয়ে আগামী সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরুর আশ্বাস দেন কুলপির বিডিও সেবানন্দ পণ্ডা। এরপরে অবরোধ উঠে যায়। বিডিও বলেন, “রাস্তা সংস্কারের জন্য পূর্ত দফতর থেকে সামনের সপ্তাহে টেন্ডার ডেকে কাজ শুরু করা হবে।” পূর্ত দফতরের কাকদ্বীপ সাব ডিভিশনের সহকারি বাস্তুকার নিমাই পাল বলেন, “অনুমোদন মিলেছে। সামনের সপ্তাহেই কাজ শুরু হবে।” |