এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল রাজাবাগান থানার সফি কাঠগোলা মোড়ে। ক্ষিপ্ত জনতা পথ অবরোধ করে। ভাঙচুর হয় পুলিশের দু’টি গাড়ি। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠি চালায়, পরে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পুলিশ জানায়, মৃতার নাম সাহানারা চৌধুরী (২৪)। তিনি কলকাতা পুরসভার ১৪১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মইনুল হক চৌধুরীর ছোট মেয়ে। মইনুল এখন সস্ত্রীক হজে গিয়েছেন। পুলিশ সূত্রে খবর, গত রবিবার নর্দমা কাটা নিয়ে ঘটনার সূত্রপাত। অভিযোগ, ওই দিন কিছু দুষ্কৃতী সাহানারার বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করে। বুধবার একটি নার্সিংহোমে সাহানারার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার তিনি সাহানারার বাপের বাড়ি গিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে ফিরহাদ বলেন, “পুলিশ সময় মতো ব্যবস্থা না নেওয়ায় ঘটনাটি অন্য আকার নিয়েছে। পুলিশের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে সরকার ব্যবস্থা নেবে।” পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ডিসি (বন্দর) মেহবুব রহমান। তিনি বলেন, “রবিবার ওই বধূর বাড়ির লোকেরা অভিযোগ করেন। সে দিন অভিযুক্তদের পাওয়া যায়নি। পরের দিন অভিযুক্তরা আদালত থেকে জামিন পায়। তাই আমরা তাদের ধরিনি। এখন ওঁরা খুনের অভিযোগ করলে আমরা আদালত থেকে অভিযুক্তদের জামিন বাতিল করে তাদের গ্রেফতার করব।”
|
সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেনে ছাত্রী ভর্তির সময়সীমা বাড়িয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ৬ অগস্টের বদলে ১৩ অগস্ট পর্যন্ত ওই কলেজে ভর্তি চলবে বলে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। আজ, শনিবার ফের ছাত্রী ভর্তি শুরু হবে বলে জানিয়ে শুক্রবার কলেজের তরফে চিঠি দেওয়া হয়েছে প্রশাসক তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অ্যান্ড ট্রাস্ট অফিসার অঞ্জন দাঁ-কে। বর্তমান ও প্রাক্তন এক দল ছাত্রীর ‘অন্যায় দাবি’র জেরে গত ২৫ জুলাই থেকে ওই কলেজে ভর্তি বন্ধ ছিল।
|
ক্রেতা-সুরক্ষা নিয়ে প্রচারের কাজ করতে শুক্রবার অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ কলকাতার ৪০টি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে আর্থিক অনুদান তুলে দিলেন রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। তাঁর কথায়, “একজন ক্রেতার অধিকার সম্পর্কে ছোটবেলা থেকেই সচেতন হওয়া দরকার। তাই ছোটদেরই কাজে নামিয়েছি।’’ অনুদান প্রাপকের তালিকায় মধ্য কলকাতার হিন্দু স্কুল, উত্তরের বেথুন স্কুল, দক্ষিণের তীর্থপতি ইন্সস্টিটিউশন, সাখওয়াত মেমোরিয়াল গর্ভনমেন্ট গালর্স হাইস্কুলও আছে। কেন্দ্রীয় সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের পরিকল্পনা অনুসারেই ছাত্রছাত্রীদের প্রচারে নামানোর কাজ শুরু হয়েছে রাজ্যে। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সুনীল চন্দ্র তিরকি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার। রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতরের ওই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন মালবিকাদেবী।
|
বেহালার একটি বাড়িতে চুরির অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম এস অঞ্জলি ও মামণি ঘোষ। উদ্ধার করা হয়েছে প্রায় এক লক্ষ ৩০ হাজার টাকাও। বজবজের বাসিন্দা অঞ্জলি দিন-রাতের জন্য ওই বাড়িতে কাজ করত। স্থানীয় বাসিন্দা মামণি ছিল ঠিকে পরিচারিকা। পুলিশি সূত্রের খবর, ভূপেন রায় রোডের বাসিন্দা নির্মলকুমার বৈদ তাঁর বাড়ির আলমারি থেকে টাকা চুরির অভিযোগ করেন। জেরায় অঞ্জলি চুরির কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। তার দেখানো জায়গা থেকে টাকা এবং বাড়ির এক মহিলার ব্যাগ পাওয়া যায়। অঞ্জলির স্বীকারোক্তির সূত্র ধরেই পাকড়াও করা হয় মামণিকে।
|
কলকাতা পুলিশ হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। পুলিশ জানায়, ওই চিকিৎসক শুক্রবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পান। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই হাসপাতালের এক আয়ার শ্লীলতাহানি করেছেন তিনি। গত বুধবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অর্গানাইজেশন)-কে বিষয়টি জানান অভিযোগকারিণী। বৃহস্পতিবার ভবানীপুর থানাকে তদন্তের নির্দেশ দেন ওই পুলিশকর্তা।
|
কলসেন্টারের কর্মীদের সঙ্গে কর্তৃপক্ষের গোলমালের জেরে শুক্রবার ন’জন গ্রেফতার হয়েছেন। ধৃতদের মধ্যে ছ’জন কর্মী এবং তিন জন কর্তৃপক্ষের তরফের। হিন্দুস্থান পার্কের ওই কলসেন্টারের কর্মীদের অভিযোগ, দু’মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। |