টুকরো খবর
একাদশের ছাত্রকে মার, শিক্ষকের নামে নালিশ
ছোট ছাত্র বা ছাত্রী নয়। এ বার একাদশ শ্রেণির তরুণ ছাত্রকে মারধরের অভিযোগ উঠল এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে বরাহনগর বিদ্যামন্দির বিদ্যালয়ে। পুলিশ জানায়, ওই ছাত্রের নাম বিশ্বজিৎ দাস। তিনি বরাহনগরের বারুইপাড়া লেনের বাসিন্দা। অভিযুক্ত শিক্ষকের নাম অধীর দাস। পুলিশে ছাত্রের পরিবার অভিযোগ করেছে, ওই দিন স্কুলে প্রথম পিরিয়ড শুরু হওয়ার আগে কয়েক জন বন্ধুর সঙ্গে শ্রেণিকক্ষের বাইরে দাঁড়িয়ে গল্প করছিলেন বিশ্বজিৎ। অধীরবাবু ক্লাসে যাচ্ছিলেন। তাঁকে দেখে কোনও ছাত্র নাম ধরে ডাকে। ক্লাসে ঢুকে বিশ্বজিৎকে কাছে ডাকেন অধীরবাবু। কেন তাঁর নাম ধরে ডাকা হয়েছে, সেই প্রশ্ন তুলে তিনি বিশ্বজিৎকে মারধর করেন বলে অভিযোগ। বিশ্বজিতের দাদা সুরজিৎবাবু বলেন, “ভাই কখনওই স্যারের নাম ধরে ডাকেনি। মারধরের ফলে ওঁর কান দিয়ে রক্ত বেরোচ্ছিল। সে-দিনই বরাহনগর থানায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।” বিশ্বজিৎকে রাতে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় আর জি করে। সুরজিৎবাবু আরও জানান, এ দিন সকালে তাঁরা স্কুলে অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু প্রধান শিক্ষক ও অধীরবাবু স্কুলে ছিলেন না। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক জগৎচন্দ্র জানা বলেন, “ওই ঘটনার কথা জানি না। কেউ লিখিত অভিযোগ জানালে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

রাতে গ্যাস লিক, আতঙ্ক রাজাবাজারে
বরফ তৈরির একটি কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে বৃহস্পতিবার রাতে রাজাবাজার এলাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশি সূত্রের খবর, গ্যাস স্ট্রিটের ওই কারখানায় সাড়ে ৮টা নাগাদ গ্যাস লিক করে। ঝাঁঝালো গন্ধ পেয়ে বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। এলাকা ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যান অনেকেই। দমকলের দু’টি ইঞ্জিন ও পুলিশ পরিস্থিতি সামলায়। বাসিন্দাদের অভিযোগ, প্রায়ই ওই কারখানা থেকে ঝাঁঝালো গন্ধ বেরিয়ে সমস্যার সৃষ্টি করে। পুলিশ জানায়, গ্যাসের প্রধান সরবরাহ লাইন বন্ধ করে কারখানার কর্মীরা মাঝেমধ্যেই পাইপ পরিষ্কার করেন এবং নতুন গ্যাস ভরেন। এ দিনও ভরছিলেন। প্রধান সরবরাহ লাইন বন্ধ করার পরে পাইপে যেটুকু গ্যাস ছিল, সেটা বেরিয়ে আসে। তবে বাসিন্দাদের অভিযোগ, পাইপ ফুটো হয়েই গ্যাস লিক করছিল। এ দিনই দুপুরে মল্লিকবাজারে গ্যাস সরবরাহ সংস্থার ভূগর্ভস্থ পাইপলাইন থেকে গ্যাস লিক করে। গ্যাসের গন্ধ ছড়ায় এজেসি বোস রোড সংলগ্ন এলাকায়। সংস্থার কর্মীরাই পরিস্থিতি সামলান।

অবস্থানে অসুস্থ
এক মাসেরও বেশি বেতন মিলছে না। সেই দাবিতে ছুটির পরে স্কুল-প্রাঙ্গণেই অবস্থানে বসেন শিক্ষক-শিক্ষাকর্মীরা। প্রধান শিক্ষিকার সঙ্গে অবস্থানকারীরা আলোচনাও করেন। বৃহস্পতিবার বিধাননগর পুর স্কুলে সেই বৈঠককে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। অসুস্থ হয়ে পড়েন প্রধান শিক্ষিকা ভাস্বতী চক্রবর্তী। অবস্থানকারী এক শিক্ষিকাও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দু’টি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আকাশ-পথের ভাবনা
মাটিতে জায়গা নেই। এ বার তাই আকাশ-পথ। সেক্টর ফাইভে ‘স্কাইওয়াক’ তৈরির পরিকল্পনা করতে চলেছে রাজ্য। বৃহস্পতিবার সেক্টর ফাইভে রিং রোডের শিলান্যাস, পার্কিং প্লেস ও দু’টি পার্কের সূচনা করে এই পরিকল্পনার কথা জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পার্কিং সমস্যা মেটাতে শিল্পতালুকের এ কিউ ব্লকে ১ একর জায়গায় পার্কিং প্লেস হবে। সেখানে ১৭০টি গাড়ি রাখা যাবে।

ব্যাঙ্ক জালিয়াতি
ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে ধৃত দম্পতিকে ৮ অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজত দিল আদালত। বৃহস্পতিবার শিয়ালদহ আদালত এই নির্দেশ দেন। অভিযুক্ত কস্তুরী বেরা, কৃষ্ণেন্দু বেরা ও অজয় ঠাকুরের আইনজীবী জানান, তাঁর মক্কেলদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কসবা শাখা থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল।

ঝোপে মৃতদেহ
পর্ণশ্রী এলাকায় বৃহস্পতিবার বিকেলে রাস্তার ধারের ঝোপে এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ পাওয়া গিয়েছে। বয়স প্রায় ৫০। নিহতের বুকে দু’টি গুলির ক্ষত রয়েছে। তাঁর পরনে ছিল ফুলপ্যান্ট। গায়ে জামা বা পায়ে জুতো ছিল না। গোয়েন্দা সূত্রের খবর, ঘটনাস্থল বীরেন রায় রোডের (ওয়েস্ট) আশপাশের বাসিন্দারা কেউ গুলির শব্দ পাননি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.