বোনাস বাড়ছে সরকারি কর্মীদের, মিলবে এক কিস্তি ডিএ-ও
দ ও পুজোয় এ বার গত বছরের চেয়ে ৪০০ টাকা বেশি বোনাস দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আগামী জানুয়ারি মাসে বকেয়া মহার্ঘ ভাতার (ডি এ) আরও এক কিস্তি সরকারি কর্মীদের দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তিনি।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, ঈদ ও পুজোর বোনাসের অঙ্ক বাড়ানো হচ্ছে। বাম আমলে দেওয়া হত ১০০০ টাকা করে। গত বার তাঁদের সরকার দিয়েছিল ২১০০ টাকা। এ বার করা হচ্ছে ২৫০০ টাকা। গত বছর বোনাসের আওতায় ছিলেন মাসে ২০ হাজার টাকা পর্যন্ত বেতন প্রাপকেরা। এ বার তা বাড়িয়ে ২২ হাজার টাকা করা হল। অক্টোবর মাসে পুজোর বোনাস দেওয়া হবে। আর ঈদের বোনাস দেওয়া হবে দিন কয়েকের মধ্যেই। একই ভাবে পেনশনভোগীরা গত বার পেয়েছিলেন ৮০০ টাকা করে। এ বার তাঁরা পাবেন ৯০০ টাকা। মমতা মন্তব্য করেন, “রাজ্যের আর্থিক সঙ্কট থাকা সত্ত্বেও আমরা এই বাড়তি টাকার দায় নিচ্ছি।”
মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী জানুয়ারিতে সরকারি কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতার আরও এক কিস্তি পাবেন। তিনি বলেন, “জানুয়ারিতে আমরা একটি কিস্তি দিয়েছিলাম। আগামী জানুয়ারিতে আরও এক কিস্তি দেব। আমি কমিট করছি।” সরকারি সূত্রের খবর, এই মুহূর্তে সরকারি কর্মীদের ২০% মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। রাজ্য আরও কিস্তি, অর্থাৎ ৬% (মমতা অবশ্য ৭% বলেছেন) মহার্ঘ ভাতা দিলে বকেয়ার পরিমাণ কমে দাঁড়াবে ১৪%-এ।
কিন্তু সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের বক্তব্য, এই সময়ের মধ্যে (জুলাই থেকে জানুয়ারি) কেন্দ্র আরও দু’কিস্তি মহার্ঘ ভাতা ঘোষণা করবে। সেই অঙ্কটা কমপক্ষে ১৪%। ফলে রাজ্য যখন এক কিস্তি মহার্ঘ ভাতা দেবে, তখন বকেয়ার পরিমাণ দাঁড়াবে ২৮%। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ওয়েস্ট বেঙ্গলের নেতা মলয় মুখোপাধ্যায় এবং কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী, দু’জনেই মহার্ঘ ভাতার স্থায়ী আদেশনামা জারির দাবি জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী এ দিন ঘোষণা করেন, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মতো কর্মীদের বকেয়া বেতনের বাকি অংশ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বেতন বাবদ কর্মীদের আর কোনও বকেয়া থাকবে না। বিষয়টি ব্যাখ্যা করে সরকারের এক মুখপাত্র জানান, কমিশন ২০০৯ সালের ১২ মাসের বেতন তিন কিস্তিতে দেওয়ার সুপারিশ করে। বাম সরকার ওই বছর এবং ২০১০ সালে ৮ মাসের বকেয়া বেতন মিটিয়ে দেয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর গত বছর আরও দু’মাসের বকেয়া মেটায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এ বার বাকি দু’মাসের বেতনও পেয়ে যাবেন কর্মীরা। বোনাস ও বকেয়া বেতন দিতে কত টাকা অতিরিক্ত খরচ হবে? জবাবে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, দু’টি খাতে সব মিলিয়ে প্রায় ৯৫০ কোটি টাকা বাড়তি খরচ হবে রাজ্যের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.